বাংলা নিউজ > ময়দান > CWG 2022 Day 10- ট্রিপল জাম্প থেকে টিটি, নজির গড়ল ভারত, বক্সিংয়ে এল তিনটি সোনা
সোনা আনলেন যারা

CWG 2022 Day 10- ট্রিপল জাম্প থেকে টিটি, নজির গড়ল ভারত, বক্সিংয়ে এল তিনটি সোনা

CWG 2022 Live Update-কীরকম খেলল ভারত, বিস্তারিত আপডেটের রিক্যাপ দেখে নিন। 

কমনওয়েলথ গেমসের আজই শেষের আগের দিন। ক্রিকেটে হরমনরা অল্পের জন্য হারলেও মোটের ওপর ভালো দিন গেল ভারতের। এল পাঁচটি সোনা হল ১৫টি পদক।

দশম দিনের বড় আপডেট

মহিলা হকি- নিউ জিল্যান্ডকে শুট আউটে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত। 

বক্সিং- ৪৮ কেজিতে সোনা জিতলেন নীতু গাঙ্গাস। ৫১ কেজিতে সোনা পেলেন অমিত পাঙ্গাল। ৫০ কেজিতে সোনা জিতলেন নিখাত জারিন। ৯২ কেজি সুপার হেভিওয়েটে সাগর রুপো জিতলেন। 

ট্রিপল জাম্প- ১৭.০৩ মিটার জাম্প করে সোনা জিতলেন এলডস পল। ১৭.০২ মিটার জাম্প করে সোনা পেলেন আবদুল্লা আবুবকর। 

১০,০০ মিটার রেস ওয়াক- ব্যক্তিগত সেরা সময় করে তৃতীয় হলেন ভারতের সন্দীপ কুমার। 

জ্যাভলিন-৬০ মিটার ছুঁড়ে তৃতীয় হলেন অন্নু রানি। 

টেবিল টেনিস-মেনস ডাবলস ফাইনালে ইংরেজ জুটির কাছে ২-৩ গেমে হেরে রুপো পেলেন শরৎ ও সাথিয়ান। 

সোনা জিতলেন শরদ কমল ও শ্রীজা আকুলা মালয়েশিয়ার জুটিকে হারিয়ে।

স্কোয়াশ- মিক্সড ডাবলসে অজিদের হারিয়ে ব্রোঞ্জ পেলেন সৌরভ ঘোষাল ও দীপিকা পালিক্কাল। 

ব্যাডমিন্টন- সিঙ্গাপুরের প্রতিপক্ষকে হারিয়ে ব্রোঞ্জ পেলেন কিদম্বি শ্রীকান্ত। 

ক্রিকেট-অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরে রুপো পেল ভারত।

ব্যাডমিন্টন- ব্রোঞ্জ জিতলেন ট্রেসা জলি ও গায়ত্রী গোপীচাঁদ অজি জুটিকে স্ট্রেট গেমে পরাস্ত করে।

 

08 Aug 2022, 02:16:33 AM IST

রবিবার এল পাঁচটি সোনা সহ ১৫ মেডেল

রবিবার ভারত জিতল পাঁচটি সোনা। এর মধ্যে তিনটি বক্সিং, একটি ট্রিপল জাম্প ও একটি টেবিল টেনিসে। মোট ১৫টি মেডেল এদিন এল ভারতের ঝুলিতে। আছে চারটি রুপো ও ছয়টি ব্রোঞ্জও। সবমিলিয়ে ৫৫টি মেডেল পেয়েছে ভারত যার মধ্যে আছে ১৮টি সোনা। পদক তালিকায় পাঁচ নম্বরে আছে ভারত। চার নম্বরে থাকা নিউ জিল্যান্ডের সোনার সংখ্যা ১৯, মোট পদক ৪৮। শীর্ষে ৬৫ সোনা সহ অস্ট্রেলিয়া ১৭২টি মেডেল নিয়ে।

08 Aug 2022, 02:09:47 AM IST

পুরুষদের রিলেতে ষষ্ঠ ভারত

পুরুষদের ৪০০ মিটার রিলে রেসে ষষ্ঠ স্থান পেল ভারত। তাদের সময় ৩ মিনিট ৫.৫১ সেকেন্ড। অন্যদিকে ৩ মিনিট ১.২৯ সেকেন্ড করে প্রথম স্থান পেল ট্রিনিডাড ও টোবাগো।

08 Aug 2022, 01:26:23 AM IST

জ্যাভলিনে প্রথম স্থানে পাকিস্তানি!

৮৮ মিটার থ্রো করে প্রথম স্থানে নীরজ চোপড়ার বন্ধু নাদিম। ভারতের ডিপি মনু ও রোহিত যাদব যথাক্রমে আছেন পঞ্চম ও ষষ্ঠ স্থানে। তাঁরা যথাক্রমে সেরা থ্রো করেছেন ৮২.২৮ ও ৮০.৬৬ মিটার। 

08 Aug 2022, 01:23:48 AM IST

লম্বা রেসের ঘোড়া ট্রেসা ও গায়ত্রী

দ্বিতীয় গেমে কিছুটা স্নায়ুর চাপে ভুগলেও শেষ অবধি ম্যাচ বার করতে সক্ষম হলেন এই দুই প্লেয়ার। অশ্বিনী পোনাপ্পা ও জ্বালা গুট্টার পর ফের মহিলাদের ডাবলসে নির্ভরযোগ্য জুটি ভারত পেয়েছে, এটা বলাই যায়।

08 Aug 2022, 01:20:57 AM IST

ব্রোঞ্জ জিতলেন গায়ত্রী ও ট্রেসা

প্রথম কমনওয়েলথ গেমসেই ব্রোঞ্জ জিতলেন দুই টিনএজার গায়ত্রী গোপীচাঁদ ও ট্রেসা জলি। অজি জুটি চেন ওয়েন্ডি ও সমারভিল গ্রোনিয়ার জুটিকে তারা হারালেন ২১-১৫, ২১-১৮ পয়েন্টে। 

08 Aug 2022, 12:55:03 AM IST

সোনা পেলেন শরৎ-শ্রীজা

ক্রিকেটের হতাশার মধ্যেই টেবিল টেনিসে ভালো খবর। সোনা পেলেন শরৎ কমল ও শ্রীজা আকুলা মিক্সড ডাবলসে। ফাইনালে ৩-১ ব্যবধানে হারালেন মালয়েশিয়ার জ্যাভেন চুঙ্গ ও ক্যারেন লিনের বিরুদ্ধে। ফাইনাল স্কোর ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬। নিজের লম্বা কেরিয়ারে এই প্রথম কমনওয়েলথ গেমসের মিক্সড ডাবলসে সোনা পেলেন অচ্যন্ত শরৎ কমল। বলা বাহুল্য নবাগতা শ্রীজা আকুলারও এটি প্রথম সোনা। 

08 Aug 2022, 12:46:16 AM IST

ফের স্বপ্নভঙ্গ হরমনদের

ফের ফাইনালে হার হরমনদের। ১৫২ রানে অল আউট হয়ে গেল ভারত, ১৬১ তাড়া করতে গিয়ে। অধিনায়ক হরমন ৬৫ ও জেমাইমা ৩৩ করেন। কিন্তু তারা ছাড়া কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। একসময় ভারত ছিল ১১৮-২, তখনও ৩৪ বল বাকি। সেখান থেকে ১৫২ রানে অল আউট, অর্থাৎ ফের ব্যাটিং ধসের শিকার হল ভারত। মিডল ওভারে ১৬ রানে ৩ উইকেট দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গার্ডনার। তিন বল বাকি থাকতেই অল আউট হয়ে গেল ভারত।

08 Aug 2022, 12:14:00 AM IST

ব্রোঞ্জ পেলেন শ্রীকান্ত

সিঙ্গাপুরের জিয়া হেং টেহকে ২১-১৫, ২১-১৮ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ পেলেন কিদম্বি শ্রীকান্ত। চার বছর আগে পেয়েছিলেন রুপো, এবার মিলল ব্রোঞ্জ। ফাইনালে যদিও ভারতের প্রতিনিধি লক্ষ্য সেন আছেন যিনি কাল খেলবেন। এই নিয়ে ১৭টি সোনা সহ ৫১ মেডেল হল ভারতের। 

07 Aug 2022, 11:51:35 PM IST

ক্রিকেটে লড়ছে ভারত

১০ ওভার শেষে ভারত ৭৩-২। হরমন ৩১ ও জেমি ২১ রানে নট আউট। ৬০ বলে ৮৯ দরকার।

07 Aug 2022, 11:49:02 PM IST

দ্বিতীয় গেমে এগিয়ে শ্রীকান্ত

১১-৭ এগিয়ে শ্রীকান্ত। সিঙ্গাপুরের প্রতিপক্ষ কিছুটা হলেও ম্যাচে ফিরছে যেটা চাপে ফেলতে পারে শ্রীকান্তকে।

07 Aug 2022, 11:42:04 PM IST

ব্রোঞ্জের জন্য খেলছেন কিদম্বি শ্রীকান্ত

সিঙ্গাপুরের জেসন টেহ-র বিরুদ্ধে খেলছেন কিদম্বি শ্রীকান্ত। প্রথম গেম জিতেছেন ২১-১৫ পয়েন্টে। 

