২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জাজনক ভাবে হেরে যায় ভারতীয় টিম। তার পরেই গোটা নির্বাচক কমিটিকেই ছেঁটে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরাসরি ছেঁটে ফেলার কথা বলা হয়নি। তবে নিজেদের ওয়েবসাইটে নতুন নির্বাচক হওয়ার জন্যে আবেদন চাওয়া হয়েছে। আর সেই আবেদন কারা করতে পারবেন, সেই মানদণ্ডও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিসিসিআই-এর তরফে।
আরও পড়ুন: T20 অধিনায়কের পদ থেকে সরানো হতে চলেছে রোহিতকে, হার্দিক নতুন ক্যাপ্টেন- রিপোর্ট
প্রসঙ্গত নির্দিষ্ট সময় পূরণ করার আগেই চেতন শর্মার কমিটিকে ছেঁটে ফেলল বোর্ড। তার পরিবর্তে যে আবেদন চাওয়া হয়েছে, তাতে আবেদনকারীদের জন্য নির্দিষ্ট কিছু মানদণ্ড দিয়ে দেওয়া হয়েছে। সেগুলি হল-
১) অন্ততপক্ষে ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন, এমন কেউ আবেদন করতে পারেন।
অথবা
২) অন্ততপক্ষে ৩০টি ফার্স্টক্লাস ম্যাচ খেলেছেন, এমন প্রার্থীও আবেদনযোগ্য।
অথবা
৩) আবেদনকারীকে অন্ততপক্ষে ১০টি ওডিআই এবং ২০টি ফার্স্টক্লাস ম্যাচ খেলতে হবে।
৪) পাশাপাশি সব ধরনের ক্রিকেট থেকে কম করে হলেও ৫ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থী হতে হবে।
৫) বোর্ডের কোনও ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না।
আবেদনের শেষ সময়: ২৮ নভেম্বর সন্ধে ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিশ্বকাপের পরই যে নির্বাচক কমিটিতে বদল হতে চলেছে, সে কথা কানাঘুষো শোনাই যাচ্ছিল। কিন্তু পুরো নির্বাচক কমিটিকে যে এ ভাবে ছেঁটে ফেলা হবে, এটা সম্ভবত কেউই ভাবতে পারেননি। বোর্ডের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠে গিয়েছে, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ নিয়েও! তাঁকে ইদানীং ঘন ঘন ছুটিতে পাঠানো হচ্ছে। এর পিছনে অন্য সমীকরণ থাকতে পারে বলে, মনে করা হচ্ছে। দ্রাবিড়ের ভূমিকা এখন আতসকাচের তলায়।
আগে কবে গোটা নির্বাচক কমিটিকে এ ভাবে ছেঁটে ফেলা হয়েছে, সে কথা কেউই মনে করতে পারছেন না। অতীতে বার বার নির্বাচক কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন প্রতিযোগিতায় বিতর্কিত দল নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে পারফরম্যান্সে। এ বারও বিশ্বকাপে শুভমন গিল, সঞ্জু স্যামসনদের মতো তরুণ ক্রিকেটারদের না নেওয়ায় নির্বাচকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে।
নির্বাচকদের দিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হল, তাঁরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার মতো দলই তৈরি করতে পারেননি। দলে প্রচুর বেশি বয়সী ক্রিকেটার নিয়েছেন। চেতনের আমলে ভারতীয় দলে চোট-আঘাতের পরিমাণও অনেক বেড়েছিল, যার কোনও যুৎসই জবাব কারও থেকেই পাওয়া যায়নি। কোনও ক্রিকেটারকে বাদ দেওয়া হলে, কেন তিনি বাদ পড়লেন, তার কোনও ব্যাখ্যাও দেওয়া হয়নি। তেমনই কাউকে দলে নেওয়া হলে তার কারণও জানা যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।