বাংলা নিউজ > ময়দান > CWG 2022 Day 9 : সোনালি শনিবার ভারতের, চারটি গোল্ড সহ ১৪ মেডেল জয়
জয়ের পর ভিনেশ ফোগাট

CWG 2022 Day 9 : সোনালি শনিবার ভারতের, চারটি গোল্ড সহ ১৪ মেডেল জয়

CWG RESULT LIVE UPDATE- ট্র্যাকে এসেছে দুই রুপো। ক্রিকেটে ভারত গিয়েছে ফাইনালে। লন বোলসে এসেছে রুপো। কুস্তিতেও অনবদ্য খেলে এল মেডেল বর্ষা। হকিতে ফাইনালে গেল পুরুষদের দল। 

নবম দিনে ভারতের গুরুত্বপূর্ণ ফলাফল: 

অ্যাথলেটিক্স: প্রিয়াঙ্কা গোস্বামী মহিলাদের ১০ হাজারে মিটার রেস ওয়াকে রুপো জিতেছেন। ৩০০০ মিটার স্টিপল চেজে রুপো জিতলেন অবিনাশ সাবলে।

কুস্তি- ছয়জন অ্যাথলিট আজ নেমেছিলেন, ছয়জনই পদক জিতেছেন। সোনা জিতেছেন রবি দাহিয়া (৫৭ কেজি), ভিনেশ ফোগাট (৫৩ কেজি) ও নবীন (৭৪ কেজি)। ব্রোঞ্জ জিতেছেন পুজা গেহলট (৫০ কেজি), পুজা সিহাগ (৭৬ কেজি) ও দীপক নেহরা (৯৭ কেজি)। 

সবমিলিয়ে কুস্তিতে ভারত ছয়টি সোনা, একটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ জিতল। ভারতের সবাই মেডেল জিতলেন এই খেলায়। 

আরও পড়ুন-কারা কারা সোনা জিতেছেন ভারতের জন্য়

বক্সিং: কানাডার প্রিয়াঙ্কা ধিলোনের বিরুদ্ধে আরএসসি জিতে নিতু গংঘাস। ভারতকে অন্তত রুপো নিশ্চিত করেছেন। অমিত পাঙ্গল পুরুষদের ফ্লাইওয়েট (৪৮ কেজি) বিভাগে ফাইনালে প্রবেশ করেছে। তিনি জাম্বিয়ার প্যাট্রিক চিনেম্বাকে পরাজিত করেন।ইংল্যান্ডের প্রতিপক্ষকে হারিয়ে মহিলাদের ফ্লাইওয়েট ক্যাটেগরিতে ফাইনালে নিখাত জারিন। ফাইনালে উঠেছেন ৯২ কেজিতে সাগর। 

অন্যদিকে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পেলেন জ্যাসমিন, হুসামুদ্দিন ও রোহিত।

ক্রিকেট- ফাইনালে ভারত, চার রানে হারাল ইংল্যান্ডকে। দেখা হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। 

টিটি- মেনস ডবলসে ফাইনালে শরৎ-সাথিয়ান জুটি। মিক্সড ডবলসে ফাইনালে গেছেন শরৎ-শ্রীজা। 

লন বোলস- রুপো পেল ভারতের মেনস ফোরস টিম। হারল নর্দ্যান আয়ারল্যান্ডের কাছে। 

প্যারা টিটি- সোনা জিতলেন ভাবিনা প্যাটেল। ব্রোঞ্জ জিতলেন সোনালবেন প্যাটেল। 

হকি- দক্ষিণ আফ্রিকাকে সেমিতে ৩-২ হারিয়ে ফাইনালে গেল ভারত।

 

07 Aug 2022, 02:27:09 AM IST

শনিবার মোট এল ১৪ মেডেল

এদিন চারটি সোনা সহ ১৪ মেডেল পেল ভারত। মোট ভারতের মেডেল সংখ্যা ৪০ যার মধ্যে ১৩টি সোনা, ১১টি রুপো ও ১৬ ব্রোঞ্জ আছে। রবিবার নজর থাকবে ক্রিকেট, হকি, টিটি, ব্যাডমিন্টন ও বক্সিংয়ে। সব ঠিক চললে ভারতের সোনার সংখ্যা কুড়ি পেরিয়ে যাবে, এই আশা করাই যায়। 

07 Aug 2022, 02:04:46 AM IST

বক্সিংয়ে ফাইনালে গেলেন সাগর

পরপর দুজন বক্সার ব্যর্থ হলেও ভুল করলেন না সাগর আহলাওয়াট। সুপার হেভিওয়েট ৯২ কেজি ক্যাটাগরিতে তিনি নাইজেরিয়ার ইফেনাই ওনিকিয়েরেকে হারালেন সহজেই। পাচজন বিচারকই সাগরের পক্ষে রায় দেন। এই নিয়ে চারজন বক্সার ভারতের ফাইনালে গেলেন। প্রথম থেকেই নিজের উচ্চতাকে কাজে লাগেয়ে বড় বড় জ্যাব লাগিয়ে এগিয়ে যান সাগর। শেষের দিকে চেষ্টা করলেও সুবিধা করতে পারেননি নাইজেরিয়ার বক্সার। আরেকটি মেডেল নিশ্চিত হল ভারতের।

07 Aug 2022, 01:43:31 AM IST

হ্যামার থ্রো-তে ব্যর্থ ভারত

মঞ্জু বালা দ্বাদশ স্থানে শেষ করলেন। সেরা থ্রো ৬০.৯৬ মিটার। তাঁর তৃতীয় থ্রো সেরা হলেও সেটি ষথেষ্ট  ছিল না প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য। 

