বাংলা নিউজ > ময়দান > CWG 2022 Day 4: চতুর্থ দিনে জুডোয় জোড়া পদক ভারতের, ভারোত্তলনে ব্রোঞ্জ হরজিন্দরের
ব্রোঞ্জ জিতলেন হরজিন্দর। ছবি- পিটিআই (PTI)

CWG 2022 Day 4: চতুর্থ দিনে জুডোয় জোড়া পদক ভারতের, ভারোত্তলনে ব্রোঞ্জ হরজিন্দরের

পদক নিশ্চিত হয়েছে ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও লন বোলে।

ভারত এখনও পর্যন্ত ৩টি সোনা, ৩টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ-সহ মোট ৯টি পদক পেয়েছে। ৭টি পদক এসেছে ভারোত্তোলন থেকে। ২টি পদক এসেছে জুডো থেক। ভারত এবছর মোট ২১৫ জনের দল নিয়ে গিয়েছে বার্মিংহ্যামে।

02 Aug 2022, 02:55:24 AM IST

ছয়ে ভারত

চতুর্থ দিনের শেষে ভারত ৩টি সোনা, ৩টি রুপো ও ৩টি ব্রোঞ্জ-সহ মোট ৯টি মেডেল নিয়ে পদক তালিকার ৬ নম্বরে অবস্থান করছে। ৩১টি সোনা-সহ ৭১টি পদক নিয়ে একে রয়েছে অস্ট্রেলিয়া। ২১টি সোনা-সহ ৫৪টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড।

02 Aug 2022, 02:52:53 AM IST

পদক নিশ্চিত টেবিল টেনিসে

টেবিল টেনিসের মেনস টিম ইভেন্টের ফাইনালে উঠে পদক নিশ্চিত করল ভারত। সেমিফাইনালে নাইজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ডাবলস জেতেন হরমিত দেশাই ও জি সাথিয়ান। ২টি সিঙ্গলসে জেতেন শরথ কমল ও জি সাথিয়ান। ফাইনালে সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারত।

02 Aug 2022, 02:22:49 AM IST

পদক থেকে এক পা দূরে আশিস কুমার

ছেলেদের বক্সিংয়ের ৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন আশিস কুমার। তিনি আর ১টি ম্য়াচ জিতলেই পদক নিশ্চিত করবেন।

02 Aug 2022, 02:14:48 AM IST

পাঁচে শ্রীহরি

সাঁতারের ৫০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনালে পঞ্চম স্থানে থেকে অভিযান সেষ করেন শ্রীহরি নটরাজ। তিনি ২৫.২৩ সেকেন্ড সময় নেন। 

02 Aug 2022, 02:10:23 AM IST

ব্রোঞ্জ জিতলেন হরজিন্দর

ভারোত্তলন থেকে ফের পদক জিতল ভারত। মীরাবাইদের সাফল্যের ধারা বজায় রেখে মেয়েদের ৭১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন হরজিন্দর কউর। বিস্তারিত পড়ুন:- Harjinder Kaur Wins Bronze: ভারোত্তলনে পদকের ছড়াছড়ি, ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন হরজিন্দর

02 Aug 2022, 01:01:41 AM IST

সেমিফাইনালে একেবারে শেষে সজন

তিনজন সাঁতারু নাম তুলে নেওয়ায় ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েছিলেন সজন প্রকাশ। তবে তিনি সেমিফাইনালের হিটে একেবারে শেষ থেকে অভিযান শেষ করেন।

02 Aug 2022, 12:57:28 AM IST

ব্যাডমিন্টনে পদক নিশ্চিত ভারতের

ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টের ফাইনালে উঠে পদক নিশ্চিত করল ভারত। সেমিফাইনালে ভারতীয় দল ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় সিঙ্গাপুরকে। মেনস সিঙ্গলসে জেতেন লক্ষ্য সেন। ওমেনস সিঙ্গলসে জেতেন পিভি সিন্ধু। মেনস ডাবলসে জেতেন সাত্যিক সাইরাজ-চিরাগ শেট্টি।  

