ভারতীয় ক্রিকেটমহলে মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই সুপার কিংস কার্যত সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই সিএসকে মালিক এন শ্রীনিবাসন জানিয়েছেন, কীভাবে ২০০৮-এর আইপিএল নিলামের আগে অঙ্ক কষে ধোনিকে জালে তুলেছিল ফ্র্যাঞ্চাইজি।
আইপিএল ২০২০-র ঠিক আগে জানা গেল চমকপ্রদ এক তথ্য। প্রাক্তন সিএসকে তারকা এস বদ্রিনাথ জানালেন, ধোনি নন, ক্যাপ্টেন তথা মার্কি প্লেয়ার হিসেবে চেন্নাই সুপার কিংসের প্রথম পছন্দ ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। বীরুকে পাওয়া যাবে না বুঝেই ধোনিকে দলে নিতে ঝাঁপায় সিএসকে।
নিজের ইউটিউব চ্যানেলে বদ্রিনাথ বলেন, ‘আইপিএল শুরু হয় ২০০৮-এ। যদি জানতে চাওয়া হয় চেন্নাইয়ের প্রথম পছন্দ কে ছিল, তবে উত্তর হল বীরেন্দ্র সেহওয়াগ। ম্যানেজমেন্ট সেহওয়াগকে দলে নেওয়ার বিষয়ে নিশ্চিত ছিল। তবে সেহওয়াগ নিজে বলে যে, দিল্লি থেকেই ওর উত্থান। তাই দিল্লির সঙ্গেও ওর সংযোগ ভালো হবে। ম্যানেজমেন্ট সেটা মেনে নেয়। ওদেরও মনে হয়, সেহওয়াগের দিল্লিতে খেলাই উচিত হবে।’
পরে বদ্রিনাথ আরও বলেন, ‘তার পরে নিলামে এসে ম্যানেজমেন্ট বিবেচনা করে কে ভালো প্লেয়ার। ঠিক তার আগেই ভারত ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ জিতেছে। সুতরাং ধোনিকেই চেন্নাইয়ের সেরা বিকল্প মনে হয়।’
শেষে প্রাক্তন সিএসকে তারকা বলেন, ‘২০০৮-এ ধোনি সবথেকে দামি ক্রিকেটার ছিল। ওকে ৬ কোটি টাকা দিয়ে কেনে ফ্র্যাঞ্চাইজি। অনেকেই হয়ত জানেন না যে, সেহওয়াগকে না পেয়ে ধোনিকে দলে নেওয়া হয়েছিল। আমার মতে চেন্নাইয়ের এই সিদ্ধান্ত এক ঢিলে তিন পাখি মারার সমান ছিল। প্রথমত, ধোনি বিশ্বের সেরা ক্যাপ্টেন হিসেবে আত্মপ্রকাশ করে। এমন কোনও ট্রফি নেই, যেটা ও হাতে তোলেনি। দ্বিতীয়ত, ও সেরা ফিনিশার। তৃতীয়ত, ধোনি অসাধারণ উইকেটকিপার। আমার দেখা বিশ্বের সেরা উইকেটকিপারদের একজন হল ধোনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।