ভারতীয় ভারোত্তোলক জেরেমি লালরিনুঙ্গা তৃতীয় দিনে প্রথম পদক জিতেছেন -তাও সোনা জিতেছেন তিনি। পুরুষদের ৬৭ কেজি বিভাগে সোনা ছিনিয়ে নেন জেরেমি। মোট ৩০০ কেজি উত্তোলন করে গেমসে রেকর্ডও গড়েছেন তিনি। পরে ছেলেদের ৭৩ কোজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন অতিন্ত্য শিউলি। এর আগে, বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে ভারত চারটি পদক জিতেছিল। মীরাবাই চানু প্রত্যাশিত ভাবে ভারোত্তোলনের ৪৯ কেজি মহিলাদের ইভেন্টে প্রথম সোনা পান। তবে শনিবার সকালে সঙ্কেত সরগর ভারতের হয়ে প্রথম বদক জেতেন। রুপো পান তিনি। দ্বিতীয় পদক আসে ভারোত্তোলক গুরুরাজ পূজারির হাত ধরে। তিনি ব্রোঞ্জ পান। আর রাতের বেলার রুপো জেতেন বিন্দিয়ারানি দেবী।
বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে সাগর
ছেলেদের বক্সিংয়ের ৯২ কেজি বিভাগের কোয়াটার্র ফাইনালে উঠলেন সাগর। তিনি প্রি-কোয়ার্টারে পরাজিত করেন ক্যামেরুনের ইয়েগনং এনজিয়োকে।
সোনা জিতলেন অচিন্ত্য
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে এল ভারতের তৃতীয় সোনা। ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে গোল্ড মেডেল গলায় ঝোলান বাংলার অচিন্ত্য শিউলি।
বিস্তারিত পড়ুন:- Achinta Sheuli Wins Gold: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য
বক্সিংয়ে হার সুমিতের
ছেলেদের বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হেরে যান সুমিত কুণ্ডু। অস্ট্রেলিয়ার কালাম পিটারসের কাছে হার মানেন ভারতীয় বক্সার।
সাঁতারে ফাইনালের যোগ্যতা অর্জন করলেন শ্রীহরি
ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টের ফাইনালের যোগ্যতা অর্জন করেন শ্রীহরি নটরাজ। ২৫.৩৮ সেকেন্ডে তিনি নিজের হিটের পঞ্চম হন। সব মিলিয়ে আট নম্বরে থেকে ফাইনালের টিকিট অর্জন করেন ভারতীয় সাঁতারু।
ব্যাডমিন্টনের সেমিফাইনালে ভারত
দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারিয়ে ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে উঠল ভারত। ২টি সিঙ্গলস ম্যাচে জয় তুলে নেন লক্ষ্য সেন ও আকর্ষী কাশ্যপ। মিক্সড ডাবলসে জেতেন বি সুমিত রেড্ডি ও পোনাপ্পা জুটি।
কোয়ার্টার ফাইনালে সৌরভ
স্কোয়াশের কোয়ার্টার ফাইনালে উঠলেন সৌরভ ঘোষাল। প্রি-কোয়ার্টারে তিনি ৩-০ ব্যবধানে হারিয়ে দেন ডেভিডকে। কোয়ার্টারে সৌরভের প্রতিপক্ষ গ্রেগ লবান।
১৭-য় রুতুজা
মেয়েদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড ইভেন্টের ফাইনালে রুতুজা নটরাজ ১৮ জনের মধ্যে ১৭ নম্বরে শেষ করেন। তাঁর স্কোর ৪৩.০০০।
লন বোলের সেমিফাইনালে ভারত
লন বোলের ওমেনস ফোর ইভেন্টের সেমিফাইনালে উঠল ভারত। লাভলি, পিঙ্কি, নয়নমনি ও রূপা ১৭-৯ ব্যবধানে হারিয়ে দেন নরফক আইল্যান্ডকে। সোমবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
হকিতে বিরাট জয় ভারতের
ঘনাকে ১১-০ গোলে উড়িয়ে ছেলেদের হকিতে যাত্রা শুরু করল ভারত। প্রথমার্ধে ৫টি ও দ্বিতীয়ার্ধে ৬টি গোল করে ভারত। উল্লেখ্য মেয়েদের প্রথম পুল ম্যাচে ভারত ঘানাকে ৫-০ গোলে হারিয়ে দেয়।
হকিতে ৫-০ এগিয়ে ভারত
ছেলেদের হকিতে ঘানার বিরুদ্ধে পুল ম্যাচের হাফ-টাইমে ৫-০ গোলে এগিয়ে ভারত। ভারতের হরমনপ্রীত সিং ও মনপ্রীত সিংয়ের এটি মাইলস্টোন ম্যাচ। হরমনপ্রীত দেশের হয়ে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন। মনপ্রীত খেলতে নামেন ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ।
পদক জিততে পারলেন না পপি
মেয়েদের ভারোত্তলনের ৫৯ কেজি বিভাগে পদক জিততে পারলেন না পপি হাজারিকা। বিস্তারিত পড়ুন:- মীরাবাইরা পারলেও পদক জিততে ব্যর্থ পপি হাজারিকা, কেমন খেললেন, দেখুন তাঁর পারফর্ম্যান্স
কোয়ার্টার ফাইনাল চিনাপ্পা
স্কোয়াশের ওমেনস সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন জ্যোৎস্না চিনাপ্পা। ক্যাটলিন ওয়াটসকে ৩-১ ব্যবধানে পরাজিত করেন তিনি। চিনাপ্পা পরের ম্যাচে মুখোমুখি হবেন হলি নটনের।