02 Aug 2022, 12:37:55 AM IST

ব্রোঞ্জ হাতছাড়া  জসলিন-সুচিকার

জুডোয় ব্রোঞ্জ জয়ের হাতছানি ছিল ভারতের জসলীন সিং সাইনি ও সুচিকা তারিয়ালের সামনে। তবে দুই ভারতীয় তারকাই ব্রোঞ্জ মেডেল ম্যাচে হেরে যান।

01 Aug 2022, 10:49:58 PM IST

ব্রোঞ্জ জিতলেন বিজয়

জুডোয় ছেলেদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন বিজয় কুমার যাদব। ব্রোঞ্জ মেডেল ম্যাচে বিজয় হারিয়ে দেন সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডউলউকে। বিস্তারিত পড়ুন:- Vijay Kumar Yadav Wins Bronze: জুডো থেকে এল দ্বিতীয় পদক, ব্রোঞ্জ জিতলেন বিজয়

01 Aug 2022, 10:17:55 PM IST

হকিতে ড্র করল ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে পুল-বি'র ম্যাচে ভারত হাফ-টাইম পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল। একসময় ভারতের লিড ছিল ৪-১। সেখান থেকে ভারত ৪-৪ গোলে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে।

01 Aug 2022, 10:13:50 PM IST

রুপো জিতলেন সুশীলা

জুডোয় মেয়েদের ৪৮ কেজি বিভাগে রুপো জিতলেন ভারতের সুশীলা দেবী। ফাইনালে তিনি দক্ষিণ আফ্রিকার মিকায়েলা ওয়াইটবুইয়ের কাছে হেরে যান। বিস্তারিত পড়ুন:- Shushila Devi wins Silver: রুপো জিতলেন সুশীলা দেবী, এবার জুডো থেকে এল ভারতের পদক 

01 Aug 2022, 09:20:55 PM IST

স্কোয়াশের সেমিফাইনালে সৌরভ

স্কোয়াশে মেনস সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন সৌরভ ঘোষাল। তিনি কোয়ার্টার ফাইনালে ৩-১ ব্যবধানে হারিয়ে দেন স্কটল্যান্ডের গ্রেগ লবানকে। ম্যাচের স্কোর ১১-৫, ৮-১১, ১১-৭ ও ১১-৩।

01 Aug 2022, 09:17:58 PM IST

হাফ-টাইমে ৩-০ এগিয়ে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে ছেলেদের হকির দ্বিতীয় ম্যাচের হাফ-টাইমে ভারত ৩-০ গোলে এগিয়ে। দ্বিতীয় কোয়ার্টারে গোল করেন মনদীপ (২২ মিনিট)। 

01 Aug 2022, 08:58:32 PM IST

প্রথম কোয়ার্টারে ২-০ এগিয়ে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে হকি ম্যাচের প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ভারত। ৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন ললিত উপাধ্যায়। ১৩ মিনিটে ফিল্ড গোল আসে মনদীপ সিংয়ের স্টিক থেকে। 

01 Aug 2022, 08:35:36 PM IST

হকিতে লড়াই শুরু ভারতের

কমনওয়েলথ গেমস হকিতে ফের লড়াই শুরু ভারতের। ছেলেদের দ্বিতীয় পুল ম্যাচে ভারত লড়ছে আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারতের প্রথম একাদশছ:- পিআর শ্রীজেশ (গোলকিপার), হরমনপ্রীত সিং (ভাইস ক্যাপ্টেন), অমিত রোহিদাস, সুরেন্দর কুমার, বরুণ কুমার, মনপ্রীত সিং (ক্যাপ্টেন), হার্দিক সিং, শামশের সিং, আকাশদীপ সিং, অভিষেক ও ললিত উপাধ্যায়। 