07 Aug 2022, 11:39:31 PM IST

হেরে গেলেন সাথিয়ান

পিচফোর্ডের কাছে ১-৪ গেমে হেরে গেলেন সাথিয়ান। টিটি-তে মেনস ফাইনালে শরৎ কমলের বিরুদ্ধে লড়বেন পিচফোর্ড। ব্রোঞ্জের জন্য লড়বেন সাথিয়ান, বিপক্ষে ইংল্যান্ডের ড্রিংকহল।  দ্বিতীয় সেমির ফাইনাল স্কোর ১১-৫, ৪-১১, ১১-৮, ১১-৯, ১১-৯ পিচফোর্ডের পক্ষে।

07 Aug 2022, 11:32:22 PM IST

ক্রিকেটে চাপে ভারত

শুরুতেই আউট হয়েছেন স্মৃতি ও শেফালি।

07 Aug 2022, 11:30:42 PM IST

পিছিয়ে সাথিয়ান

ইংল্যান্ডের পিচফোর্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে খেলছেন সাথিয়ান। এই মুহূর্তে ১-৩ গেমে পিছিয়ে আছেন তিনি। একটি গেম হারলেই ফাইনালে চলে যাবেন পিচফোর্ড।

07 Aug 2022, 11:03:41 PM IST

ভারতের টার্গেট ১৬২

অজিরা করল ১৬১-৮।  অজিদের হয়ে টপ স্কোর করলেন মুনি ৬১, ক্যাপ্টেন ল্যানিং করেন ৩৬। অ্যাশ গার্ডনার করেন ২৫ ও শেষে ১৮ রানে নট আউট থাকেন হেইনস। বোলিংয়ে মেঘনা ও স্নেহ দুটি করে উইকেট নেন। রাধা ও দীপ্তি একটি করে উইকেট নেন। ভারত নজরকাড়ে তাদের ফিল্ডিংয়ের মধ্য দিয়ে। ১০ ওভারে ৮১ করার পর মনে হয়েছিল ১৮০ হবেই। কিন্তু উইকেট পতনের মাধ্যমেই রানে বাঁধন আনে ভারত। 

07 Aug 2022, 10:57:37 PM IST

স্কোয়াশে ব্রোঞ্জ পেল ভারত

দ্বিতীয় গেমে সহজেই জিতলেন দীপিকা পালিকাল ও সৌরভ ঘোষাল। অজি জুটি লোব্বান ও পিলিকে ১১-৮, ১১-৪ এ হারাল ভারতীয় জুটি। সিঙ্গলসের পর মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পেলেন সৌরভ ঘোষাল। এদিন প্রথম থেকেই অনবদ্য বোঝাপড়া নিয়ে খেলে পদক নিশ্চিত করেন সৌরভ ও দীপিকা।

07 Aug 2022, 10:53:45 PM IST

ফাইনালে উঠলেন শরৎ কমল

কিছুক্ষণ আগেই হেরে ছিলেন ইংরেজ জুটির কাছে। সেই জুটিরই অংশ পল ড্রিংকহলের বিরুদ্ধে ৪-২ গেমে জিতে ফাইনালে গেলেন শরৎ কমল। ২০০৬-এর পর এই প্রথম সিঙ্গলসের ফাইনালে উঠলেন ৪০ বছরের শরৎ। ফাইনাল স্কোর ১১-৮, ১১-৮, ৮-১১, ১১-৭, ৯-১১, ১১-৮।

07 Aug 2022, 10:45:41 PM IST

স্কোয়াশে প্রথম গেম পেল ভারত

দীপিকা পালিকাল ও সৌরভ ঘোষাল জুটি ব্রোঞ্জ মেডেল ম্যাচ খেলছেন অজিদের বিরুদ্ধে। প্রথম গেমে অনেকটা এগিয়ে যায় শুরুতেই ভারত। তারপর কামব্যাক করে অজিরা। শেষপর্যন্ত ১১-৮ জিতল ভারত।

07 Aug 2022, 10:32:04 PM IST

৩-১ এগিয়ে শরৎ

তৃতীয় গেমটিতে হারার পর চতুর্থ গেমে ১১-৭ জিতলেন শরৎ কমল। 

07 Aug 2022, 10:20:28 PM IST

এগিয়ে শরৎ

ছেলেদের সেমিফাইনালে ইংল্যান্ডের পল ড্রিংকহলের বিপক্ষে খেলছেন শরৎ কমল। প্রথম দুই গেম জিতলেন শরৎ ১১-৮, ১১-৮

07 Aug 2022, 10:19:07 PM IST

অস্ট্রেলিয়া দাপট দেখাচ্ছে

১০.১ ওভার শেষে অস্ট্রেলিয়া ৮৩-২। মেগ ল্যানিংকে দারুণ ভাবে রান আউট করলেন রাধা যাদহ। 

