বাংলা নিউজ > ময়দান > মাইলস্টোন ম্যাচে হ্যাটট্রিক হরমনপ্রীতের, ঘানার ১১ জন খেলোয়াড়কে ১১ গোলের মেডেল পরাল ভারত

মাইলস্টোন ম্যাচে হ্যাটট্রিক হরমনপ্রীতের, ঘানার ১১ জন খেলোয়াড়কে ১১ গোলের মেডেল পরাল ভারত

হকিতে ঘানাকে বিধ্বস্ত করল ভারত। ছবি- রয়টার্স (REUTERS)

ম্যাচের প্রথমার্ধে ৫টি ও দ্বিতীয়ার্ধে ৬টি গোল করে ভারত।

বিরাট জয় দিয়ে কমনওয়েলথ গেমস অভিযান শুরু করল টোকিও অলিম্পিক্সের ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি হল। ছেলেদের হকির প্রথম পুল ম্যাচে ভারত ১১-০ গোলে উড়িয়ে দেয় ঘানাকে।

চারটি কোয়ার্টারে পালা করে গোল করেন ভারতীয় তারকারা। প্রথম কোয়ার্টারে ভারত ৩টি গোল করে। দ্বিতীয় কোয়ার্টারে তারা গোল করে আরও ২টি। সুতরাং, প্রথমার্ধে ৫টি গোল করে বিরতিতে যায় ভারত।

বিরতির পরে ভারত তৃতীয় কোয়ার্টারে ৪টি ও শেষ কোয়ার্টারে আরও ২টি গোল চাপিয়ে দেয় ঘানার ঘাড়ে। সব মিলিয়ে দ্বিতীয়ার্ধে মোট ৬টি গোল করেন ভারতীয় তারকারা।

আরও পড়ুন:- IND vs PAK: পাক বোলিংকে ছারখার করলেন মন্ধনা, চিরশত্রুদের গোহারান হারিয়ে লিগ শীর্ষে ভারত

কেরিয়ারের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা হরমনপ্রীত হ্যাটট্রিক করেন। গোল পেয়েছেন অভিষেক, শামশের, আকাশদীপ, যুগরাজ, নীলকান্ত, বরুণ, মনদীপরাও। 

ম্যাচে ভারতের গোল:-
প্রথম কোয়ার্টার:-
১-০: ২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করেন অভিষেক।
২-০: ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত।
৩-০: ১৪ মিনিটে শামশেরের স্টিক থেকে আসে ভারতের তৃতীয় গোল।

প্রথম কোয়ার্টার:-
৪-০: ২০ মিনিটে আকাশদীপের স্টিক ছুঁয়ে ফিল্ড গোল পায় ভারত।
৫-০: ২২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন যুগরাজ সিং।

আরও পড়ুন:- Jeremy Lalrinnunga Wins Gold: গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের জেরেমি

তৃতীয় কোয়ার্টার:-
৬-০: ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত।
৭-০: ৩৮ মিনিটে ভারতের হয়ে সাত নম্বর গোল করেন নীলকান্ত শর্মা।
৮-০: ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন বরুণ কুমার।
৯-০: ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন যুগরাজ।

চতুর্থ কোয়ার্টার:-
১০-০: ৪৮ মিনিটে ফিল্ড গোল করেন মনদীপ।
১১-০: ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হরমনপ্রীত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন