সপ্তাহ ঘুরলেই কমনওয়েলথ গেমসের আসরে দ্বিতীয়বারের জন্য দেখা যাবে ব্যাট-বলের লড়াই। ইভেন্ট শুরুর আগে ১০টি গুরুত্বপূর্ণ তথ্যে চোখ রাখুন।
১. ২৪ বছর পর বার্মিংহ্যাম কমনওয়েথ গেমসে ফিরছে ক্রিকেট। যদিও এবার খেলা হবে শুধুমাত্র মেয়েদের টি-২০ ফর্ম্যাটে। ১৯৯৮ সালে কুয়ালা লামপুরে একবার মাত্র কমনওয়েলথ গেমসে আয়োজিত হয়েছিল ক্রিকেট। সেবার শন পোলকের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছিল।
২. ৮টি দল অংশ নিচ্ছে এবারের কমনওয়েলথ গেমস ক্রিকেটে। ৪টি করে দলের ২টি গ্রুপে ভাগ করা হয়েছে ৮টি দলকে। প্রতি গ্রুপের সেরা ২টি দল সেমিফাইনালে উঠবে। দুই সেমিফাইনালের বিজয়ী খেলবে ফাইনাল। চ্যাম্পিয়ন দল জিতবে গোল্ড মেডেল। রুপোর পদক পাবে রানার্স দল। সেমিফাইনালে হেরে যাওয়া ২টি দল পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ব্রোঞ্জ মেডেলের জন্য।
৩. কমনওয়েলথ গেমসের ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৯ জুলাই। টুর্নামেন্টের ফাইনাল অর্থাৎ গোল্ড মেডেল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৭ অগস্ট। একই দিনে খেলা হবে ব্রোঞ্জ মেডেল ম্যাচও। ইভেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে হরমনপ্রীতদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
৪. কমনওয়েলথ গেমস ক্রিকেটের গ্রুপ বিভাগ:-
গ্রুপ-এ: ভারত, অস্ট্রেলিয়া, বার্বাডোজ, পাকিস্তান।
গ্রুপ-বি: নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।
আরও পড়ুন:- শেষ চেষ্টায় বাজিমাত, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার
৫. ব়্যাঙ্কিং অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ সরাসরি টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে যেহেতু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ হিসেবে একাধিক দেশ একজোট হয়ে প্রতিনিধিত্ব করে, কমনওয়েলথ গেমসে সেই সুযোগ নেই। এখানে আলাদা আলাদাভাবে লড়াই চালায় দেশগুলি। সেই অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের আঞ্চলিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল বার্বাডোজ অংশ নেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের হয়ে।
৬. আয়োজক দেশ হিসেবে ইংল্যান্ড সরাসরি টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করে। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান ব়্যাঙ্কিং অনুযায়ী কমনওয়েলথ গেমসের টিকিট পেয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের ব়্যাঙ্কিং অনুযায়ী টুর্নামেন্ট অংশ নিচ্ছে বার্বাডোজ। শ্রীলঙ্কা কোয়ালিফায়ার খেলে টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করে।
৭. ২০২৬-এর কমনওয়েথ গেমসেও দেখা যাবে ক্রিকেট। বার্মিংহ্যামের পরে কমনওয়েলথ গেমস আয়োজিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়। সেখানে মেয়েদের টি-২০ ক্রিকেট আয়োজিত হওয়া কার্যত নিশ্চিত। ছেলেদের ক্রিকেট নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আরও পড়ুন:- CWG-র অন্যতম আকর্ষণ ভারত-পাক লড়াই, হট কেকের মতো বিকোচ্ছে ক্রিকেট ম্যাচের টিকিট
৮. কমনওয়েলথ গেমস ক্রিকেটে ভারতের সূচি:-
২৯ জুলাই, শুক্রবার: বনাম অস্ট্রেলিয়া (বিকাল ৪টে ৩০)।
৩১ জুলাই, রবিবার: বনাম পাকিস্তান (বিকাল ৪টে ৩০)।
৩ অগস্ট, বুধবার: বনাম বার্বাডোজ (রাত ১১টা ৩০)।
৯. টুর্নামেন্টে মোট ১৬টি ম্যাচ খেলা হবে। সব ম্যাচগুলি অনুষ্ঠিত হবে এজবাস্টনে।
১০. আয়োজক ইংল্যান্ড গ্রুপ লিগের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ৩০ জুলাই (বনাম শ্রীলঙ্কা), ২ অগস্ট (বনাম দক্ষিণ আফ্রিকা) ও ৪ অগস্ট (বনাম নিউজিল্যান্ড)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।