পাকিস্তানকে হারাল ভারত
ক্রিকেটে পাকিস্তানকে গোহারান হারাল ভারত। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৯৯ রানে অল-আউট হয়ে যায়। জবাবে ব্য়াট করতে নেমে ভারত ১১.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০২ রান তুলে ম্য়াচ জিতে যায়। স্মৃতি মন্ধনা ৪২ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন।
বিস্তারিত পড়ুন:- IND vs PAK: পাক বোলিংকে ছারখার করলেন মন্ধনা, চিরশত্রুদের গোহারান হারিয়ে লিগ শীর্ষে ভারত
টেবিল টেনিসের সেমিফাইনালে ভারত
টেবিল টেনিসের মেনস টিম ইভেন্টের সেমিফাইনালে ওঠে ভারত। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় গতবারের চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নাইজেরিয়া।
ক্রিকেটে জয়ের জন্য ভারতের দরকার ১০০
ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের দরকার ১০০ রান। ১৮ ওভারে পাকিস্তান ৯৯ রানে অল-আউট হয় যায়। ভারত-পাক ক্রিকেট ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন।
হেরে গেলেন শিব থাপা
বক্সিংয়ে ছেলেদের ৬৩.৫ কেজি বিভাগের রাউন্ড অফ সিক্সটিনে হেরে গেলেন ভারতের শিব থাপা। তিনি ১-৪ ব্যবধানে হার মানেন বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ মেডেলিস্ট রীস লিঞ্চের কাছে।
হেরে গেলেন রোনাল্ডো
সাইক্লিংয়ে ছেলেদের স্প্রিন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন রোনাল্ডো। তিনি অস্ট্রেলিয়ার ম্যাথিউ গ্লেতজারের থেকে ০.১৬২ সেকেন্ড পিছিয়ে থাকেন।
কোয়ার্টার ফাইনালে জারিন
হেলেনা বাগাওকো হারিয়ে মেয়েদের বক্সিংয়ের ৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ওঠেন ভারতের নিখাত জারিন। ৫ বিচারকের রায়ই ভারতীয় বক্সারের অনুকূলে যায়।
যোগেশ্বর ১৫-য়
পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড ফাইনালে নজর ছিল ভারতের যোগেশ্বর সিং-এর উপর। তিনি ৭৪.৭০০ পয়েন্ট নিয়ে ১৮ জনের মধ্যে ১৫ নম্বরে থাকেন।
ক্রিকেট- ভারত-পাক মহারণ
ভারত বনাম পাকিস্তান ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/ind-vs-pak-live-blog-score-and-all-updates-of-india-women-vs-pakistan-commonwealth-games-cricket-match-31659257485213.html
ভারোত্তোলন- জেরেমির হাত ধরে দ্বিতীয় সোনা ভারতের
মীরাবাই চানুর পর জেরেমি লালরিননুনগা। ফের ভারোত্তোলনে সোনা এল ভারতের ঘরে। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৬০ কেজি তুললেন জেরেমি। মোট ৩০০ কেজি। কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড ভারতীয় তরুণের হাত ধরে। কনুইয়ে চোট লাগলেও তা উপেক্ষা করে সোনা জয় জেরেমির।
সাইক্লিং- ফাইনালে রোনাল্ডো
পুরুষদের সাইক্লিংয়ের স্প্রিন্ট ১/৮ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন ভারতের রোনাল্ডো লাইটোনজাম। ১৩তম স্থানে (১০:০১২) শেষ করেন তিনি। বিকেল সাড়ে তিনটে নাগাদ অস্ট্রেলিয়ার ম্যাথিউ গ্লেটজারের মুখোমুখি হবেন তিনি।
সাঁতার - সজন প্রকাশ ২০০মিটার বাটারফ্লাই হিটে চতুর্থ স্থান অর্জন করেছে
সজন প্রকাশ পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই হিটসে চতুর্থ স্থান অর্জন করেছে। সময় ১:৫৮.৯৯। যাইহোক, তিনি একটি অবস্থানের জন্য ফাইনাল উঠতে পারলেন না। সামগ্রিক তালিকায় নবম হয়েছেন।
ভারোত্তোলন- সোনার দৌড়ে জেরেমি
ক্লিন অ্যান্ড জার্ক বিভাগের প্রথম প্রয়াসে ১৬০ কেজি তুললেন জেরেমি।
ক্রিকেট- বৃষ্টির কারণে পিছিয়ে গেল টস
ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তেজনা থাকলেও, বার্মিংহামে বৃষ্টির কারণে টসে দেরি হচ্ছে।
ভারোত্তোলন- পুরুষদের ৬৭ কেজি - ক্লিন অ্যান্ড জার্ক শুরু
সিঙ্গাপুরের কেস্টার ই লিয়াং লয় ১২৮কেজি ওজনের সফল প্রচেষ্টা দিয়ে শুরু করেন। তবে ১৩৪কেজির দ্বিতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
ভারোত্তোলন- জেরেমির রেকর্ড!
