বাংলা নিউজ > ময়দান > অবসর জল্পনা উড়িয়ে ধোনিকে ৩ বছরের জন্য রাখছে CSK, লখনউ-এর নেতৃত্বে কেএল: রিপোর্ট

অবসর জল্পনা উড়িয়ে ধোনিকে ৩ বছরের জন্য রাখছে CSK, লখনউ-এর নেতৃত্বে কেএল: রিপোর্ট

মহেন্দ্র সিং ধোনি এবং কেএল রাহুল।

বিসিসিআই-এর নিয়মানুযায়ী, ২০২২ আইপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলো সর্বোচ্চ চার জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। আর এই তালিকাটি ডিসেম্বরে নির্ধারিত মেগা নিলামের আগেই অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।

চেন্নাই সুপার কিংসকে চার বার আইপিএল চ্যাম্পিয়ন করা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আরও তিন বছরের জন্য ধরে রাখতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজি দলের কর্তৃপক্ষ। স্বভাবতই ধোনির অবসর নিয়ে জল্পনায় অপাতত ইতি টানতে চলেছে ক্রিকেট বিশ্ব। আগামী তিন বছর ধোনি সিএসকে-এর জার্সিতেই আইপিএল খেলবেন।

ধোনি যে পরের মরশুমেও চেন্নাই চুপার কিংসের হয়ে আইপিএল খেলবেন, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন চ্য়াম্পিয়ন দলের অধিনায়ক। আর তাতেই এ বার শিলমোহর পড়ল। তবে আর এক বচর নয়, তিন বছরের জন্য তিনি আইপিএল খেলবেন। যদি না বড় কোনও অঘটন ঘটে। বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবরটি প্রকাশ্যে এনেছে। ধোনি ছাড়াও ২০২১ আইপিএলে কমলা ক্যাপজয়ী রুতুরাজ গায়কোয়াড় এবং তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও ধরে রাখছে এই ফ্র্যাঞ্চাইজি।

বিসিসিআই-এর নিয়মানুযায়ী, ২০২২ আইপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলো সর্বোচ্চ চার জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। আর এই তালিকাটি ডিসেম্বরে নির্ধারিত মেগা নিলামের আগেই অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। 

জানা গিয়েছে, ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলিকে ধরে রাখার জন্য তাঁর সঙ্গে চূড়ান্ত পর্বের কথা চালাচ্ছে সিএসকে। মইন রাজি না হলে, সেক্ষেত্রে তাঁর জাতীয় দলের সতীর্থ স্যাম কারানকে ধরে রাখা হবে।

এদিকে, এমএস ধোনির দুবাইয়ে ফাইনালের পর তার "আমি পিছিয়ে নেই" বিবৃতির পর থেকে কয়েক মাসের জল্পনার অবসান ঘটিয়েছে।

এ দিকে মুম্বই ইন্ডিয়ান্স আবার রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহকে ধরে রাখতে চলেছে বলে খবর। কায়রন পোলার্ডকে নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত তারা নেয়নি। ইশান কিষাণকেও ধরে রাখা হতে পারে। মেগা নিলাম থেকে সূর্যকুমার যাদবকে দলে নিতে মুখিয়ে রয়েছে মুম্বই।

এ দিকে আইপিএলের দুই নতুন ফ্র্যাঞ্চাইজি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ (লখনউ) এবং সিভিসি ক্যাপিটালস (আমেদাবাদ)-ও দল গোছানোর আসরে নেমে পড়েছে। মেগা নিলামের বাইরে থেকে তারা দু'জন করে খেলোয়াড় আগে থেকে সই করাতে পারবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে জানা গিয়েছে, কেএল রাহুল নাকি পাঞ্জাব কিংসের সঙ্গে বিচ্ছেদের পরে লখনউ ফ্র্যাঞ্চাইজি টিমকে নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। এবং এই বিষয়টি চূড়ান্তও হয়ে গিয়েছে।

এদিকে, আইপিএল ২০২১ সালের রানার্স আপ টিম কলকাতা নাইট রাইডার্স ওয়েস্ট ইন্ডিজের জুটি আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে ধরে রাখতে চলেছে। এ ছাড়াও বরুণ চক্রবর্তী, শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ারের মতো তরুণদের সঙ্গে আলোচনা চলছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'৩৬ বছরের বড় ভাইজানের সঙ্গে...' দাবাং ৩ প্রসঙ্গে কী জানালেন সাই মঞ্জেরেকর কথা-গীতার হাড্ডাহাড্ডি লড়াইয়ে TRP তালিকায় টপার হল কে? সেরা ৫-এই বা জায়গা পেল ১২৪ মিটারের দৈত্যাকার ছক্কা প্যারিসের, রাসেলের তাণ্ডবে দাপুটে জয় নাইট রাইডার্সের স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান তুলে দেওয়ার 'ছক'? চরমে জল্পনা মৌসুনি দ্বীপে রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফাটল একের পর এক গ্যাস সিলিন্ডার আরজি কর কাণ্ডে আরও অস্বস্তিতে শাসকদল, তৃণমূল বিধায়ককে তলব কেন্দ্রীয় সংস্থার পয়েন্ট নষ্টের খেসারত! ACL2-তে কত নম্বরে থাকল মোহনবাগান? রইল পুরো পয়েন্ট তালিকা পিতৃপক্ষে পিতৃ পুরুষদের শ্রাদ্ধ কোন সময়ে করা উচিত? জেনে নিন শ্রাদ্ধের সময় বিধি ৫ ওভারেই শিকার রোহিত-গিল-কোহলি, কে এই হাসান মাদমুদ?চিনুন বাংলাদেশের তরুণ পেসারকে আদেশের মৃত্যুর পর পাল্টে গেছেন শাহরুখ! কিংয়ের নামে বিস্ফোরক অভিযোগ বিজয়েতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.