07 Aug 2022, 09:50:21 PM IST

অস্ট্রেলিয়া আগে ব্যাট করছে

ক্রিকেটের ফাইনালে টসে জিতে আগে ব্যাট করছে অস্ট্রেলিয়া। ৬ ওভার শেষে ৪৩-১। লাইভ ব্লগে ফলো করুন ম্যাচ। 

07 Aug 2022, 07:57:20 PM IST

স্বপ্নভঙ্গ ভারতের

১১-৪ এ পঞ্চম গেমে জিতলেন ইংল্যান্ডের পিচফোর্ড ও ড্রিংকহল। ঘরের মাঠে দর্শকদের সমর্থনে উদ্বুদ্ধ হয়ে পাঁচ গেমের লড়াইয়ে তারা হারালেন অচ্যন্ত শরৎ কমল ও সাথিয়ান গণশেখরকে। গতবারের মতো এবারও রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ভারতকে। ফাইনাল স্কোরলাইন পল ড্রিংকহল ও লিয়াম পিচফোর্ডের পক্ষে ৮-১১, ১১-৮. ১১-৩, ৭-১১, ১১-৪

07 Aug 2022, 07:48:50 PM IST

৮-৪ এগিয়ে ইংল্যান্ড

অসাধারণ খেলছেন দুই ইংরেজ প্যাডলার। ডিফেন্সিভ খেলতে গিয়ে ভরাডুবি হচ্ছে ভারতের।

07 Aug 2022, 07:46:58 PM IST

ভারত পিছিয়ে

৪-৫-এ পিছিয়ে ভারত। ঘরের মাঠে কি ইতিহাস গড়তে পারবে ইংলিশ জুটি।

07 Aug 2022, 07:45:04 PM IST

৩-৩ পঞ্চম গেমে

প্রথম দুটি পয়েন্ট ভারত পাওয়ার পর লাগাতার তিনটি পেয়েছিল ইংল্যান্ড।

07 Aug 2022, 07:42:49 PM IST

রুদ্ধশ্বাস সোনার লড়াই টেবিল টেনিসে

প্রথম গেমে জেতার পর দুটি গেম হেরে গিয়েছিল শরদ ও সাথিয়ান। কিন্তু চতুর্থ গেমে দারুণ ভাবে জিতে ২-২ করল ভারতীয়রা। চার বছর আগে গোল্ডকোস্টে ড্রিংকহল ও পিচফোর্ড সোনা জিতেছিলেন শরদ ও সাথিয়ানকে হারিয়ে। এবারও সেই জুটি। ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি?

07 Aug 2022, 07:29:07 PM IST

চলছে টিটি-তে ডাবলস ফাইনাল

শরৎ কমল ও সাথিয়ান লড়ছেন ইংরেজ জুটির বিরুদ্ধে। প্রথম গেম শরৎরা জেতার পর বিপক্ষ জিতেছে দ্বিতীয় গেম। বেস্ট অফ ফাইভের গেমের লড়াই। 

07 Aug 2022, 07:26:02 PM IST

অন্য ওজন ক্যাটেগরিতে জয়

হালে ফ্লাইওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবার লাইট ফ্লাইওয়েটে কমনওয়েলথ গেমসে জিতলেন নিখাত জারিন। তাঁর সঙ্গে বাউটের পর দেখা করলেন ভিনেশ ফোগাটরা। 

07 Aug 2022, 07:17:41 PM IST

সোনা জিতলেন নিখাত জারিন

বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন এবার হলেন কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন। মহিলাদের ৫০ কেজির লাইট ফ্লাইওয়েট বিভাগে নিখাত হারালেন কার্লি ম্যাকনয়েলকে। প্রত্যেকটি বিচারকই মনে করেছেন সোনা জয় প্রাপ্য নিখাতের। চেষ্টার ত্রুটি রাখেননি কার্লি, ভালো টেকনিকাল ফাইট দিয়েছিলেন, কিন্তু নিখাতের মানের সঙ্গে এঁটে উঠতে পারেননি। 

07 Aug 2022, 06:49:16 PM IST

ব্যাডমিন্টন-ফাইনালে ভারতীয় পুরুষ ডাবলস জুটি

পরপর মালয়েশিয়ার কাছে হেরেছিলেন ভারতের বেশ কিছু প্লেয়ার। কিন্তু সেই ভুল করলেন না সাত্ত্বিকসাইরাজ রেঙ্করেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। তারা মালয়েশিয়ার চ্যান পেঙ্গ সুন ও ট্যানে কিয়ান মেঙ্গকে হারালেন ২১-৬, ২১-১৫ ব্যবধানে। আগেরবার রুপো জিতেছিলেন ভারতীয় তরুণরা। এবার সোনার টার্গেট থাকবে।

