হরমন ভারতের প্রথম মহিলা ক্রিকেটার, যিনি কোনও একটি দলের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ৫০০ বা তার বেশি রান করলেন। এই নজির ভারতের আর কারও নেই। হরমনপ্রীত এ দিন ৩৪ বলে ৫২ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ৮টি চার এবং ১টি ছয় রয়েছে। সেই সঙ্গে তিনি অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে মোট ৫০২ রান করে ফেললেন।