মেয়েদের ৪৮ কেজি বিভাগে সুশীলা দেবীর রুপো জয়ের রেশ কাটতে না কাটতে ফের জুডো থেকে পদক জিতল ভারত। এবার ছেলেদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন বিজয় কুমার যাদব। ব্রোঞ্জ মেডেল ম্যাচে বিজয় হারিয়ে দেন সাইপ্রাসের পেত্রোস ক্রিস্টোডউলউকে।
বিজয়ের মতো ব্রোঞ্জ জয়ের হাতছানি ছিল ভারতের জসলীন সিং সাইনির সামনেও। তবে তিনি ছেলেদের ৬৬ কেজি বিভাগের ব্রোঞ্জ মেডেল ম্যাচে হেরে যান। তিনি পরাজিত হন অস্ট্রেলিয়ার ন্যাথনের কাছে।
বিজয় রাউন্ড অফ সিক্সটিনে মরিশাসের উইন্সলি গাঙ্গায়াকে হারিয়ে দেন। তবে কোয়ার্টার ফাইনালে তিনি হেরে যান অস্ট্রেলিয়ার জোশুয়ার কাছে। শেষে রেপেচেজে স্কটল্যান্ডের ডিলান মুনরোকে হারিয়ে ব্রোঞ্জপদক ম্যাচের যোগ্যতা অর্জন করেন বিজয়।
আরও পড়ুন:- Shushila Devi wins Silver: রুপো জিতলেন সুশীলা দেবী, এবার জুডো থেকে এল ভারতের পদক
অন্যদিকে জসলিন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রি-কোয়ার্টারে ভানুয়াতুর ম্যাক্সেন্স কুগোলাকে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে তিনি হারান নর্দান আয়ারল্যান্ডের ন্যাথন বার্নসকে। তবে সেমিফাইনালে স্কটল্যান্ডের ফিনালি অ্যালেনের কাছে হেরে যান ভারতীয় তারকা।
সুশীলা দেবীর সামনে সুযোগ ছিল সোনা জেতার। তবে তিনি খেতাবি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মিকায়েলা ওয়াইটবুইয়ের কাছে হেরে যান। ফলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
আরও পড়ুন:- CWG 2022: Lawn Bowl-র ফাইনালে উঠে চোখের জল ধরে রাখতে পারল না ভারতীয় মহিলা দল
সুশীলা সেমিফাইনালে মরিশাসের প্রিসিলা মোরান্ডকে পরাজিত করেন। তারও আগে দ্বিতীয় রাউন্ডে মালাউই-র হ্যারিয়েট বনফেসকে হারিয়ে দেন তিনি। প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন সুশীলা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।