07 Aug 2022, 06:45:58 PM IST

ব্যাডমিন্টন-মহিলাদের ডাবলসে হার ভারতের

টিম ইভেন্টের পুনরাবৃত্তি। মালয়েশিয়ার ট্যান ও থিনা জুটি ২১-১৬, ২১-১৫ ব্যবধানে হারাল ভারতের ট্রেসি জলি ও গায়ত্রী গোপীচাঁদকে। ভালো লড়াই করেছিলেন ভারতীয়রা, কিন্তু মালয়েশিয়ার জুটির সামনে তারা কোনও শক্ত প্রশ্ন তুলে ধরতে পারেননি। থিনা মুরলিধরন ও পিয়ারলি ট্যান গেলেন ফাইনালে।

07 Aug 2022, 05:32:09 PM IST

মহিলাদের ১০০ মিটার রিলেতে পঞ্চম ভারত

হতাশ করলেন দ্যুতি চাঁদরা। ৪৩.৮১ সেকেন্ড সময় নিয়ে মহিলাদের ১০০ মিটার রিলেতে পঞ্চম হলেন তাঁরা। প্রথম নাইজেরিয়া, দ্বিতীয় ইংল্যান্ড, তৃতীয় জামাইকা। ভারতীয়দের হয়ে অংশ নেন হিমা, দ্যুতি, শ্রাবনী ও জ্যোতি।

07 Aug 2022, 05:30:44 PM IST

হেরে গেলেন শ্রীকান্ত

পুরুষদের ফাইনালে ভারত বনাম ভারতের লড়াই দেখা যাবে না। কারণ সেমিতে হেরে গেলেন কিদম্বী শ্রীকান্ত। টিম ইভেন্টের ফাইনালে যার কাছে হেরেছিলেন সেই মালয়েশিয়ার তরুণ জি ইয়ংয়ের কাছেই পরাজয় স্বীকার করলেন প্রাক্তন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। তৃতীয় গেমে তো কার্যত শ্রীকান্ত দাঁড়াতেই পারেননি। অসহায় আত্মসমর্পণ করলেন। ম্যাচের ফল ইয়ংয়ের পক্ষে ১৩-২১, ২১-১৯, ২১-১০। দ্বিতীয় গেমে ১৯-১৮ এগিয়ে থেকেও জিততে পারেননি শ্রীকান্ত। প্রসঙ্গত, ইয়ংয়ের এই টুর্নামেন্টে প্রাথমিক ভাবে খেলারই কথা ছিল না। 

07 Aug 2022, 05:13:50 PM IST

চাপে শ্রীকান্ত

প্রথম গেমে জেতার পর দ্বিতীয় গেমে ১৯-২১ হেরেছেন কিদাম্বি। এখন ৮-১৪ পিছিয়ে তৃতীয় গেমে। এগিয়ে মালেশিয়ার জি ইয়ং।

07 Aug 2022, 05:06:55 PM IST

জ্যাভেলিনে ব্রোঞ্জ পেল ভারত

৬০ মিটার ছুঁড়ে তৃতীয় হলেন ভারতের অন্নু রানি। ৬৪.২৭ মিটার ছুঁড়ে সোনা পেলেন ম্যাকেনজি লিটল। দ্বিতীয় স্থানেও অজি প্লেয়ার। এই প্রথমবার ভারত মেডেল পেল মহিলাদের জ্যাভেলিনে। 

07 Aug 2022, 05:04:27 PM IST

হেরে গেলেন শ্রীজা

ব্রোঞ্জ মেডেল ম্যাচে হেরে গেলে শ্রীজা আকুলা। অস্ট্রেলিয়ার ইয়াংজি লিউ জিতলেন ৪-৩ গেমে। অত্যন্ত ভালো লড়েছিলেন শ্রীজা কিন্তু শেষ পর্যন্ত জয় পেলেন লিউ।

07 Aug 2022, 04:51:39 PM IST

জিতলেন লক্ষ্য

অনেক কসরত করে ২১-১০, ১৮-২১, ২১-১৬ পয়েন্টে সিঙ্গাপুরের জেসন টেহকে হারিয়ে ফাইনালে গেলেন লক্ষ্য সেন। অপর সেমিতে লড়ছেন শ্রীকান্ত। 

07 Aug 2022, 04:44:53 PM IST

ট্রিপল জাম্পে সোনা ও রুপো পেল ভারত

সোনা জিতলেন এলডস পল। দ্বিতীয় স্থান আবদুল্লা আবুবকর। চতুর্থ হলেন ভারতের প্রবীন। ঐতিহাসিক কৃতিত্ব ভারতের বার্মিংহ্যামে।