07 Aug 2022, 01:41:31 AM IST

সেমিতে সাত্ত্বিক ও চিরাগ

কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার জ্যাকব ও ন্যাথানকে খুব সহজেই হারিয়ে শেষ চারে গেলেন সাত্ত্বিক ও চিরাগ। তবে এরপর লড়াই অনেক শক্ত হবে। স্কোরলাইন ২১-৯, ২১-১১।

07 Aug 2022, 01:38:50 AM IST

৫০০০ মিটার শেষ করতে পারলেন না অবিনাশ সাবলে

৩০০০ মিটারে ইতিহাস গড়ার পর ৫০০০ মিটারে নামলেন অবিনাশ। কিন্তু একই দিনে দুটি বড় রেসের ধকল বোধহয় তিনি সহ্য করতে পারলেন না। শেষ করতে পারলেন না রেস। জয়ী হয়েছেন উগান্ডার জ্যাকব কিপলিমো। 

07 Aug 2022, 01:27:12 AM IST

প্যারা টিটির ফাইনালে জয়ী ভারত

ভাবিনা প্যাটেল নাইজেরিয়ার ইফেচুকউড ইকপেয়োইকে হারালেন ৩-০ গেমে। স্কোরলাইন- ১২-১০, ১১-২, ১১-৯ । ভালো লড়াই হয়েছিল কিন্তু কখনোই মনে হয়নি ভাবিনা হারবেন। অলিম্পিক্সে পেয়েছিলেন রুপো, এবার পেলেন সোনা। জয়ের পর নিজের আবেগ চাপতে পারেননি ভাবিনা। কোচকে জড়িয়ে ধরে কেদে ফেলেন তিনি। এরই সঙ্গে ভারতের খাতায় যুক্ত হল আরেকটা সোনা। মোট তেরোটি সোনা পেয়ে গিয়েছে ভারত।

07 Aug 2022, 01:22:56 AM IST

প্যারা টিটিতে এল ব্রোঞ্জ

প্যারা টিটিতে সোনালবেন প্যাটেল জিতলেন স্ট্রেট গেমে। তাঁর থেকে উঁচু বাছাইয়ের প্লেয়ার ইংল্যান্ডের সু বেইলিকে হারালেন ১১-৫, ১১-২, ১১-৩ পয়েন্টে। 

07 Aug 2022, 01:19:30 AM IST

সেমিফাইনালে হেরে বক্সিংয়ে ব্রোঞ্জ পেলেন রোহিত টোকাস

যাকে বলে পয়সা উসুল লড়াই। যদিও শেষ পর্যন্ত হেরে গেলেন ভারতের রোহিত টোকাস। শেষ রাউন্ডে তিনি জাম্বিয়ার স্টিফেন জিম্বাকে এমন পাঞ্চ করেছিলেন যে তাঁকে সুস্থির হওয়ার জন্য আট সেকেন্ড সময়ও দেন রেফারি। তবুও সব মিলিয়ে তিনজন বিচারক জিম্বার দিকে রায় দেন। অল্পের জন্য হার টোকাসের। ৬৭ কেজি ক্যাটেগরিতে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হবে তাঁকে। 

07 Aug 2022, 12:21:42 AM IST

বক্সিংয়ে এল ব্রোঞ্জ

বক্সিংয়ে ব্রোঞ্জ পেলেন ভারতের হুসাবুদ্দিন মহম্মদ। তিনি সেমিফাইনালে হারলেন ঘানার জোসেফ কমিকে। হারার পর অত্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন হুসাবুদ্দিন কারণ তাঁর মনে হচ্ছিল যে জয় নিশ্চিত ছিল। কিন্তু পাঁচজন বিচারকের মধ্যে চারজনই ঘানার বক্সারকে জয়ী বলে গণ্য করেছিলেন। অতএব  ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ভারতীয় বক্সারকে। 

07 Aug 2022, 12:21:42 AM IST

রুদ্ধশ্বাস জয় এল হকিতে

হকিতে দক্ষিণ আফ্রিকাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত। চতুর্থ কোয়ার্টারের একেবারে শেষলগ্নে দুই দলই একটি একটি করে গোল করেন। প্রথমে অতি আক্রমণাত্মক হওয়ার খেসারত দেয় দক্ষিণ আফ্রিকা। তারা গোলকিপার ছাড়াই খেলছিল। পেনাল্টি কর্নার পায় ভারত, সেখানে অতএব গোলকিপার ছাড়াই ডিফেন্ড করতে হয় বিপক্ষকে। কার্যত খালি গোলে বল ঠেলে দেন যোগিন্দর। এরপর শেষ মিনিটে কাউন্টার থেকে ব্যবধান কমায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু অনেক চাপ দিয়েও সমতা ফেরাতে পারেনি তারা। 

07 Aug 2022, 12:12:38 AM IST

Bronze এল কুস্তিতে

ফের পাকিস্তানকে হারিয়ে কুস্তিতে জিতল ভারত। এবার এল ব্রোঞ্জ পুরুষদের ৯৭ কেজিতে। দীপক নেহরা ১০-২ ব্যবধানে জিতলেন পাকিস্তানের তৈয়াব রাজার বিরুদ্ধে। স্কোরলাইনে বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো লড়েছিলেন পাকিস্তানের কুস্তিগীর। তবে নেহরার সামনে টিকতে পারেননি। এই নিয়ে বারোজন কুস্তিগীরের মধ্যে বারোজনই মেডেল পেলেন ভারতের জন্য। এর মধ্যে আছে ছয়টি সোনা।

06 Aug 2022, 11:40:55 PM IST

ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে ভারত

জামাইকার ক্যাথরিন ও টাহিলাকে সহজেই হারিয়ে সেমিফাইনালে গেলেন ভারতের দুই তরুণী জলি ট্রেসি ও গায়ত্রী গোপিচাঁদ। স্কোরলাইন- ২১-৮ ২১-৬

06 Aug 2022, 11:36:40 PM IST

হকিতে ম্যাচে ফিরল দক্ষিণ আফ্রিকা

তৃতীয় কোয়ার্টারে একটি গোল করলেন দক্ষিণ আফ্রিকার রায়ান জুলিয়াস। ভারত এখন এগিয়ে ২-১ গোলে। 

06 Aug 2022, 11:35:07 PM IST

ব্রোঞ্জ জিতলেন পুজা সিহাগ

ফ্রি-স্টাইলে ৭৬ কেজি ক্যাগেটরিতে ব্রোঞ্জ জিতলেন পুজা সিহাগ। খুব সহজেই অস্ট্রেলিয়ার  নাওমি ডি ব্রুইনকে টেকনিকাল সুপারিওরিটিতে হারিয়ে তিনি জিতলেন। কার্যত দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার কুস্তিবীর। শেষে চ্যালেঞ্জও করেছিলেন একটি টেকডাউন কিন্তু খারিজ হয়ে যায়। আরেকটি ব্রোঞ্জ যুক্ত হল ভারতের খাতায়। 

06 Aug 2022, 11:12:57 PM IST

হকিতে ২-০ এগিয়ে ভারত

প্রথম গোল করলেন অভিষেক। বিশ্বমানের গোল, কঠিন কোণ থেকে গোলে বল পাঠালেন। তারপর দুরন্ত ফিল্ড গোল করলেন মনদীপ। দুই কোয়ার্টার শেষে ভারত এগিয়ে, চাপে দক্ষিণ আফ্রিকা। 

06 Aug 2022, 11:10:19 PM IST

সোনা জিতলেন নবীন

৯-০ মার্জিনে নবীন জিতলেন। দ্বিতীয় রাউন্ডে কার্যত দাঁড়াতেই পারলেন না তাহির। সেকেন্ডের মধ্যেই ভারন্দাজ কৌশলে খেলা কার্যত শেষ করলেন নবীন কুমার। এর সঙ্গেই কুস্তিতে ষষ্ঠ সোনা পেল ভারত। সর্বমোট দ্বাদশ সোনা ভারতের, ৩৪টি মেডেল পেয়ে গিয়েছে দেশ। 

06 Aug 2022, 11:06:42 PM IST

ভারত-পাক লড়াই

৭৪ কেজির ফ্রি-স্টাইলে ভারতের নবীনের বিরুদ্ধে খেলছেন পাকিস্তানের তাহির মহম্মদ শরীফ। প্রথম তিন মিনিটে ২-০ এগিয়ে গেলেন নবীন।

06 Aug 2022, 10:57:47 PM IST

হকি সেমি এখনও গোলশূন্য

প্রথম কোয়ার্টারে ভালো খেলল ভারত কিন্তু গোলের মুখ খুলতে পারল না। ভালো ডিফেন্ড করলেন দক্ষিণ আফ্রিকার ছেলেরা। গতকাল মেয়েরা ফাইনালে যেতে পারেননি, আজ ছেলেরা পারবেন কি। সেদিকে নজর থাকবে। 

06 Aug 2022, 10:56:23 PM IST

জিতলেন শ্রীকান্ত

সহজেই কোয়ার্টার ফাইনাল জিতলেন শ্রীকান্ত। ইংল্যান্ডের টবি পেন্টিকে হারালেন ২১-১৯, ২১-১৭ পয়েন্টে। সেমিতে তিনি খেলবেন ইয়ংয়ের বিরুদ্ধে যিনি টিম ইভেন্টে তাঁকে হারিয়েছিলেন। 

06 Aug 2022, 10:44:30 PM IST

সোনা জয়ের হ্যাটট্রিক ভিনেশের

গ্রুপে ভিনেশ দুটি ম্যাচের দুটি জিতেই তিন নম্বর ম্যাচে খেলতে নেমেছিলেন। শ্রীলঙ্কার চামোডিয়াকে হারালেই নিশ্চিত ছিল সোনার পদক জয়।মহিলাদের ৫৩ কেজি বিভাগে শনিবাসরীয় রাতে তুখোড় ফর্মে ছিলেন ভিনেশ। তার হাতে ক্লাসিফিকেশন পয়েন্ট ও বেশ ভাল ছিল। এদিন প্রথম দুটি ম্যাচ ভিনেশ ২-০ এবং ৬-০ ফলে জিতেছিলেন। চামুডিয়াকে প্রথমেই দুই কাধ লক করে মারাত্মক অ্যাটাক করেন ভিনেশ। এক অ্যাটাকেই ৪-০ ফলে এগিয়ে যান ভিনেশ। এতটাই আক্রমণাত্মক খেলেন ভিনেশ যে তার ওই এক অ্যাটাকেই ম্যাচ শেষ করে দেন তিনি। ফলে ভিনেশের হাত ধরছি ভারত পেয়ে গেল তাদের ১১ তম সোনার পদক।এর আগে গ্লাসগোতে ৪৮ কেজি ও গোল্ড কোস্টে ৫০ কেজি ওজনে জিতেছিলেন ভিনেশ।

06 Aug 2022, 10:35:58 PM IST

জিতলেন লক্ষ্য

২১-১২, ২১-১১ গেমে জিতলেন লক্ষ্য সেন। তেমন গা ঘামাতেই হল না বিশ্বের দশ নম্বর খেলোয়াড়কে। কখনো সেকেন্ড গিয়ারের ওপর উঠলেন না তিনি। হারালেন মরিশাসের জুলিয়েন পলকে। 

