বাংলা নিউজ > ময়দান > CWG 2022 Day 3: ২২ গজে ভারত-পাক মহারণ, ভারোত্তোলনে তিনটি পদকের হাতছানি

CWG 2022 Day 3: ২২ গজে ভারত-পাক মহারণ, ভারোত্তোলনে তিনটি পদকের হাতছানি

গেমসের তৃতীয় দিন ভারত-পাক মহারণ।

রবিবার গেমস তৃতীয় দিন ফের একবার ২২ গজে নামতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর, এ দিন পাকিস্তানের মুখোমুখি হবে হরমনপ্রীত কাউরা দল। হকিতে লড়াই ভারত বনাম ঘানার।

রবিবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনের উত্তাপ বাড়াচ্ছে ক্রিকেট। ২২ গজে ভারত-পাক মহারণ। এই ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। লড়াইয়ে টিকতে আজ পাকিস্তানকে হারাতেই হবে।

এ দিকে দ্বিতীয় দিন ভারোত্তোলন থেকে দেশকে চারটি পদক এনে দিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। মহিলাদের ভারোত্তোলনে সোনা জিতেছেন মীরাবাই চানু। পুরুষদের ভারোত্তোলনে রুপো ও ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে সঙ্কেত মহাদেব সরগর ও গুরুরাজা পূজারি। এবং দিনের শেষে রুপো জেতেন বিন্দিয়ারানি দেবী। এ দিনও ভারোত্তলন থেকে তিনটি পদকের আশা করছে ভারত।

আরও পড়ুন: শেষ ক্লিন অ্যান্ড জার্কে বাজিমাত, ভারোত্তোলনে রুপো পেলেন বিন্দিয়া

কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের তৃতীয় দিনের সূচি এক নজরে —

ক্রিকেট

ভারত বনাম পাকিস্তান (বিকেল ৩.৩০)

সাঁতার

পুরুষদের ২০০ মিটার বাটালফ্লাই- হিট থ্রি: সজন প্রকাশ (বিকেল ৩.০৭)

পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক- হিট ৬ (বিকেল ৩.৩১)

জিমন্যাস্টিক

পুরুষদের অলরাউন্ড ফাইনাল- যোগেশ্বর সিং (দুপুর ১.৩০)

ব্য়াডমিন্টন

মিক্সড টিম কোয়ার্টার ফাইনাল (রাত ১০)

বক্সিং

মেয়েদের ৫০ কেজিতে – নিখাত জারিন (বিকেল ৪.৪৫)

ছেলেদের ৬৩.৫ কেজিতে – শিব থাপা (বিকেল ৫.১৫)

ছেলেদের ৭৫ কেজিতে – সুমিত কুণ্ডু (সোমবার রাত ১২.১৫)

ছেলেদের ৯২ কেজিতে – সাগর সাগর (সোমবার রাত ১.০০)

হকি (পুরুষ)

ভারত বনাম ঘানা (রাত ৮.৩০)

ভারোত্তোলন

ছেলেদের ৬৭ কেজিতে – জেরেমি লালরিননুনগা (দুপুর ২.০০)

মেয়েদের ৫৯ কেজিতে – পপি হাজারিকা (সন্ধে ৬.৩০)

মেয়েদের ৭৩ কেজিতে – অচিন্তা শিউলি (রাত ১১)

স্কোয়াশ

মহিলাদের সিঙ্গলস: জোৎস্না চিনাপ্পা (সন্ধে ৬.০০)

পুরুষদের সিঙ্গল: সৌরভ ঘোষাল (সন্ধে ৬.৪৫)

টেবল টেনিস

মহিলাদের দলগত সেমিফাইনাল: (রাত ১১.৩০)

পুরুষদের কোয়ার্টার ফাইনাল: (দুপুর ২.০০)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন