বাংলা নিউজ > ময়দান > গোল্ড কোস্টে ৪টি পদক, বার্মিংহ্যামে শূন্য, চার বছরের ব্যবধানে সাফল্যের চূড়া থেকে ব্যর্থতার খাদে মনিকা বাত্রা

গোল্ড কোস্টে ৪টি পদক, বার্মিংহ্যামে শূন্য, চার বছরের ব্যবধানে সাফল্যের চূড়া থেকে ব্যর্থতার খাদে মনিকা বাত্রা

মনিকা বাত্রা। ছবি- রয়টার্স (REUTERS)

২০১৮ সালে গোল্ড কোস্টে যতগুলি বিভাগে লড়াই চালান মনিকা বাত্রা, পদক পেয়েছিলেন সবেতে। এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি।

সাফল্যের চূড়া থেকে ব্যর্থতার খাদে আছড়ে পড়লেন মনিকা বাত্রা। ব্যবধান মাত্র ৪ বছরের। ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের সাফল্য দিয়ে দেশবাসীর মধ্যে যে প্রত্যাশা জাগিয়ে তুলেছিলেন টেবিল টেনিস তারকা, বার্মিংহ্যামে তা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ তিনি।

গত কমনওয়েলথ গেমসে মনিকা যে বিভাগেই লড়াইয়ে নামেন, পদক না নিয়ে দেশে ফেরেননি। এবার বার্মিংহ্যামে ছবিটা পুরোপুরি ভিন্ন। এবার কমনওয়েলথ গেমসে যে বিভাগেই লড়াই চালিয়েছেন মনিকা, ফিরতে হয়েছে খালি হাতে।

গোল্ড কোস্টে মনিকা যথারীতি চারটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পদক জেতেন চারটি। দেখে নেওয়া যাক তালিকা-

১. টিম ইভেন্টে সোনা জেতেন।
২. ওমেনস সিঙ্গলসে সোনা জেতেন।
৩. ওমেনস ডাবলসে রুপো জেতেন।
৪. মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জেতেন।

আরও পড়ুন:- IND vs ENG Cricket: ফাইনালে উঠে ক্রিকেটে ঐতিহাসিক পদক জয় নিশ্চিত করল ভারত

বার্মিংহ্যামেও চারটি বিভাগে অংশ নেন মনিকা। পদক মেলেনি একটিতেও।
১. টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে হারেন।
২. ওমেনস সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হারেন।
৩. ওমেনস ডাবলসের কোয়ার্টার ফাইনালে হারেন।
৪. মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে হারেন।

মনিকা ওমেনস সিঙ্গলসের শষ আটে ১০-১২, ৯-১১, ৭-১১, ৪-১১ গেমে পরাজিত হন সিঙ্গাপুরের জেং জিয়ানের কাছে। তিনি ডাবলসের কোয়ার্টার ফাইনালে দিয়া চিতালেকে সঙ্গে নিয়ে ৭-১১, ৬-১১, ১৩-১১, ১০-১২ গেমে হেরে যান ওয়েলসের শার্লট ক্যারি ও অ্যানা হার্সি জুটির কাছে।

আরও পড়ুন:- Cash Reward: নিজের পকেট থেকে সোনাজয়ী ভারোত্তলককে অর্থিক পুরস্কার দেবেন বাবর আজম, কম নয় টাকার অঙ্ক

টেবিল টেনিসের টিম ইভেন্টের কোয়ার্টার ফাইনালে ভারত ২-৩ ব্যবধানে হেরে যায় মালয়েশিয়ার কাছে। মনিকা ১টি ম্যাচ জেতেন এবং ১টি ম্যাচ হারেন। জি সাথিয়ানকে সঙ্গে নিয়ে মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে মনিকা ২-৩ ব্যবধানে পরাজিত হন মালয়েশিয়ার জাভেন চুং ও কারেন লিন জুটির কাছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রক্তক্ষয় এড়াতে আজও জঙ্গলমহলের এই গুহার ভিতরে চলে মায়ের আরাধনা, থাকে বিশেষ রীতি 'মেহেন্দি লাগাকে রাখনা', বিয়ের আগে জমিয়ে নাচলেন সায়নদীপ-রূপসা IPL 2024-এ ধোনি কখনও হেরে রেগে যাননি, মিথ্যে বলেছেন হরভজন! CSK ফিজিওর বড় দাবি 'মালাবদল হবে আজ রাতে', বিয়ের আগে গায়ে হলুদে মাখামাখি সায়নদীপ-রূপসা ধর্ষণ রুখতে কেন আনতে হল অপরাজিতা বিল? কারণ বোঝাতে কলম ধরলেন মমতা দিতিপ্রিয়া নয়,অনুরাগের ছোঁয়ায় রূপার চরিত্রে দেখা যাবে প্রয়াত টলি নায়কের কন্যাকে! ‘অস্বস্তিকর ...তাইনা?’ নির্যাতিতার প্রতীকী মূর্তির ছবি দিয়ে লিখলেন শ্রীলেখা সব পরীক্ষা হয়নি, বাংলাদেশে ফলাফল বের হবে এইচএসসির বোনাস দিলেও DA বাড়ল না আজ! কবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সুখবর পাবেন? চিংড়ি খেতে ভালোবাসেন? শরীরের উপর কী প্রভাব ফেলে জানেন? দেখে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.