06 Aug 2022, 10:31:31 PM IST

চলছে ব্যাডমিন্টন কোয়ার্টার ফাইনাল, আছেন লক্ষ্য ও শ্রীকান্ত

 ইংল্যান্ডের টবি পেন্টির বিরুদ্ধে খেলছেন কিদম্বি শ্রীকান্ত। শ্রীকান্ত জিতলেন ২১-১৯ পয়েন্টে প্রথম গেম। অন্যদিকে মরিশাসের জুলিয়েন পলের বিরুদ্ধে খেলছেন লক্ষ্য, প্রথম গেম জিতেছেন ২১-১২ পয়েন্টে।

06 Aug 2022, 10:10:06 PM IST

ফ্রি-স্টাইলে ৫৭ কেজিতে সোনা ভারতের 

এলেন, দেখলেন, জয় করলেন রবি কুমার। ৫৭ কেজিতে সহজেই সোনা জিতলেন ভারতীয় রবি কুমার।  নাইজেরিয়ার ওয়েলসনকে সহজেই টেকনিকাল সুপারিওরিটিতে হারালেন রবি কুমার দাহিয়া। টোকিয়ো অলিম্পিক্সে রুপো জয়ের পর এবার কমনওয়েলথে সোনা পেলেন রবি দাহিয়া। মোট ১০-০ ব্যবধানে জিতলেন তিনি। 

06 Aug 2022, 09:41:50 PM IST

৫০ কেজি ক্যাটেগরিতে Bronze জিতলেন পুজা

মহিলাদের ৫০ কেজি ক্যাটেগরিতে ব্রোঞ্জ পেলেন পুজা গেহলট। জিতলেন ১২-২ ব্যবধানে স্কটল্যান্ডের ক্রিসেল লেটচিডিজোর বিপক্ষে। টেকনিকাল সুপারিওরিটিতে খুব সহজেই জিতলেন পুজা। সেমিতে অল্পের জন্য হেরেছিলেন, এবার কোনও ভুল করলেন না তিনি।

06 Aug 2022, 09:20:48 PM IST

হারলেন শ্রীজা ও রিথ

সিঙ্গাপুরের শিন রু ওয়াঙ্গ ও জিনগি ঝাউয়ের বিরুদ্ধে ১-৩ গেমে কোয়ার্টার ফাইনাল হারলেন শ্রীজা আকুলা ও রিথ টেনিসন। অল্প সময়ের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হল শ্রীজাকে। সিঙ্গলসে অল্পের জন্য হারার পর মিক্সড ডাবলসে ফাইনালে উঠলেন তিনি। কিন্তু এবার ডাবলসে শেষ আট থেকেই বিদায়। সিঙ্গাপুর জুটি জিতলেন ১৬-১৪, ১৩-১১, ৬-১১ ও ১১-৮ পয়েন্টে। ভারতীয় জুটি একেবারেই নতুন, তাই আশা করা যায় এই অভিজ্ঞতা তাদের অনেকটা ঋদ্ধ করবে। 

06 Aug 2022, 09:13:54 PM IST

হারলেন মনিকা ও দিয়া

শার্লট ক্যারি ও অ্যানা হারসে ৩-১ গেমে জিতলেন কোয়ার্টার ফাইনাল। স্কোরলাইন ১১-৭, ১১-৬, ১১-১৩ ও ১২-১০।  তৃতীয় গেমে দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়েছিলেন মনিকা বাত্রা ও দিয়া চিটালে। কিন্তু চতুর্থ গেমে শেষরক্ষা হল না। খালি হাতেই এবার ফিরতে হবে গোল্ডকোস্টের সোনার মেয়ে মনিকা বাত্রাকে। প্রচন্ড চাপের মধ্যে খেলতে গিয়ে কোনও ম্যাচেই নিজের স্বাভাবিক ছন্দে খেলতে পারলেন না এই টিটি সুন্দরী। নিজে ডুবলেন, দলকেও ডোবালেন। 

06 Aug 2022, 09:05:05 PM IST

টিটিতে মহিলাদের কোয়ার্টার্সে চলছে লড়াই

একটি কোয়ার্টার ফাইনালে খেলছেন মনিকা বাত্রা ও দিয়া চিতালে। অন্য একটিতে আছেন রুথ টেনিসন ও শ্রীজা আকুলা। তবে দুই জুটিই হারছেন। মনিকা ও দিয়া ওয়েলস জুটির বিরুদ্ধে ১-২ গেমে পিছিয়ে। অন্যদিকে রিথ ও শ্রীজা ০-২ গেমে পিছিয়ে সিঙ্গাপুর জুটির বিরুদ্ধে।

06 Aug 2022, 08:31:25 PM IST

পয়েন্টের ভাগ

দেখুন কীভাবে পয়েন্টে দিয়েছেন পাঁচ বিচারক। 

06 Aug 2022, 08:29:16 PM IST

সেমিতে হার জ্যাসমিনের, পেলেন ব্রোঞ্জ

ভালো খেলেও পরাজিত বক্সিয়েংয়ে ৬০ কেজি ক্যাটেগরিতেরে ভারতের জ্যাসমিন। ইংরেজ বক্সার রিচার্ডসনের বিরুদ্ধে লড়ে হারলেন তিনি। দুইজন বিচারক তাঁর অনুকুলে রায় দিলেও তিনজনের চোখে জয় পেয়েছিলেন রিচার্ডসন। তাই স্প্লিট ভার্ডিক্টে হারতে হল জ্যাসমিনকে। প্রথমে কিছুটা সড়গড় থাকলেও শেষের দিকে বিপক্ষকে যথেষ্ট চাপে রেখেছিলেন বাঁ-হাতে দীর্ঘদেহী এই ভারতীয় বক্সার। তবে শেষরক্ষা হল না। ব্রোঞ্জ পদক পেয়েই সন্তুষ্ট হতে হল তাঁকে। 

