বাংলা নিউজ > ময়দান > CWG 2022: বাংলার প্রথম অ্যাথলিট হিসেবে গেমসে সোনা জিতে রেকর্ড হাওড়ার অচিন্ত্যর

CWG 2022: বাংলার প্রথম অ্যাথলিট হিসেবে গেমসে সোনা জিতে রেকর্ড হাওড়ার অচিন্ত্যর

অচিন্ত্য শিউলি।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে এল ভারতের তৃতীয় সোনা। তাও বাংলার ছেলের হাত ধরে। ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জয় করলেন বাংলার অচিন্ত্য শিউলি। বাংলার প্রথম অ্যাথলিট হিসেবে কমনওয়েলথে সোনা পেলেন অচিন্ত্য।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের মঞ্চে বাংলাকে গর্বে ভরিয়ে দিলেন অচিন্ত্য শিউলি। ভারোত্তলন ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য। সেই সঙ্গে তিনি গড়ে ফেলেন নজিরও।

বাংলার প্রথম অ্যাথলিট হিসেবে অচিন্ত্য কমনওয়েলথে সোনা পেলেন। এর আগে বাংলার আর কোনও অ্যাথলিট সোনা জেতেনি। তবে ২০১৮-তে গোল্ড কোস্টে বাংলার দুই টেবল টেনিস তারকা মৌমা দাস এবং সুতীর্থ মুখোপাধ্যায় সোনা পেয়েছিলেন কমনওয়েলথে। স্বভাবতই সার্বিত ভাবে মৌমা, সুতীর্থার পর কমনওয়েলথ থেকে বাংলাকে সোনা এনে দিলেন অচিন্ত্য।

আরও পড়ুন: তৃতীয় দিনে ভারোত্তলনে জোড়া সোনা জিতল ভারত

অচিন্ত্য স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় ১৩৭ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০ কেজি ভার তুলে তিনি কমনওয়েলথ গেমস রেকর্ড গড়েন। তৃতীয় প্রচেষ্টায় ১৪৩ কেজি ভার তুলে নিজের গেমস রেকর্ড আরও বাড়িয়ে নেন অচিন্ত্য।

স্ন্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার এরি হিদায়াত মহম্মদের থেকে ৫ কেজির ব্যবধান তৈরি করেন অচিন্ত্য। হিদায়াত স্ন্যাচে ১৩৮ কেজি ভার তোলেন। ১৩৫ কেজি ভার তুলেছেন কানাডার শাদ ডারসিগনি।

আরও পড়ুন: সোনার মেয়ের সাফল্যে প্রাণ খুলে নাচলেন চানুর মা- ভিডিয়ো

ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় অতিন্ত্য ১৬৬ কেজি ভার তোলেন এবং সেই সঙ্গে সার্বিকভাবে গেমস রেকর্ড গড়ে ফেলেন। তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ১৭০ কেজি ভার তোলার চেষ্টা করে ব্যর্থ হন। অচিন্ত্য তৃতীয় প্রচেষ্টায় ১৭০ কেজি ভার তুলতে সক্ষম হন। সুতরাং, স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩১৩ কেজি ভার তুলে বাজিমাত করেন ভারতীয় তারকা, যা সার্বিকভাবে কমনওয়েলথ গেমস রেকর্ড।

এই ইভেন্টে অচিন্ত্যর থেকে ১০ কেজি পিছিয়ে থেকে রুপো জেতেন হিদায়াত মহম্মদ (৩০৩ কোজি)। সার্বিকভাবে ২৯৮ কেজি ভার তুলে ব্রোঞ্জ জেতেন ডারসিগনি।

উল্লেখ্য, শনিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে মেয়েদের ৪৯ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন মীরাবাই চানু। মেয়েদের ৫৫ কেজি বিভাগে বিন্দিয়ারানি দেবী রুপো জেতেন। ছেলেদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন সঙ্কেত সরগর। ছেলেদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি। এবার তৃতীয় দিনে ছেলেদের ৬৭ ও ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড করে সোনা জিতলেন যথাক্রমে জেরেমি লালরিনুঙ্গা ও অচিন্ত্য শিউলি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আমেরিকা সফরে যাবেন মোদী, যোগ দেবেন কোয়াড বৈঠকে, সফরসূচিটা জেনে নিন ‘একটা অত্যাচারী লোক, যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে’ ‘মুখ্যমন্ত্রী অনুতপ্ত নন তাঁর কথাতেই স্পষ্ট, শাস্তি কোথায়? এতো পুরস্কৃত করা হল’ Kharge writes to PM: রাহুল গান্ধীকে যা-তা বলা হচ্ছে, মোদীকে চিঠি দিলেন খাড়গে চিকিৎসকদের আন্দোলনের নামে টাকা চেয়ে প্রতারণার ফাঁদ! সতর্ক করলেন জুনিয়র ডাক্তাররা জল-যন্ত্রণা আরও বাড়ার আশঙ্কা! জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC, রইল তাক লাগানো দৃশ্য Visavakarma Puja: চলন্ত ট্রেনে বিশ্বকর্মা পুজো, চলল মন্ত্র পাঠ-প্রসাদ বিতরণও আন্দোলনকারীদের অন্যায়ের শিকার ভিন্ন মতাবলম্বীরা? সরকারের কাছে বিহিত চাইলেন কুণাল বুধে ভারী বৃষ্টি হবে না বাংলায়, শুক্রে ৫ জেলায় জারি সতর্কতা, কোথায় কেমন আবহাওয়া? বিরাট সিদ্ধান্ত ICC-র! রইল না পুরুষ মহিলা বিভেদ! T20 বিশ্বকাপের প্রাইজ মানি সমান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.