বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে ফের পদক জিতল ভারত। মীরাবাইদের সাফল্যের ধারা বজায় রেখে মেয়েদের ৭১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন হরজিন্দর কউর।
তিনি স্ন্যাচের প্রথম প্রচেষ্টায় ৯০ কেজি ভার তুলতে ব্যর্থ হন। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সাফল্যের সঙ্গে ৯০ কেজি তুলে ফেলেন। তৃতীয় প্রচেষ্টায় হরজিন্দর ৯৩ কেজি ভার তোলেন।
ক্লিন অ্যান্ড জার্কে ভারতীয় তারকা প্রথম প্রচেষ্টায় ১১৩ কেজি ভার তোলেন। দ্বিতীয় প্রচেষ্টায় ১১৬ কেজি এবং তৃতীয় প্রচেষ্টায় ১১৯ কেজি ভার তোলেন হরজিন্দর। অর্থাৎ, ক্লিন অ্যান্ড জার্কে তাঁর সেরা পারফর্ম্যান্স ১১৯ কেজি।
সুতরাং স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ২১২ কেজি ভার তুলে পোডিয়াম ফিনিশ করেন হরজিন্দর। এই ইভেন্টে ২২৯ কেজি ভার তুলে সোনা জেতেন ইংল্যান্ডের সারা ডেভিস। কানাডার অ্যালেক্সিস ২১৪ কেজি ভার তুলে রুপো জেতেন।
আরও পড়ুন:- Shushila Devi wins Silver: রুপো জিতলেন সুশীলা দেবী, এবার জুডো থেকে এল ভারতের পদক
হরজিন্দরের পারফর্ম্যান্স:-
আরও পড়ুন:- Vijay Kumar Yadav Wins Bronze: জুডো থেকে এল দ্বিতীয় পদক, ব্রোঞ্জ জিতলেন বিজয়
উল্লেখ্য, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলনে এই নিয়ে মোট ৭টি পদক জিতল ভারত।
১. মেয়েদের ৪৯ কেজি বিভাগে সোনা জেতেন মীরাবাই চানু।
২. মেয়েদের ৫৫ কেজি বিভাগে বিন্দিয়ারানি দেবী রুপো জেতেন।
৩. ছেলেদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন সঙ্কেত সরগর।
৪. ছেলেদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি।
৫. ছেলেদের ৬৭ কেজি বিভাগে সোনা জেতেন জেরেমি লালরিনুঙ্গা।
৬. ছেলেদের ৭৩ কেজি বিভাগে সোনা জেতেন অচিন্ত্য শিউলি।
৭. মেয়েদের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন হরজিন্দর কউর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।