জেরেমি লালরিনুঙ্গা তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় ১৪০ কেজি সফল ভাবে তুললেন। ১৯ বছর বয়সী যেন খুব সহজেই এই কাজটি করল। প্রসঙ্গত জেরেমি তাঁর প্রথম প্রচেষ্টায় (১৩৬ কেজি) গেমসে নতুন রেকর্ড করেছেন। ভারতীয় ভারোত্তোলক স্ন্যাচে ১০ কেজিতে এগিয়ে আছেন। সোনা জয়ের দৌড়ে রয়েছেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে এ বার লড়াইয়ে নামবেন জেরেমি।
লন বল- জিতলেন তানিয়া চৌধুরী
টানা তিনটি পরাজয়ের পর, তানিয়া অবশেষে প্রথম জয় পেলেন। শাওনা ও'নিলকে ২১-১২-তে হারিয়েছেন তানিয়া।
জিমন্যাস্টিক্স- ভোল্টে যোগেশ্বর সিং-এর পয়েন্ট ১৩.২০০০
যোগেশ্বর সিংয়ের অবতরণের সময় কিছুটা সমস্যা হয়েছিল। ভোল্টে যোগেশ্বর সিং-এর পয়েন্ট ১৩.২০০০ (ডিফিকাল্টি ৪.৮০০, এক্সিকিউশন ৮.৪০০)
ভারোত লড়াইয়ের মঞ্চে জেরেমি
ভারোত্তোলন পুরুষদের ৬৭ কেজি ইভেন্ট শুরু হতে চলেছে। ভারতীয় চ্যালেঞ্জ নিয়ে ভারোত্তোলনের মঞ্চে লড়াইয়ে নেমে পড়লেন জেরেমি লালরিনুঙ্গা
জিমন্যাস্টিক্স- প্রথম রোটেশনের পরে যোগেশ্বর সিং ১২ নম্বরে
প্রথম রোটেশনের পরে ভারতের যোগেশ্বর সিং রয়েছেন ১২তম স্থানে। তিনি রিং রুটিনে ১২.৩৫০ স্কোর দিয়ে শুরু করেছিলেন, ৪.২০০ ডিফিকাল্টির হাত ধরে।
জিমন্যাস্টিক্স- যোগেশ্বর সিং অষ্টমে রয়েছেন
পুরুষদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড ফাইনালে নজর ছিল ভারতের যোগেশ্বর সিং-এর উপর। যোগেশ্বর সিং রিং-এ প্রথম রুটিন শেষ করার পরে ১২.৩৫০ (ডিফিকাল্টি ৪.২০০, এক্সিকিউশন ৮.১৫০) স্কোর অর্জন করেছেন। এখন তাঁর অবস্থান আটে।
ভারতের তৃতীয় দিনের সূচি
ক্রিকেটভারত বনাম পাকিস্তান (বিকেল ৩.৩০)সাঁতারপুরুষদের ২০০ মিটার বাটালফ্লাই- হিট থ্রি: সজন প্রকাশ (বিকেল ৩.০৭)পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক- হিট ৬ (বিকেল ৩.৩১)জিমন্যাস্টিকপুরুষদের অলরাউন্ড ফাইনাল- যোগেশ্বর সিং (দুপুর ১.৩০)ব্য়াডমিন্টনমিক্সড টিম কোয়ার্টার ফাইনাল (রাত ১০)বক্সিংমেয়েদের ৫০ কেজিতে – নিখাত জারিন (বিকেল ৪.৪৫)ছেলেদের ৬৩.৫ কেজিতে – শিব থাপা (বিকেল ৫.১৫)ছেলেদের ৭৫ কেজিতে – সুমিত কুণ্ডু (সোমবার রাত ১২.১৫)ছেলেদের ৯২ কেজিতে – সাগর সাগর (সোমবার রাত ১.০০)হকি (পুরুষ)ভারত বনাম ঘানা (রাত ৮.৩০)ভারোত্তোলনছেলেদের ৬৭ কেজিতে – জেরেমি লালরিননুনগা (দুপুর ২.০০)মেয়েদের ৫৯ কেজিতে – পপি হাজারিকা (সন্ধে ৬.৩০)মেয়েদের ৭৩ কেজিতে – অচিন্তা শিউলি (রাত ১১)স্কোয়াশমহিলাদের সিঙ্গলস: জোৎস্না চিনাপ্পা (সন্ধে ৬.০০)পুরুষদের সিঙ্গল: সৌরভ ঘোষাল (সন্ধে ৬.৪৫)টেবল টেনিসমহিলাদের দলগত সেমিফাইনাল: (রাত ১১.৩০)পুরুষদের কোয়ার্টার ফাইনাল: (দুপুর ২.০০)