06 Aug 2022, 07:47:00 PM IST

লন বোলসে এল রুপো

মেয়েদের মতো সোনা জিততে পারলেন না ছেলেরা। তবে খুব খারাপও নয়, ঐতিহাসিক রুপো পেলেন তারা নর্দ্যান আয়ারল্যান্ডের কাছে হেরে। এদিন শুরু থেকেই পিছিয়ে ছিল ভারতের মেনস ফোরস টিম। শেষ পর্যন্ত ৫-১৮ তে পরাজয় হয় রুপোতেই সন্তুষ্ট হতে হয় তাদের। 

06 Aug 2022, 07:40:12 PM IST

হেরে গেলেন দীপিকা ও সৌরভ

শীর্ষ বাছাই দীপিকা পালিক্কাল ও সৌরভ ঘোষাল হেরে গেলেন স্ট্রেট গেমে। কার্যত তারা প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না নিউ জিল্যান্ডের জলি কিং ও পল কোলের বিরুদ্ধে। কিউয়ি জুটি জিতলেন ১১-৭, ১১-৪ পয়েন্টে। তাদের স্পিডের সামনে অসহায় আত্মসমর্পণ ভারতের। 

06 Aug 2022, 07:32:18 PM IST

ফাইনালে নিখাত জারিন

লাইট ফ্লাইওয়েটে সর্বসম্মতিক্রমে ফাইনালে চলে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিন। ইংল্যান্ডের সাভান্না স্টাবলির সঙ্গে লড়াইয়ে সহজেই জিতলেন তিনি। তবে তেমন ভাবে ভালো খেলতে পারেননি নিখাত, যেটা তাঁর কাছ থেকে প্রত্যাশা থাকে। তাবে এই যাত্রায় উতরে গেলেন তিনি। 

06 Aug 2022, 07:26:27 PM IST

ফাইনালে শরৎ-শ্রীজা

পঞ্চম গেমে নিজের জাত দেখালেন শরদ কমল। কার্যত ছেলেখেলা করলেন লুম ও জি জুটিকে। শেষ গেমে ১১-৯ পয়েন্টে জিতল ভারতীয়রা। 

06 Aug 2022, 07:15:38 PM IST

হাড্ডাহাড্ডি লড়াই টেবিল টেনিসে

মিক্সড ডাবলস সেমিফাইনালে প্রথম দুটি গেম জিতেছিলেন শরৎ কমল ও শ্রীজা আকুলা। পরের দুটি গেম জিতেছেন অজিরা। চলছে পঞ্চম গেম। শেষ পর্যন্ত তারা জেতেন ১১-৯, ১১-৮, ৯-১১, ১২-১৪, ১১-৭ পয়েন্টে।

06 Aug 2022, 07:08:07 PM IST

ক্রিকেটে জিতল ভারত

ইংল্যান্ডকে চার রানে হারিয়ে ফাইনালে গেল ভারত। স্মৃতি মন্ধনা, জেমাইমা রডরিগেজ, রানা ও দীপ্তি শর্মার দৌলতে কার্যত অসাধ্য সাধন করল ভারত। ১৯তম ওভারে ইংল্যান্ড ক্যাপ্টেনকে রান আউট করাই শেষ পর্যন্ত ম্যাচের টার্নিং পয়েন্ট হল। 

06 Aug 2022, 06:44:57 PM IST

স্কোয়াশ: পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে হার ভারতীয় জুটির

মালয়েশিয়ান জুটির কাছে পুরুষদের ডাবলসের স্কোয়াশের কোয়ার্টার ফাইনালে ২-০ ব্যবধানে হারল ভারতের সেন্থিলকুমার ভেলাভান-অভয় সিং জুটি।

06 Aug 2022, 06:41:36 PM IST

টেবল টেনিস: ফাইনালে শরথ কমল এবং জি সাথিয়ান জুটি

টেবল টেনিসে পুরুষদের ডাবলসে শরথ কমল এবং জি সাথিয়ান জুটি ফাইনালে পৌঁছে গিয়েছেন। সেমিফাইনালে ভারতীয় জুটি অস্ট্রেলিয়ান জুটি নিকোলাস লুম এবং ফিন লুউকে ৮-১১, ১১-৯, ১০-১২, ১১-১, ১১-৮ গেমে পরাজিত করে।

06 Aug 2022, 06:19:01 PM IST

ব্যাডমিন্টন: লড়াই করেও হার সৃজার

মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করলেও, শেষ হাসি ফুটল না সৃজা আকুলার মুখে। কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের তিয়ানওয়েই ফেংয়ের বিরুদ্ধে ৭ গেমের লড়াইয়ে হারলেন সৃজা। ম্যাচের ফল ১১-৬, ৮-১১, ৬-১১, ১১-৯, ১১-৮, ৮-১১, ১২-১০ সিঙ্গাপুরিয়ান শাটলারের পক্ষে। পদক লাভের একটা সুযোগ থাকছে সৃজার কাছে। এ বার তিনি খেলবেন ব্রোঞ্জ পদক ম্যাচে।

06 Aug 2022, 06:15:15 PM IST

ব্যাডমিন্টন: সেমিফাইনালে সিন্ধু

মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার গো ওয়েই জিনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। প্রথম গেমে অবশ্য তিনি ধাক্কা খেয়েছিলেন। ১৯-২১ হারেন সিন্ধু। পরের গেমেই কামব্যাক করেন অলিম্পিক্সে দু'বারের পদকজয়ী সিন্ধু। তবে দ্বিতীয় গেমে দুরন্ত কামব্যাক করেন। ২১-১৪ জয় পান তিনি। এর পর তৃতীয় গেমে সিন্ধু জেতেন ২১-১৮।

