বাংলা নিউজ > ময়দান > CWG 2022: ফের নিরাশ করলেন দ্যুতি চাঁদ, কমনওয়েলথ গেমসের হিট থেকেই ছিটকে গেলেন

CWG 2022: ফের নিরাশ করলেন দ্যুতি চাঁদ, কমনওয়েলথ গেমসের হিট থেকেই ছিটকে গেলেন

দ্যুতি চাঁদ।

এ দিন বার্মিংহ্যামে একেবারেই বর্ণহীন ছিলেন দ্যুতি। হিটে ১১.৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। ফলে নিজের হিটে চতুর্থ স্থানে শেষ করেন দ্যুতি। কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে আলেকজান্ডার স্টেডিয়ামে হিট-৫-এ নেমেছিলেন দ্যুতি। ফলে ৪৮ জন প্রতিযোগীর মধ্যে ২৭তম স্থানে শেষ করেন তিনি।

শুভব্রত মুখার্জি

কমনওয়েলথ গেমসের হিট থেকেই ছিটকে যেতে হল ভারতীয় স্টার অ্যাথলিট দ্যুতি চাঁদকে। হিটেই হেরে যাওয়ার ফলে ফাইনালে পৌছানো আর হল না দ্যুতির। মহিলাদের ১০০ মিটারের সেমিফাইনালেই কোয়ালিফাই করতে পারলেন না দ্যুতি। বার্মিংহাম কমনওয়েলথ গেমসের প্রথম ২৪ জনের মধ্যেই শেষ করতে পারলেন না দ্যুতি। যদিও ভারতের হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেছেন দ্যুতি।

কমনওয়েলথ গেমসের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/cwg-2022-day-5-live-from-lawn-ball-to-badminton-india-goes-for-multiple-medals-31659425100357.html

তবে এ দিন বার্মিংহ্যামে একেবারেই বর্ণহীন ছিলেন দ্যুতি। হিটে ১১.৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। ফলে নিজের হিটে চতুর্থ স্থানে শেষ করেন দ্যুতি। কমনওয়েলথ গেমসের পঞ্চম দিনে আলেকজান্ডার স্টেডিয়ামে হিট-৫-এ নেমেছিলেন দ্যুতি। ফলে ৪৮ জন প্রতিযোগীর মধ্যে ২৭তম স্থানে শেষ করেন তিনি। কমনওয়েলথ গেমসের নিয়ম অনুযায়ী ৭ টি হিটের প্রথম তিনজন সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পাবেন। এর পর সব হিট মিলিয়ে তিন জন রানার, যাঁদের সময় সব থেকে কম ছিল তাঁরা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবেন।

আরও পড়ুন: হারলেন শরদ কমল, তরুণদের হাত ধরে টেবিল টেনিসে সোনা জিতল ভারত

তবে এ দিন দ্যুতি চাঁদ না পারলেও, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের জন্য সুখবর এনে দিলেন মুরলি শ্রীশঙ্কর। পুরুষদের লং জাম্পে ৮.০৫ মিটার লাফিয়ে পরের রাউন্ডে কোয়ালিফাই করে যান তিনি। ২.৭কিমি/সেকেন্ড বাতাসের সহযোগিতাও পেয়েছিলেন মুরলি শ্রীশঙ্কর। উল্লেখ্য, বার্মিংহ্যামে শ্রীশঙ্কর একমাত্র অ্যাথলিট, যিনি ৮ মিটারের অটোমেটিক কোয়ালিফিকেশনের বাধা একেবারেই পার হয়ে যান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন