কমনওয়েলথ গেমসের আসরে দীর্ঘ ২৪ বছর পরে ফিরেছে ক্রিকেট। ১৯৯৮ সালে কুয়ালালামপুরে একবার মাত্র কমনওয়েলথ গেমসে দেখা গিয়েছিল ব্যাট-বলের লড়াই। সে বার শন পোলকের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা দল স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছিল। এ বার খেলা হচ্ছে শুধুমাত্র মহিলাদের টি-২০ ফর্ম্যাটে। আর কমনওয়েলথে ক্রিকেটের প্রথম ম্যাচ মুখোমুখি হয়েছিল ভারত অস্ট্রেলিয়া। তবে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলেন হরমনপ্রীত কাউররা।। অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে হারতে হল তাদের।
৫০ রানের নীচে প্রতিপক্ষের ৫ উইকেট ফেলে দেওয়ার পরেও এই প্রথম ভারতের মহিলা টিম কোনও টি-টোয়েন্টি ম্যাচে হারল। পাশাপাশি প্রথম টিম হিসেবে অস্ট্রেলিয়া কোনও টি-টোয়েন্টিতে ৫ উইকেট হারানোর পরেও ১০০ রানের বেশি তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে। সে ক্ষেত্রে ভারত হতাশার নজির গড়েছে। আর অজিরা লিখেছে সাফল্যের জয় গাঁথা।
এ দিন টসে জিতে ভারত প্রথমে ব্যাটিং নেয়। হরমনপ্রীত কাউর ৩৪ বলে ৫২ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ৮টি চার এবং ১টি ছয় রয়েছে। এ ছাড়াও শেফালি বর্মা করেন ৪৮ রান। নির্দিষ্ট ২০ ওভারে ভারত ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। অস্ট্রেলিয়ার জেস জোনাসেন একাই ৪ উইকেট নেন।
আরও পড়ুন: ভারতের প্রথম মহিলা হিসেবে ১ দলের বিরুদ্ধে T20-তে ৫০০ রানের নজির হরমনের
জবাবে ব্যাট করতে নামলে রেনুকা সিং বড় ধাক্কা দেয় অস্ট্রেলিয়াকে। অজিদের টপ অর্ডারের প্রথম চার ব্যাটারকে ফেরান রেনুকা। অ্যাশলে হিলি (০), বেথ মুনি (১০), অধিনায়ক মেগ ল্যানিং (৮), তাহিলা ম্যাকগ্রার (১৪) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। রেনুকার দাপটে ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে থাকে অজিরা।
সেখান থেকে অ্যাশলে গার্ডনারের লড়াইয়ে দুরন্ত জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। গার্ডনার অপরাজিত ৫২ (৩৫ বলে) করে অজিদের জয়ের পথে ফেরায়। ১ ওভার বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে ১৫৭ করে অস্ট্রেলিয়া। ৩ উইকেটে তারা ম্যাচ জিতে যায়। রেনুকার আগুনে বোলিং বা হরমনের দুরন্ত ব্যাটিং- কোনওটাই এ দিন কাজে লাগল না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।