06 Aug 2022, 05:54:28 PM IST

কুস্তি: সেমিফাইনালে হারলেন পূজা গেহলট

মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইলের সেমিফাইনালে কানাডার ম্যাডিসন পার্কের কাছে ৬-৯ ব্যবধানে হেরে গেলেন ভারতের পূজা গেহলট। তবে তাঁর কাছে সুযোগ থাকছে ব্রোঞ্জ পদক জেতার।

06 Aug 2022, 05:28:29 PM IST

অ্যাথলেটিক্স: শট পুট ফাইনালে নিরাশ করলেন ভারতের মেয়েরা

মহিলাদের এফ ৫৫-৫৭ শট পুট ফাইনালে নেমেছিলেন ভারতের তিন শট পুটার, যথাক্রমে - পুনম শর্মা, শর্মিলা ও সন্তোষ। শর্মিলা (৮.৪৩ মিটার) শেষ করেন চতুর্থ স্থানে। পুনম (৭.০৭ মিটার) এবং সন্তোষ (৬.৫৩ মিটার) শেষ করেন যথাক্রমে ৭ ও আট নম্বরে।

06 Aug 2022, 05:24:54 PM IST

কুস্তি: সেমিতে হার পূজা সিয়াগের

মহিলাদের ৭৬কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে হেরে গেলেন ভারতের পূজা সিয়াগ। তবে তাঁর এখনও পদক প্রাপ্তির সম্ভবনা রয়েছে। তিনি এ বার লড়বেন ব্রোঞ্জ পদক ম্যাচে।

06 Aug 2022, 05:24:09 PM IST

কুস্তি: ফাইনালে নবীন

পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে জিতলেন ভারতীয় কুস্তিগির নবীন। ইংল্যান্ডের চার্লি বোলিংকে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন নবীন। সেই সঙ্গে পদক নিশ্চিত তাঁর।

06 Aug 2022, 05:13:03 PM IST

অ্যাথলেটিক্স: ফাইনালে হিমা-দ্যুতিরা

মহিলাদের ৪X১০০ মিটার রিলের ফাইনালে ভারতের মহিলা রিলে দল। এই দলের সদস্যরা হলেন দ্যুতি চাঁদ, হিমা দাস, শ্রাবণী নন্দা ও জ্যোতি ইয়ারারজি। ভারতের মহিলাদের রিলে দল দৌড় শেষ করতে সময় নিয়েছে ৪৪.৪৫। এবং দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন হিমা-দ্যুতিরা।

06 Aug 2022, 05:05:35 PM IST

কুস্তি: সেমিফাইনালে রবি

পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের সুরজ সিং-কে হারালেন ভারতের রবি দাহিয়া। এ বার সেমিফাইনালে রবির প্রতিপক্ষ পাকিস্তানের আলি আসাদ।

06 Aug 2022, 05:01:17 PM IST

টেবল টেনিস - সাথিয়ানের জয়

পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জয় পেলেন ভারতের সাথিয়ান গণশেখরন। ইংল্যান্ডের স্যাম ওয়ালকারকে ৪-২ ব্যবধানে হারালেন সাথিয়ান। ছয় গেমের ম্যাচের ফল ১১-৫, ১১-৭, ১১-৫, ৮-১১, ১০-১২, ১১-৯ সাথিয়ানের পক্ষে।

06 Aug 2022, 04:53:41 PM IST

টেবল টেনিস - হারলেন সানিল শেট্টি

সানিল শেট্টির লড়াই শেষ হয়ে হয়ে গেল। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই লিয়াম পিচফোর্ডের কাছে 1-4 পরাজিত হলেন তিনি। প্রথম গেম জয় দিয়ে শুরু করেও, সেই ধারা ধরে রাখতে পারেননি। ম্যাচের ফল লিয়ামের পক্ষে ৯-১১, ১১-৬, ১১-৮, ১১-৮, ১১-৪ লিয়ামের পক্ষে।

06 Aug 2022, 04:47:17 PM IST

অ্যাথলেটিক্স: রুপো পেলেন অবিনাশ

অবিনাশ সাবলের দুরন্ত পারফরম্যান্স। তিনি ৩০০০ মিটার স্টিপল চেজে রুপো জিতলেন। নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের পাশাপাশি নয়া জাতীয় রেকর্ডও গড়েছেন অবিনাশ (৮.১১.২০)।

06 Aug 2022, 04:39:06 PM IST

কুস্তি: সেমিফাইনালে নবীন

পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইলের কোয়ার্টার ফাইনালেও সহজ জয় পেলেন নবীন। কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের হং ইয়ো লুইকে ৪-০ ব্যবধানে হারালেন তিনি।

06 Aug 2022, 04:37:59 PM IST

কুস্তি: দ্বিতীয় ম্যাচেও জয় পেলেন বিনেশ

মহিলাদের ৫৩ কেজি বিভাগের দ্বিতীয় ম্যাচেও জিতলেন ভারতের বিনেশ ফোগট। নাইজেরিয়ার মেরসি অ্যাডকেউরেইকে ৬-০ হারালেন বিনেশ।

06 Aug 2022, 04:36:37 PM IST

কুস্তি: সেমিফাইনালে পূজা

মহিলাদের ৭০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠলেন ভারতের পূজা সিয়াগ। কানাডার মিশেল মন্টেগুকে হারালেন পূজা।

06 Aug 2022, 04:06:13 PM IST

বক্সিং: ফাইনালে অমিত

পুরুষদের ৫১ কেজি সেমিফাইনালে জামিবিয়ার প্যাট্রিক চিনয়েম্বাকে হারালেন অমিত পাঙ্গাল। প্রথম রাউন্ডে প্যাট্রিকের কাছে হেরে যান অমিত। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই কামব্যাক করেন।