07 Aug 2022, 04:34:00 PM IST

দশ হাজার মিটারে ব্রোঞ্জ ভারতের

সন্দীপ কুমার দশ হাজার মিটার রেস ওয়াকে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পেলেন। অনেকক্ষণ দ্বিতীয় স্থানে ছিলেন তিনি, শেষপর্যন্ত তৃতীয় হলেন সন্দীপ ব্যক্তিগত সেরা করে ৩৮:৪৯.২১ সময় করে।

07 Aug 2022, 04:27:35 PM IST

টিটি-তে পিছিয়ে শ্রীজা

মহিলাদের টিটি-তে ব্রোঞ্জ ম্যাচে ১-২ গেমে পিছিয়ে ভারতের শ্রীজা আকুলা। অস্ট্রেলিয়ার ইয়াংজি লিউয়ের বিরুদ্ধে লড়াই হচ্ছে ভারতীয় তরুণীর। 

07 Aug 2022, 04:25:57 PM IST

কঠিন লড়াইয়ে লক্ষ্য

সিঙ্গাপুরের জেসন টেহর বিরুদ্ধে লড়ছেন ভারতের লক্ষ্য সেন। প্রথম গেম লক্ষ্য জেতার পর দ্বিতীয় গেম জিতেছেন জেসন। তৃতীয়তে ১৪-১২ এগিয়ে লক্ষ্য। প্রথম গেম ২১-১০ জেতার পর দ্বিতীয় গেমে ১৮-২১ তে হারেন ভারতীয়।

07 Aug 2022, 04:21:42 PM IST

ট্রিপল জাম্পে ইতিহাস গড়ার মুখে ভারত

প্রথম স্থানে এলডস পল ১৭.০৩ মিটার জাম্পের পর। দ্বিতীয় স্থানে আবদুল্লা আবুবকর আছেন ১৭.০২ মিটার করে। চতুর্থ স্থান প্রবীন চিত্রাভেল। একটি করে জাম্প বাকি। 

07 Aug 2022, 03:45:07 PM IST

ট্রিপল জাম্পে প্রথম স্থানে ভারত

চার থেকে সোজা একে এলেন এলডস পল। ১৭.০৩ মিটার জাম্প করে। 

07 Aug 2022, 03:40:30 PM IST

ট্রিপল জাম্পে ভালো করছে ভারত

ফাইনালে তিনজন ভারতীয় আছেন। এই মুহূর্তে ২-৪ স্থানে ভারতীয়রা। মনে হচ্ছে মেডেল পাকা। দেখা যাক শেষ অবধি কি হয়।

07 Aug 2022, 03:35:26 PM IST

সোনা জয় অমিতের

তৃতীয় রাউন্ডে কিছুটা ভালো খেলেছিলেন অমিত, কিন্তু শেষরক্ষা করতে পারলেন না। নিজের অভিজ্ঞতা দিয়ে বাউট ও সোনা জিতলেন অমিত পাঙ্গাল। পাঁচ বিচারকই তাঁর পক্ষে রায় দিয়েছেন। গতবার রুপোর পর এবার সোনা জিতলেন তিনি ৫১ কেজিতে। টোকিয়োতে শীর্ষ বাছাই হয়েও প্রথমে হেরে যাওয়ার কষ্টটা হয়তো কিছুটা লাঘব হবে।

07 Aug 2022, 03:25:24 PM IST

লড়ছেন অমিত পাঙ্গাল

বক্সিংয়ে ৫১ কেজির ক্যাটেগরিতে ইংল্যান্ডের কিয়ারান ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে লড়ছেন অমিত পাঙ্গাল। প্রথম রাউন্ডে সহজেই জিতেছেন অমিত পাঙ্গাল। ধুঁকছেন ম্যাকডোনাল্ড। চোখের ওপর খুব বাজে আঘাত লেগেছে ইংরেজ বক্সারের। টিভিতে কমেন্টেটর বলছেন খেলা বন্ধ করে দেওয়া উচিত। দ্বিতীয় রাউন্ডেও ৪-১ জিতলেন অমিত।

07 Aug 2022, 03:23:13 PM IST

ফাইনালে সিন্ধু 

কিছুটা পরিশ্রম করে সেমিতে জিততে হল পিভি সিন্ধুকে। স্কোর ২১-১৯, ২১-১৭ মার্জিনে জিও মিন ইয়োর বিরুদ্ধে। সিন্ধু কিছু সময়ে ছন্দ পাচ্ছিলেন না কিন্তু শেষ অবধি জিততে পারলেন। 

07 Aug 2022, 03:16:14 PM IST

সোনা বক্সিংয়ে

৪৮ কেজিতে সোনা জিতলেন নীতু গাঙ্গাস। সর্বসম্মতিক্রমে বিচারকরা বললেন নীতু জিতেছেন ইংল্যান্ডের ডেমি জেড রেজস্টানের বিরুদ্ধে। রাফ ভাবে খেলার চেষ্টা করেছিলেন ডেমি কিন্তু নিজের স্বাভাবিক খেলার প্রদর্শন করে জিতলেন নীতু। 

07 Aug 2022, 03:10:55 PM IST

ব্রোঞ্জ ভারতের!!!

