টোকিয়ো অলিম্পিক গেমসে রুপো জয়ের পরে মীরাবাই চানুকে নিয়ে ভারতের প্রত্যাশা বেড়ে গিয়েছে অনেকটা। সঙ্গত কারণেই তিনি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের অন্যতম প্রদক সম্ভাবনা ছিলেন। শুধু পদক বললে ভুল বলা হবে, বরং ভারত সোনার পদকের আশায় চানুর মুখ চেয়ে বসেছিল।
দেশবাসীর প্রত্যাশা পূরণ করেন চানু। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে দেশকে প্রথম সোনার পদক এনে দেন তিনি। চানু মেয়েদের ভারোত্তলনের ৪৯ কেজি বিভাগের স্ন্যাচে সব থেকে বেশি ৮৮ কেজি ভার তোলেন, যা নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড এবং তাঁর ব্যক্তিগত সেরা। ক্লিন অ্যান্ড জার্কে তিনি প্রথম প্রচেষ্টাতেই ১০৯ কেজি ভার তুলে সোনার পদক নিশ্চিত করেন। শেষমেশ ক্লিন অ্যান্ড জার্কে সর্বোচ্চ ১১৩ কেজি ভার তোলেন তিনি। সব মিলিয়ে ২০১ কেজি ভার তুলে চ্যাম্পিয়ন হন মীরাবাই।
আরও পড়ুন:- সঙ্কেতের হাত ধরে বার্মিংহ্যামে প্রথম পদক জিতল ভারত, চোট পেয়ে হাতছাড়া সোনা
স্ন্যাচের মতোই ক্লিন অ্যান্ড জার্কেও ১১৩ কেজি হল নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড। স্বাভাবিকভাবেই স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২০১ কেজিও নতুন কমনওয়েলথ গেমস রেকর্ড। সেদিক থেকে শুধু সোনা জেতাই নয়, বরং চানু রেকর্ড গড়ে গোল্ড মেডেল গলায় ঝোলান বার্মিংহ্যামে।
চানুর পারফর্ম্যান্স:-
আরও পড়ুন:- ভারোত্তলন থেকেই এল কমনওয়েলথ গেমসে ভারতের দ্বিতীয় পদক, এবার পোডিয়ামে গুরুরাজা পূজারি
চানুর এটি তৃতীয় কমনওয়েলথ গেমস পদক। ২০১৪ সালে গ্লাসগোতে ৪৮ কেজি বিভাগে রুপো জিতেছিলেন ভারতীয় তারকা। ২০১৮ সালে গোল্ড কোস্টের ৪৮ কেজি বিভাগে সোনা জেতেন মীরাবাই। ওয়েট ক্যাটাগরি বদলে ৪৯ কেজিতে এবার লড়াই চালান চানু। তাতেও গোল্ড মেডেল ধরে রাখলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।