CWG 2022: শেষ ৫টি কমনওয়েলথ গেমসে ভারত কতগুলি পদক জিতেছে, দেখে নিন সেই তালিকা
1 মিনিটে পড়ুন . Updated: 25 Jul 2022, 04:31 PM IST- বার্মিংহ্যামে শুটিং ও আর্চারির না থাকা এবার প্রভাব ফেলতে পারে ভারতের পদক তালিকায়।
২৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অংশ নেবে ভারতের ২০০-র বেশি অ্যাথলিট। সব মিলিয়ে ৩০০-র বেশি সদস্যের দল পাঠাচ্ছে ভারত। গতবছর টোকিও অলিম্পিক্সের রেকর্ড পারফর্ম্যান্সের পরে স্বাভাবিকভাবেই আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতীয় অ্যাথলিটদের কাছ থেকে প্রত্যাশা বেড়েছে দেশবাসীর।
২০১৮ সালের শেষ কমনওয়েলথ গেমসে ভারত তৃতীয় স্থানে থেকে অভিযান শেষ করে। সেবার সাকুল্যে ৬৬টি পদক জেতেন ভারতীয় অ্যাথলিটরা। ভারতের আগে ছিল কেবল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
তবে ভারতের সব থেকে সফল কমনওয়েলথ গেমস কাটে ২০১০ সালে। সেবার দিল্লিতে আয়োজিত প্রতিযোগিতায় ভারত প্রথমবার ১০০-র বেশি পদক জেতে। ইংল্যান্ডকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে থেকে অভিযান শেষ করে ভারত। সেবার এক নম্বরে ছিল অস্ট্রেলিয়া।
শেষ ৫টি কমনওয়েলথ গেমসে ভারতের ফলাফল:-
ভারত এবছর গতবারের পারফর্ম্যান্সকে ছাপিয়ে যেতে মরিয়া। তবে বার্মিংহ্যামে শুটিং ও তিরন্দাজি ইভেন্ট দুটির না থাকা ভারতের পদক তালিকায় বড়সড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।