01 Aug 2022, 08:15:55 PM IST

ভাগ্য সঙ্গ দিল সজনের

ভাগ্য সঙ্গ দিল সাঁতারু সজন প্রকাশের। প্রাথমিকভাবে ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিলেন ভারতীয় তারকা। তবে যোগ্যতা অর্জন করা ৩ জন সাঁতারু নাম তুলে নেওয়ায় সেমিফাইনালের টিকিট পেয়ে গেলেন সজন।   

01 Aug 2022, 08:12:27 PM IST

হেরে গেলেন চিনাপ্পা

স্কোয়াশের ওমেনস সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন জ্যোৎস্না চিনাপ্পা। কানাডার হলি নটনের কাছে ০-৩ ব্যবধানে হার মানেন ভারতীয় তারকা। ম্যাচের ফল ৯-১১, ৫-১১, ১৩-১৫।

01 Aug 2022, 08:09:07 PM IST

পাঁচে প্রণতি

আর্টিস্টিক জিমন্য়াস্টিক্সের ভল্ট ইভেন্টের ফাইনালে পাঁচ নম্বরে থাকেন প্রণতি নায়েক। তাঁর স্কোর ১২.৬৯৯। সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া গডউইন। কানাডার লরি ডেনোমি রুপো জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন স্কটল্যান্ডের শ্যানন আর্চার।

01 Aug 2022, 07:01:10 PM IST

সাঁতার: 100 মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে উঠতে ব্যর্থ সজন প্রকাশ

সজন প্রকাশ 100 মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেন। ২০২২ কমনওয়েলথ গেমস-এ ভারতের তারকা সাঁতারু সজন প্রকাশের প্রচারাভিযান শেষ হয়ে যায়, যখন তিনি পুরুষদের 100 মিটার বাটারফ্লাই ইভেন্টের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলেন। অভিজ্ঞ সাজন তার উত্তাপে সপ্তম এবং সামগ্রিকভাবে 19তম স্থানে 54.36 সেকেন্ড সময় নিয়েছিলেন।

01 Aug 2022, 06:54:19 PM IST

জুডো: ব্রোঞ্জ পদকের জন্য চ্যালেঞ্জ জানাবে ভারতের তিনজন খেলোয়াড়

জুডোতে, পুরুষদের ৬০ কেজি বিভাগে বিজয় সিং, মহিলাদের সূচিকা তারিয়াল (৫৭ কেজি), জসলিন সাইনি (৬৬ কেজি) ব্রোঞ্জ পদকের ম্যাচে প্রবেশ করবেন।

01 Aug 2022, 06:38:04 PM IST

বক্সিং: মহম্মদ হুসামুদ্দিন কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন

ভারতের মহম্মদ হুসামুদ্দিন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। বাংলাদেশের খেলোয়াড়কে ৫-০ ব্যবধানে হারিয়েছেন তিনি। প্রথমে অমিত পাঙ্গল এবং এখন হুসামুদ্দিন, বক্সিংয়ের দিক থেকে এই দিনটি ভারতের জন্য খুবই বিশেষ।

01 Aug 2022, 06:09:26 PM IST

জুডোর ফাইনালে সুশীলা দেবী

জুডোতে, সুশীলা দেবী ফাইনালে পৌঁছেছেন এবং তিনি অন্তত ভারতের জন্য রৌপ্য পদক নিশ্চিত করেছেন। সুশীলা ৪৮ কেজি বিভাগে সেমিফাইনালে মরিশাসের প্রিসিলা মোরান্ডকে পরাজিত করেন। তিনি ছাড়াও ভারতের জুডোকা সুশীলা লিকমাবাম ৪৮ কেজি ওজন বিভাগে সেমিফাইনালে উঠেছেন। তিনি মালাউইয়ের হ্যারিয়েট বনফেসকে ১০-০ গোলে পরাজিত করেন। তিনিও পদকের দৌড়ে রয়ে গেছেন।

