বাংলা নিউজ > ময়দান > CWG 2022 Wrestling: ছয়ে ছয়, প্রথম দিনেই কুস্তি থেকে ৬টি মেডেল জিতল ভারত

CWG 2022 Wrestling: ছয়ে ছয়, প্রথম দিনেই কুস্তি থেকে ৬টি মেডেল জিতল ভারত

কুস্তি থেকে একই দিনে ৬টি পদক জিতল ভারত। ছবি- টুইটার।

শুক্রবার ফ্রি-স্টাইল কুস্তিতে ৩টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ জেতে ভারত।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের কুস্তিতে দুর্দান্ত শুরু ভারতের। প্রথম রাউন্ডের ম্যাচে দাপুটে জয় তুলে নেন বজরং পুনিয়া, দীপক পুনিয়া, অংশু মালিক, সাক্ষী মালিক, মোহিত গ্রেওয়ালরা।

বার্মিংহ্যাম কমনওেলথ গেমসে কুস্তির অভিযান শুরু হয় শুক্রবার। প্রথম দিনেই ৬ জন ভারতীয় কুস্তিগিরের অভিযান শুরু। ছেলেদের ৬৫ কেজি বিভাগে বজরং পুনিয়া, ছেলেদের ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া, ছেলেদের ১২৫ কেজি বিভাগে মোহিত গ্রেওয়াল, মেয়েদের ৫৭ কেজি বিভাবে অংশু মালিক, মেয়েদের ৬৮ কেজি বিভাগে দিব্যা কাকরান, এবং মেয়েদের ৬২ কেজি বিভাগে ভারতের অন্যতম পদক সম্ভাবনা সাক্ষী মালিকর লড়াই রয়েছে।

ভারতীয়দের কুস্তি অভিযান:-
কোয়ার্টার ফাইনালে বজরং পুনিয়া (৬৫ কেজি): ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের প্রথম রাউন্ডে ভারতের বজরং হারিয়ে দেন নাউরুর লউয়ি বিংহ্যামকে। ৪-০ ব্যবধানে প্রথম বাউট জিতে বজরং প্রবেশ করেন কোয়ার্টার ফাইনালে।

কোয়ার্টার ফাইনালে দীপক পুনিয়া (৮৬ কেজি): দীপক ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ওঠেন নিউজিল্যান্ডের ম্যাথিউ অক্সেনহ্যামকে হারিয়ে। দীপক টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে বাউট জিতে নেন। তাঁর প্রি-কোয়ার্টার বাউট স্থায়ী হয় ৩ মিনিটেরও কম সময়।

সেমিফাইনালে অংশু মালিক (৫৭ কেজি): ফ্রি-স্টাইল কুস্তিতে মেয়েদের ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে ওঠেন অংশু মালিক। তিনি কোয়ার্টার ফাইনালে ১০-০ ব্যবধানে হারিয়ে দেন অস্ট্রেলিয়ার ইরেনে সিমেয়নিদিসকে। উল্লেখ্য, অংশু প্রথম রাউন্ডে বাই পান।

আরও পড়ুন:- Sakshi Malik Wins Gold: হারতে হারতে এক ঝটকায় প্রতিপক্ষকে চিৎ করে সোনা জিলনে সাক্ষী

সেমিফাইনালে সাক্ষী মালিক (৬২ কেজি): ফ্রি-স্টাইল কুস্তিতে মেয়েদের ৬২ কেজি বিভাগের সেমিফাইনালে ওঠেন সাক্ষী মালিক। ইংল্যান্ডের কেলসি বার্নসের বিরুদ্ধে কার্যত ১ মিনিটেই কোয়ার্টার ফাইনালের লড়াই জিতে নেন সাক্ষী। ১০-০-র ব্যবধান তৈরি করে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে বাজিমাত করেন ভারতীয় তারকা।

সেমিফাইনালে মোহিত গ্রেওয়াল (১২৫ কেজি): ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির ১২৫ কেজি বিভাগের সেমিফাইনালে ওঠেন মোহিত। তিনি কোয়ার্টার ফাইনালে সাইপ্রাসের অ্যালেক্সিস কউস্লিডিসকে ১০-১ ব্যবধানে পরাজিত করেন।

সেমিফাইনালে বজরং পুনিয়া (৬৫ কেজি): ছেলেদের ৬৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মরিশাসের জিয়ান জোরিস বানদউকে ৬-০ ব্যাবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন বজরং পুনিয়া।

প্রথম রাউন্ডে হারলেন দিব্যা কাকরান (৬৮ কেজি): মেয়েদের ৬৮ কেজি বিভাগের প্রথম রাউন্ডে ডিফেন্ডিং কমনওয়েলথ চ্যাম্পিয়ন তথা অলিম্পিক্স রুপোজয়ী নাইজেরিয়ার ব্লেসিং ওবরুডুডুর কাছে ০-১১ ব্যবধানে হেরে যান দিব্যা কাকরান। ব্লেসিং ফাইনালে উঠলে রেপেচেজে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পুনরায় অভিযান শুরু করতে পারেন দিব্যা।