06 Aug 2022, 04:00:06 PM IST

অ্যাথলেটিক্স: রুপো পেলেন প্রিয়াঙ্কা

মহিলাদের ১০ হাজার মিটার রেস ওয়াকে রুপো পেলেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী। তেজস্বিন শঙ্কর (হাই জাম্পে ব্রোঞ্জ) এবং এম শ্রীশঙ্করের (লং জাম্পে রুপো) পরে ২০২২ কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স ইভেন্টে ভারতের তৃতীয় পদক এল প্রিয়াঙ্কার হাত ধরে। প্রিয়াঙ্কা ৪৩.৩৮ সময় নিয়েছে। যা তার ব্যক্তিগত সেরা। অস্ট্রেলিয়ার জেমিমা মন্টাগ ৪২.৩৪ সময় নিয়ে সোনা জিতেছেন, যেখানে ব্রোঞ্জ জিতেছেন কেনিয়ার এমিলি ওয়ামুসি এনগিই সময় নিয়েছেন ৪৩.৫০।

06 Aug 2022, 03:44:42 PM IST

কুস্তি: কোয়ার্টার ফাইনালে নবীন

পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইলের ১/৮ ফাইনালে নাইজেরিয়ার ওগবোনা ইমানুয়েল জনকে ৫-০ ব্য়বধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নবীন। ভারতীয় কুস্তিগির নবীন জিতেছেন ভিকট্রি বাই ফলে।

06 Aug 2022, 03:43:49 PM IST

টেবল টেনিস: কোয়ার্টার-ফাইনালে জয় শরথ কমলের

পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ইয়ং আইজাক কুইককে ৪-০ ব্যবধানে হারালেন অচিন্ত্য শরথ কমল।

06 Aug 2022, 03:42:54 PM IST

ক্রিকেট: টসে জিতে ব্যাটিং ভারতের

টসে জিতে ব্যাটিং নিল ভারত। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের লাইভ আুডেট পেতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/india-vs-england-commonwealth-games-cricket-semifinal-live-blog-and-score-updates-of-ind-vs-eng-cwg-2022-match-31659775429141.html

06 Aug 2022, 03:38:47 PM IST

কুস্তি: ৩৬ সেকেন্ডেই বাজিমাত বিনেশের

মাত্র ৩৬ সেকেন্ডেই বাজিমাত বিনেশের ফোগটের। মহিলাদের ৫৩ কেজি বিভাগের প্রথম বাউট মাত্র ৩৬ সেকেন্ডে জিতে নেন বিনেশ। ৫-০ ব্যবধানে জয় পান তিনি। কানাডার সামান্থা স্টুয়ার্টের বিরুদ্ধে ভিকট্রি বাই ফলে জিতলেন বিনেশ।

06 Aug 2022, 03:29:23 PM IST

বক্সিং: ফাইনালে নীতু

মহিলাদের ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে কানাডার প্রিয়াঙ্কা ধিলোনকে হারালেন নীতু গংঘাস।রেফারি প্রতিযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার আগে ধিলোন দ্বিতীয় বার স্থায়ী গণনা পেয়েছিলেন। কানাডার প্রিয়াঙ্কা ধিলোনের বিরুদ্ধে আরএসসি জয়ের সঙ্গে ভারতকে অন্তত পক্ষে রুপো নিশ্চিত করেছেন নীতু।

06 Aug 2022, 03:28:51 PM IST

কুস্তি: জিতলেন পূজা

মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইলে স্কটল্যান্ডের ক্রিস্টেল লেমোফ্যাক লেচিডজিওকে ৪-১ ব্য়বধানে হারালেন ভারতের পূজা গেহলট।

06 Aug 2022, 03:06:01 PM IST

বক্সিং: ওয়াকওভার পেলেন পুজা গেহলট

মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে ওয়াকওভার পেলেন ভারতের পুজা গেহলট।

