বাংলা নিউজ > ময়দান > CWG 2022: হাড্ডাহাড্ডি লড়াই করে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে বদলা জি সাথিয়ানের

CWG 2022: হাড্ডাহাড্ডি লড়াই করে সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে বদলা জি সাথিয়ানের

ব্রোঞ্জ পেলেন জি সাথিয়ান।

প্রথম তিন গেমে তিনি প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি সাথিয়ান। ৩-০ ফলে লিড নেন। কিন্তু পা হড়কায় চতুর্থ গেম থেকে। সেখান থেকে দুরন্ত কামব্যাক করে ৩-৩ করেন পল ড্রিংখাল। শেষ পর্যন্ত অবশ্য ৪-৩ গেমে পলকে হারিয়ে শেষ হাসি হাসলেন সাথিয়ান।

শুভব্রত মুখার্জি

চলতি কমনওয়েলথ গেমসের টিটিতে পুরুষদের ডাবলসে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়েছিল ভারতের তারকা প্যাডলার জি সাথিয়ানের। ফাইনালে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। এমন কী ব্যক্তিগত বিভাগেও ফাইনালে ওঠা হয়নি। দুধের স্বাদ ঘোলে মিটল ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতে।

যে ড্রিংখাল-পিচফোর্ড জুটির কাছে ফাইনালে হারতে হয়েছিল সাথিয়ানদের, সেই ড্রিংখালকে হারিয়েই টিটিতে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি। বদলাটা পুরো সুদে-আসলেই নিলেন সাথিয়ান। বিশ্ব ক্রমতালিকায় ৭৪ নম্বরে থাকা পল ড্রিংখালের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে ৪-৩ জিতে ব্রোঞ্জ পান জি সাথিয়ান।

আরও পড়ুন: শেষ দিনেও এল ৬টি পদক, মোট ২২টি সোনা সহ ৬১টি মেডেল পেল ভারত

খেলার ফল সাথিয়ানের পক্ষে ১১-৯, ১১-৩, ১১-৫, ৮-১১, ৯-১১, ১০-১২ এবং ১১-৯। এ দিন প্রথম তিন গেমে দুরন্তে ছন্দে ছিলেন ভারতের এই তারকা প্যাডলার। প্রথম তিন গেমে তিনি প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। ৩-০ ফলে লিড নিয়ে নেন। কিন্তু পা হড়কায় চতুর্থ গেম থেকে।

আরও পড়ুন: তৃতীয় বারেও সোনা জয়ের স্বপ্নভঙ্গ, ৭ গোল হজম করে হকিতে রুপো মনপ্রীতদের

সেখান থেকে দুরন্ত কামব্যাক করে ৩-৩ করেন পল ড্রিংখাল। শেষ পর্যন্ত অবশ্য ৪-৩ গেমে পলকে হারিয়ে শেষ হাসি হাসলেন সাথিয়ান। ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে প্রথম বার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন জি সাথিয়ান। এটি গেমসের মঞ্চ থেকে তাঁর ষষ্ঠ পদক।

উল্লেখ্য ২০১৯ সালের মে মাসে প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে জি সাথিয়ান টিটির বিশ্ব ক্রমতালিকায় প্রথম ২৫ নম্বরে (২৪) প্রবেশ করা প্রথম ভারতীয় হওয়ার নজির সৃষ্টি করেছিলেন।

বন্ধ করুন