বাংলা নিউজ > ময়দান > Shushila Devi wins Silver: রুপো জিতলেন সুশীলা দেবী, এবার জুডো থেকে এল ভারতের পদক

Shushila Devi wins Silver: রুপো জিতলেন সুশীলা দেবী, এবার জুডো থেকে এল ভারতের পদক

লড়াইয়ে সুশীলা। ছবি- টুইটার।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সাত নম্বরে মেডেল জিতল ভারত।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সাত নম্বর পদক জিতল ভারত। এবার সাফল্য এল জুডো থেকে। মেয়েদের ৪৮ কেজি বিভাগে রুপো জেতেন সুশীলা দেবী।

ফাইনালে উঠে অন্ততপক্ষে রুপোর পদক আগেই নিশ্চিত করেছিলেন সুশীলা। খেতাবি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মিকায়েলা ওয়াইটবুইয়ের কাছে হেরে যাওয়ায় পদকের রং বদলানো হল না ভারতীয় তারকার। তবে দেশকে ফের একবার গর্বিত করলেন সুশীলা।

উল্লেখ্য, সুশীলা দেবীর এটি দ্বিতীয় কমনওয়েলথ গেমসের মেডেল। এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গেমসের ৪৮ কেজি বিভাগেই রুপো জিতেছিলেন তিনি।

আরও পড়ুন:- Vijay Kumar Yadav Wins Bronze: জুডো থেকে এল দ্বিতীয় পদক, ব্রোঞ্জ জিতলেন বিজয়

বার্মিংহ্যামের ফাইনালে লড়াই চলে সেয়ানে সেয়ানে। শেষে গোল্ডেন স্কোরে বাজিমাত করেন দক্ষিণ আফ্রিকার তারকা। সুশীলাকে ম্যাটে কার্যত আছড়ে গোল্ড মেডেল জয় নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য, এর আগে সেমিফাইনালে মরিশাসের প্রিসিলা মোরান্ডকে পরাজিত করেন সুশীলা। তারও আগে দ্বিতীয় রাউন্ডে মালাউই-র হ্যারিয়েট বনফেসকে পরাজিত করেন তিনি। সুশীলা প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন।

আরও পড়ুন:- CWG 2022: Lawn Bowl-র ফাইনালে উঠে চোখের জল ধরে রাখতে পারল না ভারতীয় মহিলা দল

সুশীলা দেবীর রুপো জয়ের কিছুক্ষণ পরেই জুডো থেকে দ্বিতীয় পদক জেতে ভারত। ছেলেদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন বিজয় কুমার যাদব। তিনি ব্রোঞ্জ মেডেল ম্যাচে হারিয়ে দেন সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডউলউকে।

সোমবারই ভারত পদক জয় নিশ্চিত করেছে লন বোলেও। ওমেনস ফোরস ইভেন্টের ফাইনালে উঠেছেন লাভলি, পিঙ্কি, নয়নমনি ও রূপা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন