বার্মিংহ্যামে ২২তম কমনওয়েলথ গেমসেভারতের খেলোয়াড়রা নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে।দেশকে ২২টি সোনা,১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ পদক সহ মোট ৬১টি পদক জিতিয়েছে। দেশের জনসংখ্যার প্রায় দুই শতাংশ খেলোয়াড়াই এসেছেন হরিয়ানা থেকে। এবং তারা নিজেদের আধিপত্য বজায় রেখেছে। এবার ভারতীয় দলে সর্বাধিক ৪৩ জন খেলোয়াড় হরিয়ানার। যার মধ্যে ২০ জন খেলোয়াড় পদক জিতে দেশ ও রাজ্যের খ্যাতি এনে দিয়েছেন।উজ্জ্বলভাবে পারফরম্যান্স করে রাজ্য এবং দেশের খ্যাতি আনার জন্য সমস্ত খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।
আরও পড়ুন… ধোনি কেন সাত নম্বরে নামবেন? ফের উঠল ২০১৯ বিশ্বকাপের ব্যর্থতার কথা
কমনওয়েলথ গেমসেঅমিত পাঙ্গাল এবং নীতু গাঙ্গাস বক্সিংয়ে সোনা জিতেছেন, অন্যদিকে সাক্ষী মালিক,বজরং পুনিয়া,দীপক পুনিয়া,রবি কুমার দাহিয়া,ভিনেশ ফোগাট এবং নবীন কুমার কুস্তিতে স্বর্ণপদক জিতেছেন। প্যারা পাওয়ার লিফটিংয়ে সোনা জিতেছেন সুধীর। রেসলিংয়ে রুপো জিতেছেন আংশু মালিক,কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন পূজা গেহলট,পূজা সিহাগ,দীপক নেহরা এবং মোহিত গ্রেওয়াল। বক্সিংয়ে সাগর আহলাওয়াত রুপো জিতেছেন এবং জেসমিন ল্যাম্বোরিয়া ব্রোঞ্জ জিতেছেন। অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ পদক জিতেছেন সন্দীপ কুমার। মহিলা হকি দলেও হরিয়ানার খেলোয়াড়রা নিজেদের মেধা দেখিয়েছেন। ১৮ সদস্যের মহিলা হকি দলে যারা ব্রোঞ্জ পদক জিতেছেন তাদের মধ্যে ৮ জন মহিলা হলেন হরিয়ানার।
আরও পড়ুন… মহিলাদের ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশিত, থাকছে অনুর্ধ্ব ১৬-র ট্রফি
সোমবার শেষ হওয়া মেগা-ইভেন্টের সময় হরিয়ানার নয়জন ক্রীড়াবিদ সোনা (৪১ শতাংশ), চারজন রুপো (২৫ শতাংশ) এবং সাতজন ব্রোঞ্জ (৩০ শতাংশ) জিতেছে। এমন সাফল্য়ের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন,কমনওয়েলথ গেমসে হরিয়ানার শক্তিশালী খেলোয়াড়রা আরও একবার প্রমাণ করেছে যে হরিয়ানার কুস্তিগীররা সারা বিশ্বে সেরা। এটা হরিয়ানা সরকারের ক্রীড়া নীতির ফল যে খেলোয়াড়রা কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছে। তিনি বলেছিলেন যে ভারতীয় দলে অন্তর্ভুক্ত হরিয়ানার খেলোয়াড়রা কেবল নিজেদের প্রমাণ করেনি,পদক তালিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও কাজ করেছেন। সমস্ত খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে তাদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে তারা সবাই দেশ ও রাজ্যের জন্য খ্যাতি এনে দিয়েছেন।
আরও পড়ুন… ব্যাট করতে নামার সময়েই হোঁচট খেয়ে ধপাস যস্তিকা, হেসে খুন স্মৃতি-হরমনরা- ভিডিয়ো
মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেছিলেন যে রাজ্য সরকার কমনওয়েলথ গেমসে পদক বিজয়ীদের স্বর্ণ পদকের জন্য ১ কোটি ৫০ লক্ষ টাকা দেবে। এছাড়াও রুপোর পদক জেতার জন্য ৭৫ লক্ষ টাকা দেবে এছাড়াও ব্রোঞ্জ পদকের জন্য হরিয়ানা সরকার খেলোয়াড়দের ৫০ লক্ষ টাকা দেবে। এর পাশাপাশি কমনওয়েলথ গেমসে অংশ গ্রহণকারী খেলোয়াড়রা পাবেন সাড়ে সাত লাখ টাকা। যেই সব খেলোয়াড়দের চাকরির প্রয়োজন, তাদেরকে রাজ্য সরকার চাকরিও দেবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।