সবিতা পুনিয়ার অনবদ্য সেভ। ২-১-এ শুট আউট জিতল ভারত। চারটি সেভ করে ম্যাচ জেতালেন অধিনায়ক সবিতা। 

07 Aug 2022, 03:09:41 PM IST

২-১ ভারতের

চতুর্থ শটে ভারত ও নিউ জিল্যান্ড, কেউই গোল করতে পারল না।

07 Aug 2022, 03:06:55 PM IST

২-১ এগিয়ে ভারত

নিউ জিল্যান্ডের তৃতীয় শট গোল হল না, অন্যদিকে গোল করে এগিয়ে গেল ভারত।

07 Aug 2022, 03:05:13 PM IST

১-১

দ্বিতীয় শট মিস কিউয়িদের, গোল করল ভারত।

07 Aug 2022, 03:03:31 PM IST

শুট আউটে ১-০ কিউয়িরা

প্রথম শটে গোল করলেন নিউ জিল্যান্ড, ওদিকে মিস করলেন সঙ্গীতা কুমারী।

07 Aug 2022, 03:00:21 PM IST

অন্তিম মুহূর্তে পেনাল্টিতে গোল কিউয়িদের

একেবারে ৪০ সেকেন্ড বাকি থাকতে এল পেনাল্টি কর্নার। সেখানে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করলেন ভারতীয়রা। পা দিয়ে বল আটকাতে গেলেন গোলে ঢোকা থেকে। তৎক্ষণাৎ পেনাল্টি স্ট্রোক পেল নিউ জিল্যান্ড। সেখান থেকে গোল শোধ করল বিপক্ষরা।  গোল করেন অলিভিয়া মেরি। এবার হবে শুটআউট। 

07 Aug 2022, 02:57:02 PM IST

কিছুটা বিধ্বস্ত লাগছে সিন্ধুকে

সিন্ধুর কি চোট লেগেছে, সেই প্রশ্ন উঠছে। ঠিক ভালো ভাবে মুভ করতে পারছেন না তিনি। তবে নিজের অভিজ্ঞতা দিয়ে চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় গেমে এগিয়ে ১১-৯

07 Aug 2022, 02:48:40 PM IST

চতুর্থ কোয়ার্টারে চাপ বাড়াচ্ছে ভারত

পরপর দুটি পেনাল্টি কর্নার, তবে গোল হল না ভারতের। এখনও ১-০ ভারতের, আর পাঁচ মিনিট বাকি। গোলকিপার ছাড়া শেষের কিছু মিনিট খেলছে নিউ জিল্যান্ড। 

07 Aug 2022, 02:42:08 PM IST

লড়ে জিতলেন সিন্ধু

শেষের দিকে গেমে ফের ছন্দ পেয়েছিলেন ইয়ো মিন। রীতিমত চাপে ছিলেন সিন্ধু। শেষপর্যন্ত জিতলেন ২১-১৯ পয়েন্টে।

07 Aug 2022, 02:35:35 PM IST

অসংখ্য আনফর্সড এরর করছেন মিন

১৬-১২ এগিয়ে সিন্ধু। খুব যে ভালো খেলছেন তা নয়, কিন্তু  তাঁর প্রতিপক্ষ প্রচুর ভুল করছেন।

07 Aug 2022, 02:33:54 PM IST

তৃতীয় কোয়ার্টার শেষে হকিতে এগিয়ে ভারত

এখনও স্কোর ১-০, কিন্তু গত ১৫ মিনিটে অনেকটাই খেলা ধরে নিয়েছে নিউ জিল্যান্ড। শেষ ১৫ মিনিটে এই স্কোরলাইন ধরে রাখা যথেষ্ট শক্ত হবে ভারতের জন্য।

07 Aug 2022, 02:30:41 PM IST

হাড্ডাহাড্ডি লড়াই

মিন অ্যাটাকিং শুরু করে ৯-৫ এ এগিয়ে যান প্রথম গেমে। তারপর ধীরে ধীরে ম্যাচে ফেরেন অভিজ্ঞ সিন্ধু। ব্রেকে ১১-৯ এগিয়ে সিন্ধু। শুরুর থেকে মুভমেন্ট অনেকটা ভালো হচ্ছে তাঁর। 

07 Aug 2022, 02:24:16 PM IST

সিন্ধুর সেমি ম্যাচ

সিঙ্গাপুরের ইয়ো জিয়া মিনের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে যাচ্ছেন ভারতের পিভি সিন্ধু। গত রাউন্ডে কিছুটা বিপাকে পড়েছিলেন পিভি সিন্ধু। এদিন শীর্ষ বাছাই কী করেন, সেদিকেই নজর। 

07 Aug 2022, 02:22:16 PM IST

আধিপত্য বজায় রাখছে ভারত

তৃতীয় কোয়ার্টারেও বেশ ভালো খেলছে ভারত। কিছু সুযোগও তৈরি করছে তারা, কিন্তু এখনও স্কোরলাইন ১-০

07 Aug 2022, 02:03:52 PM IST

গোল ভারতের!

রিভার্স ফ্লিকে গোল করলেন সালিমা টেটে। ডি-এর মধ্যে জটলা থেকেই গোল করলেন সালিমা। রিভিউ করেছিল নিউ জিল্যান্ড, কিন্তু লাভ হয়নি। দুই কোয়ার্টার বাদে ভারত ১-০ নিউ জিল্যান্ড। 

07 Aug 2022, 02:00:14 PM IST

হকিতে ব্রোঞ্জের লড়াই

মেয়েদের হকিতে খেলছে নিউ জিল্যান্ড বনাম ভারত। ভালো খেলছে ভারত, কিন্তু প্রথম কোয়ার্টারের শেষে গোলের মুখ খুলতে পারেনি। 

07 Aug 2022, 12:55:22 PM IST

শনিবার এসেছে ১৪টি পদক

চারটি সোনা সহ ১৪টি পদক এল শনিবারে। অনেক ইভেন্টে মেডেল নিশ্চিত হয়েছে। গতকাল ঠিক কী কী হয়েছে, একবার দেখে নিন আমাদের লাইভ ব্লগে। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত', মমতার 'মৃত্যু কামনা' করে ফের বিতর্কে দিলীপ মনে আছে বলিউডের ‘আশিকি' অভিনেতাকে! এ বার বাংলা ছবিতে অভিনয় করবেন রাহুল রায় মেট্রোতে উঠে জোর করে পুরুষ যাত্রীর কোলে বসলেন মহিলা, বললেন ‘নির্লজ্জ হয়ে যাব’ ‘আযোগ্যদের আমরাও বার করতে চেয়েছিলাম’ হাইকোর্টের রায় প্রসঙ্গে বললেন ব্রাত্য বক্স অফিসে ভরাডুবি LSD 2- দো অউর দো পেয়ারের, ৮০ কোটির গণ্ডি টপকাল করিনার ক্রু RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু 'মানুষের চাকরি যাচ্ছে… আর তিনি ফুর্তি করছেন', SSC রায় নিয়ে অভিজিতকে তোপ দেবাংশুর সলমন আসতে চাহিদা বেড়েছে, আর বিনা পয়সায় দেখা যাবে না বিগ বস ওটিটি? ফের 'সম্পদ পুনর্বণ্টন' নিয়ে তোপ মোদীর, তবে শব্দচয়নে নজর দিয়ে বাদ 'মুসলিম' ‘কাল ছাড়লাম, আজ ধরলাম…’! শোভন-সোহিনীর বিয়ে-চর্চা, বিচ্ছেদ নিয়ে জবাব স্বস্তিকার

Latest IPL News

RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী সূর্য, হার্দিক নয়, প্রাক্তন নাইটকে পরবর্তী T20 দলের অধিনায়ক হিসাবে বাছলেন ভাজ্জি ‘ধোনির ব্যাটের তলা দিয়ে বল গেলেও ওয়াইড’,কাইফের পোস্টে লাইক দিয়ে রোষের মুখে বিরাট বেগুনি টুপির দৌড়ে বুমরাহর সঙ্গে একই ট্র্যাকে চাহাল, কমলা টুপির মালিক কোহলি বিনিয়োগ নিয়ে ভাবছি না, স্টার্ক মার খেতেই সাফাই KKR CEO-র ফর্মে থাকা সুনীল নারিন কি T20 WC-এ নিজের দেশের হয়ে খেলবেন? কী বললেন KKR তারকা? IPL 2024-র থেকে T20 WC-র পিচ স্লো হবে- ক্যারিবিয়ান পিচ নিয়ে কী বললেন ওয়ার্নার? MI-এর বিরুদ্ধে দুবার শতরান! IPL-এর ইতিহাসে বিরল নজির গড়লেন যশস্বী জয়সওয়াল জয়পুরে মরুঝড় যশস্বীর ব্যাটে, সন্দীপের ৫ উইকেটে ধুলোয় মিশল MI-এর গরিমা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.