প্রথম রাউন্ডে হেরে গিয়েও বার্মিংহ্যাম কমনওেলথ গেমসের কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন ভারতের দিব্যা কাকরান। তিনি যাঁর কাছে প্রথম রাউন্ডে হেরে যান, তিনি ফাইনালে ওঠায় রেপেচেজের দরজা দিয়ে ব্রোঞ্জ পদক জয়ের জন্য লড়াই চালানোর সুযোগ পেয়ে যান ভারতীয় তারকা।
উল্লেখ্য, মেয়েদের ৬৮ কেজি বিভাগের প্রথম রাউন্ডে ডিফেন্ডিং কমনওয়েলথ চ্যাম্পিয়ন তথা অলিম্পিক্স রুপোজয়ী নাইজেরিয়ার ব্লেসিং ওবরুডুডুর কাছে ০-১১ ব্যবধানে হেরে যান দিব্যা কাকরান।
রেপেচেজের দ্বিতীয় রাউন্ডে ক্যামেরুনের ব্লান্দিন এনগিরিকে ৪-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জের লড়াইয়ে টিকে থাকেন দিব্যা। পরে ব্রোঞ্জ মেডেল বাউটে ভারতীয় তারকা টোঙ্গার ককার লেমালির মুখোমুখি হন। কার্যত আধ মিনিটেই সেই লড়াই জিতে নেন দিব্যা। লেমালিকে চিৎ করে বাজিমাত (২-০) করেন ভারতীয় তারকা।
আরও পড়ুন:- CWG 2022 Wrestling: ছয়ে ছয়, প্রথম দিনেই কুস্তি থেকে ৬টি মেডেল জিতল ভারত
চলতি বার্মিংহ্যাম কমনওেলথ গেমসের কুস্তিতে ভারতের এটি পঞ্চম পদক। এর আগে এর আগে ফ্রি-স্টাইল কুস্তিতে মেয়েদের ৫৭ কেজি বিভাগে রুপো জেতেন অংশু মালিক। ফাইনালে ভারতীয় তারকা ৩-৭ ব্যবধানে হেরে যান নাইজেরিয়ার ওডুনায়ো আদেকুরয়ির কাছে। পরে ছেলেদের ৬৫ কেজি বিভাগে সোনা জেতেন বজরং পুনিয়া। ফাইনালে বজরং ৯-২ ব্যবধানে হারিয়ে দেন কানাডার লাচলান ম্যাকনেইলকে।
মেয়েদের ৬২ কেজি বিভাগে সোনা জেতেন সাক্ষী মালিক। তিনি গোল্ড মেডেল বাউটে হারিয়ে দেন কানাডার অ্যানা গডিনেজ গঞ্জালেজকে। ছেলেদের ৮৬ কেজি বিভাগে গোল্ড জেতেন দীপক পুনিয়া। ফাইনাল বাউটে তিনি হারিয়ে দেন পাকিস্তানের মহম্মদ ইনামকে। ম্যাচের ফল ভারতীয় তারকার অনুকূলে ৩-০।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।