01 Aug 2022, 05:51:05 PM IST

স্কোয়াশ: সেমিফাইনালে ভারতের সুনয়না সারা

স্কোয়াশের মহিলাদের সিঙ্গলস বিভাগে সেমিফাইনালে উঠেছেন সুনাইনা সারা। তিনি শ্রীলঙ্কার চানমিথা সিনালিকে ৩-০ (১১-৩, ১১-২, ১১-২) পরাজিত করেছেন।

01 Aug 2022, 05:29:43 PM IST

জুডো: জসলিন হেরে গেলেন, এখন ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন

জুডোতে ভারত হতাশার সম্মুখীন হয়েছে। ৬৬ কেজি বিভাগে ভারতীয় চ্যালেঞ্জ উপস্থাপন করা জসলিন সাইনিকে হারের মুখে পড়তে হল। তিনি স্কটল্যান্ডের ফিনলে অ্যালেনের কাছে হেরে যান। জসলিন এখন ব্রোঞ্জ পদকের জন্য অস্ট্রেলিয়ার নাথান কিটজের বিরুদ্ধে খেলবেন।

01 Aug 2022, 05:04:42 PM IST

বক্সিং: কোয়ার্টার ফাইনালে উঠলেন অমিত পাঙ্গল

অমিত পাংঘল রাউন্ড অফ 16 ম্যাচ জিতেছে ৫-০। তিনি ভানাটোর বক্সারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করেন।

01 Aug 2022, 04:26:09 PM IST

পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন অজয় সিং

অজয় সিং তার দ্বিতীয় প্রচেষ্টায় 176 কেজি উত্তোলন করেছিলেন, কিন্তু তার তৃতীয় প্রচেষ্টায় 180 কেজি তুলতে মিস করেছিলেন। এর ফলে পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেছেন অজয়।

01 Aug 2022, 03:46:18 PM IST

লন বল: নিউজিল্যান্ডকে হারিয়ে পদক নিশ্চিত করল ভারত

ভারতীয় মহিলা দল লন বলে পদক নিশ্চিত করল। ভারতের মহিলা বাহিনী সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ১৬-১৩ হারাল। ফলে পদক নিশ্চিত করল। ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করবে ভারতের মহিলা দল। 

01 Aug 2022, 02:55:15 PM IST

ভারোত্তোলন: নজরে ভারতের অজয়

ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে নজর থাকবে ভারতের অজয়ের দিকে।ইভেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। স্ন্যাচে প্রথম বারের প্রচেষ্টায় অজয় তুললেন ১৩৭ কেজি।

01 Aug 2022, 01:39:06 PM IST

পদকের লক্ষ্যে ভারতীয় ভারোত্তোলক অজয় ​​সিং

আজও ভারতের সামনে পদক জেতার সুযোগ রয়েছে। এই খেলোয়াড়দের কাছ থেকে আশা আছে দেশের। ভারতীয় ভারোত্তোলক অজয় ​​সিং দুপুর ২টায় পুরুষদের ৮১ কেজি বিভাগের ফাইনালে খেলবেন।

01 Aug 2022, 01:33:48 PM IST

ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়

অস্ট্রেলিয়ান সাঁতারু এমা ম্যাককান মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন। তিনি কমনওয়েলথ গেমসের সবচেয়ে সফল খেলোয়াড় হয়েছেন। ম্যাককন কমনওয়েলথ গেমসে তার ১১ তম সামগ্রিক স্বর্ণপদক জিতেছেন। যা একটি নতুন রেকর্ড। বার্মিংহ্যাম গেমসে এটি ২৮ বছর বয়সী যুবকের তৃতীয় স্বর্ণপদক। এর আগে, তিনি 4x100 মিটার ফ্রিস্টাইল এবং 4x100 মিটার মিশ্র রিলেতেও সোনার পদক জিতেছিলেন।

01 Aug 2022, 01:27:04 PM IST

ব্যাডমিন্টনে থাকবে নজর

ব্যাডমিন্টনে আজ ভারতের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। মিশ্র দলগত ইভেন্টে ভারত মুখোমুখি হবে সিঙ্গাপুরের। এখানে চোখ থাকবে টিম ইন্ডিয়ার ফাইনালে ওঠার দিকে।

01 Aug 2022, 12:51:29 PM IST

দেখে নিন ভারতীয় ক্রীড়াবিদদের চতুর্থ দিনের সূচি এক নজর-

লন বল:মহিলাদের চার সেমিফাইনাল (দুপুর ১টা)জুডো: (দুপুর আড়াইটে থেকে)পুরুষদের ৫৫কেজি বিভাগে রাউন্ড অফ ১৬: জসলিন সিং সাইনিমহিলাদের ৫৭কেজি বিভাগে রাউন্ড অফ ১৬: সুচিকা তারিয়ালপুরুষদের ৬০কেজি বিভাগে রাউন্ড অফ ১৬: বিজয় কুমার যাদবমহিলাদের ৪৮কেজি বিভাগে কোয়ার্টারফাইনাল: শুশীলা দেবী লিকমাবামস্কোয়াশ:মহিলাদের সিঙ্গল প্লেটার কোয়ার্টার ফাইনাল: সুনয়না সারা কুরুভিলা (বিকেল সাড়ে চারটে)মহিলাদের সিঙ্গল কোয়ার্টার ফাইনাল: জোৎস্না চিনাপ্পা (সন্ধ্যে ৬টায়)সাঁতার:পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই হিট ৬: সজন প্রকাশ (দুপুর ৩টে ৫১)বক্সিং:৪৮-৫১ কেজি বিভাগ (ফ্লাইওয়েট) রাউন্ড অফ ১৬: অমিত পাঙ্গাল (বিকেল ৪টে ৪৫)৫৪-৫৭ কেজি ক্যাটাগরি (ফেদারওয়েট) রাউন্ড অফ ১৬: হুসাম উদ্দিন মহম্মদ (সন্ধ্যে ৬টা)৭৫-৮০ কেজি বিভাগ (লাইট হেভিওয়েট) রাউন্ড অফ ১৬: আশিস কুমার (মধ্যরাত ১টায়)সাইক্লিং:মহিলাদের কিরেন প্রথম রাউন্ড: ত্রিয়শী পল, শুশিকলা আগাশে এবং ময়ূরী লুটে (সন্ধ্যে ৬টা ৩২)পুরুষদের ৪০ কিমি পয়েন্ট রেসের যোগ্যতা: নমন কপিল, ভেঙ্কাপ্পা কেঙ্গালাগুট্টি, দীনেশ কুমার এবং বিশ্বজিৎ সিং (সন্ধ্যে ৬টা ৫২)পুরুষদের ১০০০ মিটার টাইম ট্রেইল ফাইনাল: রোনাল্ডো লাইটনজাম, ডেভিড বেকহ্যাম (রাত ৮টা ২ মিনিটে)মহিলাদের ১০ কিমি স্ক্রচ রেসের ফাইনাল: মীনাক্ষী (রাত ৯টা ৩৭ মিনিট)হকি:পুরুষদের পুল বি: ভারত বনাম ইংল্যান্ড (রাত ৮টা ৩০)ভারোত্তোলন:পুরুষদের ৮১ কেজি: অজয় ​​সিং (দুপুর ২টো)মহিলাদের ৭১ কেজি: হরজিন্দর সিং (রাত ১১টা)টেবিল টেনিস:পুরুষ দলের সেমিফাইনাল: ভারত বনাম নাইজেরিয়া (রাত ১১টা ৩০)প্যারা-সাঁতার:পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল S7 ফাইনাল: নিরঞ্জন মুকুন্দন এবং সুয়াশ নারায়ণ যাদব (মাধরাত ১২টা ৪৬)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.