06 Aug 2022, 02:31:42 PM IST

ভারতের নবম দিনের সূচি

অ্যাথলেটিক্স এবং প্যারা অ্যাথলেটিক্স:মহিলাদের F55-57 শট পুট ফাইনাল: পুনম শর্মা, শর্মিলাম, সন্তোষ- দুপুর ২টো ৫০মহিলাদের ১০,০০০ মিটার রেস ওয়াকের ফাইনাল: প্রিয়াঙ্কা, ভাবনা জাট- বেলা ৩টেপুরুষদের ৩.০০০ মিটার স্টিপলচেজ ফাইনাল: অবিনাশ সাবল- বিকেল ৪টে ২০মহিলাদের ৪x১০০ মিটার রিলে রাউন্ড ১- হিট ১: হিমা দাস, দ্যুতি চাঁদ, শ্রবাণী নন্দা, এনএস সিমি- বিকাল ৪টে ৪৫মহিলাদের হ্যামার থ্রো-র ফাইনাল: মঞ্জু বালা- রাত ১১টা ৩০পুরুষদের ৫,০০০ মিটার ফাইনাল: অবিনাশ সাবলে - মাঝরাত ১২টা ৪০ব্যাডমিন্টনমহিলাদের ডাবলস কোয়ার্টার ফাইনাল: ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদমহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল: পিভি সিন্ধুপুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল: কিদাম্বি শ্রীকান্তবক্সিং:মহিলাদের মিনিমাম ওজন (৪৫কেজি-৪৮ কেজি) সেমিফাইনাল: নিতু - বেলা ৩টেপুরুষদের ফ্লাইওয়েট (৪৮কেজি-৫১ কেজি) সেমিফাইনাল: অমিত পাঙ্গাল- বেলা ৩টে ৩০মহিলাদের লাইট ফ্লাইওয়েট (৪৮ কেজি-৫০ কেজি) সেমিফাইনাল: নিখাত জারিনমহিলাদের লাইটওয়েট (৫৭ কেজি-৬০ কেজি): জেসমিন- রাত ৮টাপুরুষদের ওয়েল্টারওয়েট (৬৩.৫কেজি-৬৭ কেজি): রোহিত টোকাস - দুপুর ১২টা ৪৫সুপার হেভিওয়েট (৯২ কেজির বেশি): সাগর- মাঝরাত ১টা ৩০ক্রিকেটভারত বনাম ইংল্যান্ড মহিলাদের টি-টোয়েন্টি সেমিফাইনাল- বিকেল সাড়ে ৩টেহকিদক্ষিণ আফ্রিকার বনাম ভারত পুরুষ দলের সেমিফাইনাল - রাত ১০টা ৩০টেবিল টেনিস এবং প্যারা টেবিল টেনিসমহিলাদের ডাবলস রাউন্ড অফ ১৬: আকুলা শ্রীজা/রিথ টেনিসন- দুপুর ২টোমহিলাদের ডাবল রাউন্ড অফ ১৬: মানিকা বাত্রা/দিয়া পরাগ চিতালে- দুপুর ২টোমিক্সড ডাবলসে সেমিফাইনাল: অচন্ত শরথ কমল/আকুলা শ্রীজা- সন্ধ্যে ৬টাপুরুষদের সিঙ্গলস ক্লাস ৩-৫ ব্রোঞ্জ পদক ম্যাচ: রাজ অরবিন্দন আলাগার- সন্ধ্যে ৬টা ১৫মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫ ব্রোঞ্জ পদক ম্যাচ: সোনালবেন প্যাটেল- মাঝরাত ১২টা ১৫মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫ স্বর্ণপদক ম্যাচ: বাহভিনা প্যাটেল - মাঝরাত ১টেকুস্তি (দুপুর ৩টে থেকে শুরু)পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি কোয়ার্টার ফাইনাল: রবি কুমারপুরুষদের ফ্রিস্টাইল ৯৭ কেজি কোয়ার্টার ফাইনাল: দীপক নেহরামহিলাদের ফ্রিস্টাইল ৭৬ কেজি কোয়ার্টার ফাইনাল: পূজা সিহাগমহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি - নর্ডিক সিস্টেম ম্যাচ ৩: ভিনেশ ফোগাটমহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি - নর্ডিক সিস্টেম ম্যাচ ৩: পূজা গেহলটপুরুষদের ফ্রিস্টাইল ৭৪ কেজি ১/৮ ফাইনাল: নবীনমহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি - নর্ডিক সিস্টেম ম্যাচ ২: ভিনেশ ফোগটমহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি - নর্ডিক সিস্টেম ম্যাচ ১: পূজা গেহলট -বেলা ৩টেমহিলাদের ফ্রিস্টাইল ৫৩ কেজি - নর্ডিক সিস্টেম ম্যাচ ৬: ভিনেশ ফোগট

06 Aug 2022, 02:31:42 PM IST

গেমসে ভারতের ফল

ভারতের ঝুলিতে এখন পর্যন্ত এসেছে মোট ২৬টি পদক। যার মধ্যে অষ্টম দিন ভারতের ছয় কুস্তিগিরই দেশকে ৬টি পদক এনে দিয়েছেন। আর ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত ১০টি পদক এসেছে ভারোত্তোলন থেকে। সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা পেয়েছেন ৬টি পদক। জুডো থেকে তিনটি পদক এসেছে। লন বল, স্কোয়াশ, লং জাম্প, হাই জাম্প, প্যারা পাওয়ারলিফ্টিং, টেবল টেনিস ও ব্যাডমিন্টন থেকে ১টি করে পদক এসেছে ভারতে। আজ নজর থাকবে রবি-অমিত-নিখাত-সিন্ধু-লক্ষ্য-কিদাম্বিদের উপর। একই সঙ্গে নবম দিনে নজর রাখতে হবে মেয়েদের ক্রিকেট, পুরুষদের হকি, ব্যাডমিন্টন, কুস্তি, লন বলের মতো একাধিক ইভেন্টেও। সেই সঙ্গে টেবল টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশ, অ্যাথলেটিক্সের মতো একাধিক ইভেন্ট তো রয়েছেই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌তারকাটা মহিলা’‌, অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিলেন দেবাংশু সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে, রিপোর্ট দিয়ে আদালতে জানাল ED আর্মিতে যোগ দিতে চায় এদিকে ভুঁড়ি! খুদেকে বুদ্ধি দিয়ে সৌরভ বললেন, ‘সবার আগে…’ চায়না মোবাইলকে টেক্কা দিয়ে বিশ্বের বৃহত্তম মোবাইল অপরেটর রিলায়েন্স জিও 'বাল্য বিবাহ' করেছেন জয়িতা-পার্থিব! দিদির মঞ্চে রামপ্রসাদের বৌদি বললেন, ‘কেউ…’ রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান তাপপ্রবাহে সাধারণ কামরার যাত্রীরা এসি কোচ দখল করছেন, কড়া পদক্ষেপ করল রেল 'ভোট ফর নির্ভয়া দি', শ্রীরূপার জায়গায় এ কার নামে প্রচার BJP-র? জানালেন প্রার্থীই শাকিব-মিমির প্রেমে 'তুফান' তুলবেন চঞ্চল! কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে? কেমন কাটবে আগামিকাল? লক্ষ্মীবারে ভাগ্য প্রসন্ন হবে? জেনে নিন ২৫ এপ্রিলের রাশিফল

Latest IPL News

রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.