চার পদক ছাড়া দ্বিতীয় দিনে ভারতের ফলের নির্যাস
হকিতে জোড়া জয়- মেয়েদের হকিতে দিনের প্রথম ম্যাচে ঘানাকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে ৩-১ জয় তুলে নেয়।মেয়েদের জিমন্যাস্টিক্স- নয় দেশের মধ্যে সবার শেষে জায়গা পায় ভারত।সুইমিং- ১০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভারতের শ্রীহরি নটরাজ। ফাইনালে সপ্তম স্থানে শেষ করেন শ্রীহরি।ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্ট- অস্ট্রেলিয়াকে ৩-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ভারত।বক্সিং- মহিলাদের বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন লভলিনা বোরগোঁহাই। পুরুষদের বক্সিংয়ে রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় সঞ্জিতের। আতো লিয়াও প্লদজিকির বিরুদ্ধে প্রথম দুই রাউন্ডে এগিয়ে ছিলেন সঞ্জিত।টেবল টেনিস- গেমসে শুরুটা ভালো করলেও, শেষ রক্ষা হল না। মেয়েদের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার কাছে ২-৩ হারল ভারত।স্কোয়াশ- দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিল বাংলার সৌরভ ঘোষাল। পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ ৩২-তে সহজ জয় পেলেন সৌরভ। ১১-৪, ১১-৪, ১১-৬ ব্যবধানে হারালেন শ্রীলঙ্কার শামিল ওয়াকিলকে। প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন কলকাতার খেলোয়াড়। স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ ৩২-এ জিতলেন ভারতের জ্যোৎস্না চিনাপ্পাও। বার্বাডোজের মিগান বেস্টকে ১১-৮, ১১-৯ ও ১২-১০ ব্যবধানে হারালেন তিনি। শেষ ষোলোয় পৌঁছে গিয়েছেন তিনিও। তবে ১৪ বছরের আনাহত সিং মহিলাদের একক রাউন্ড অফ ৩২-এ ১-৩ হেরেছেন।
এখনও পর্যন্ত চারটি পদক পেয়েছে ভারত
গেমসের দ্বিতীয় দিন ভারতের সবচেয়ে বেশি নজর ছিল ভারোত্তোলক মীরাবাই চানুর দিকে। হতাশ করেননি চানু। মহিলাদের ৫৫ কেজি বিভাগে তিনি সোনা জেতেন। টানা তিনটি কমনওয়েলথ গেমসে পদক পেনে মীরাবাই। আর টানা দ্বিতীয় বার সোনা জিতলেন তিনি। ২০১৪ গ্লাসগোতে রুপো পেয়েছিলেন। এর পর গোল্ড কোস্ট এবং বার্মিংহ্যাম পেলেন সোনা। এ ছাড়াও মেয়েদের মধ্যে দ্বিতীয় দিনের শেষের দিকে ভারোত্তোলন থেকেই ভারতকে রুপো এনে দেন বিন্দিয়ারানি দেবী। আর সকালের দিকে সঙ্কেত সরগর রুপো পান। তিনিই প্রথম পদক এনে দেন ভারতকে। চোট পেয়ে অল্পের জন্য সোনা মিস করেন সঙ্কেত। দ্বিতীয় পদক আসে ভারোত্তোলক গুরুরাজ পূজারির হাত ধরে। তিনি ব্রোঞ্জ পান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।