আরও পড়ুন:- Deepak Punia Wins Gold: কুস্তির ম্যাটে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত, নায়ক দীপক পুনিয়া

সেমিফাইনালে দীপক পুনিয়া (৮৬ কেজি): ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের সেমিফাইনালে উঠলেন দীপক পুনিয়া। কোয়ার্টার ফাইনালে দীপক ১০-০ ব্যবধানে হারিয়ে দেন সিয়েরা লিয়নের শেকু কাসেগবামাকে।

ফাইনালে অংশু মালিক (৫৭ কেজি): ফ্রি-স্টাইল কুস্তিতে মেয়েদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করেন অংশু মালিক। তিনি সেমিফাইনালে ১০-০ ব্যবধানে হারিয়ে দেন শ্রীলঙ্কার নেথমি পরুথোটেগকে।

ফাইনালে বজরং পুনিয়া (৬৫ কেজি): ছেলেদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন বজরং পুনিয়া। তিনি সেমিফাইনালে ১০-০ ব্যবধানে হারিয়ে দেন ইংল্যান্ডের জর্জ ব়্যামকে।

ফাইনালে সাক্ষী মালিক (৬২ কেজি): ফ্রি-স্টাইল কুস্তিতে মেয়েদের ৬২ কেজি বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করেন সাক্ষী মালিক। সেমিফাইনালে ক্যামেরুনের বার্থে এমিনিয়েন্স এতান এনগোলিকে ১০-০ ব্যবধানে হারিয়ে দেন।

ফাইনালে দীপক পুনিয়া (৮৬ কেজি): ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন দীপক পুনিয়া। সেমিফাইনালে দীপক ৩-১ ব্যবধানে হারিয়ে দেন কানাডার আলেকজান্ডার মুরকে।

সেমিফাইনালে হার মোহিত গ্রেওয়ালের (১২৫ কেজি): ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির ১২৫ কেজি বিভাগের সেমিফাইনালে হেরে গেলেন মোহিত। তিনি শেষ চারের লড়াইয়ে ২-১২ ব্যবধানে হার মানেন কানাডার (প্রবাসী) অমরবীর ধেসির কাছে। মোহিত ব্রোঞ্জ পদকের জন্য লড়াই চালাবেন।

রেপেচেজের দ্বিতীয় রাউন্ডে জয় দিব্যার (৬৮ কেজি): রেপেচেজের দ্বিতীয় রাউন্ডে ক্যামেরুনের ব্লান্দিন এনগিরিকে ৪-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জের লড়াইয়ে টিকে রইলেন দিব্যা।

আরও পড়ুন:- Bajrang Punia Wins Gold: অংশু সোনা জিততে পারেননি, বজরং হতাশ করেননি, কুস্তিতে ভারতকে প্রথম গোল্ড জেতালেন পুনিয়া

রুপো জিতলেন অংশু: মেয়েদের ৫৭ কেজি বিভাগে রুপো জিতলেন অংশু। ফাইনালে ভারতীয় তারকা ৩-৭ ব্যবধানে হেরে যান নাইজেরিয়ার ওডুনায়ো আদেকুরয়ির কাছে।

চ্যাম্পিয়ন বজরং: বার্মিংহ্যাম কমনওেয়েলথ গেমসের কুস্তি থেকে ভারতকে প্রথম সোনা এনে দিলেন বজরং পুনিয়া। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের ফাইনালে বজরং ৯-২ ব্যবধানে হারিয়ে দেন কানাডার লাচলান ম্যাকনেইলকে।

চ্যাম্পিয়ন সাক্ষী: মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৬২ কেজি বিভাগে সোনা জেতেন সাক্ষী। তিনি গোল্ড মেডেল বাউটে হারিয়ে দেন কানাডার অ্যানা গডিনেজ গঞ্জালেজকে।

সোনা জেতেন দীপক: ছেলেদের ৮৬ কেজি বিভাগে গোল্ড জেতেন দীপক পুনিয়া। ফাইনাল বাউটে তিনি হারিয়ে দেন পাকিস্তানের মহম্মদ ইনামকে। ম্যাচের ফল ভারতীয় তারকার অনুকূলে ৩-০।

ব্রোঞ্জ জেতেন দিব্যা: ব্রোঞ্জ মেডেল বাউটে দিব্যা কাকরান টোঙ্গার ককার লেমালির মুখোমুখি হন। কার্যত আধ মিনিটেই সেই লড়াই জিতে নেন দিব্যা। লেমালিকে চিৎ করে বাজিমাত (২-০) করেন ভারতীয় তারকা।

ব্রোঞ্জ জেতেন মোহিত: ছেলেদের ফ্রিস্টাইল কুস্তির ১২৫ কেজি বিভাগের ব্রোঞ্জ মেডেল ম্যাচে জামাইকার অ্যারন জনসনকে হারিয়ে দেন মোহিত গ্রওয়াল। সেই সঙ্গে নিজের প্রথম কমনওয়েলথ গেমস ব্রোঞ্জ পদক গলায় ঝোলান মোহিত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.