বাংলা নিউজ > ময়দান > CWG Women's Cricket Final: ‘সোনা জয়ের খুব কাছাকাছি ছিলাম’, কষ্ট লুকিয়ে দলের লড়াইয়ে গর্বিত হরমনপ্রীত

CWG Women's Cricket Final: ‘সোনা জয়ের খুব কাছাকাছি ছিলাম’, কষ্ট লুকিয়ে দলের লড়াইয়ে গর্বিত হরমনপ্রীত

হরমনপ্রীত কউর  (PTI)

ফাইনালে ১৬২ রান তাড়া করতে নেমে ভারত ১৯.৩ ওভারে ১৫২ রানে অল-আউট হয়ে যায়। হরমনপ্রীত কউর ৬৫, জেমিমা রডরিগেজ ৩৩, দীপ্তি শর্মা ১৩ ও শেফালি বর্মা ১১ রান করেন।

কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত কমনওয়েলথ গেমস ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হয় ভারতকে। প্রায় জেতা খেলা হেরে স্বভাবতই তাই খুশি নন হরমনপ্রীত। গতকাল মেডেল বিতরণের সময় তাঁর চেহারাতে সেই দুঃখের ছাপ স্পষ্ট ছিল। তবে মিডিয়ার মুখোমুখি হতেই তাঁর হাবভাব বদলে যায়। হার মেনে নিয়ে হরমনপ্রীত জানান, দলের লড়াইয়ে তিনি গর্বিত। পাশাপাশি এই মেডেল পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি।

হরমনপ্রীত এদিন বলেন, ‘আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি এবং সন্তুষ্ট। আমি জানি আমরা স্বর্ণ পদক জয়ের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু চারপাশে আমাদের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। এই প্রথম আমরা এই টুর্নামেন্টে খেলতে পেরেছি এবং আমরা রৌপ্য পদক জিতে খুশি।’ তিনি আরও বলেন, ‘পদক এমন একটি জিনিস যা দেশবাসীকে অনুপ্রাণিত করবে। তারা ক্রিকেট খেলা শুরু করতে পারবে এই পদক দেখে। দল হিসেবে আমরা তরুণীদের অনুপ্রাণিত করতে চাই। এই প্ল্যাটফর্মে ভালো খেলায় দেশের অনেকে অনুপ্রাণিত হবেন বলে আশা।’

এজবাস্টনে কমনওয়েলথ গেমস ক্রিকেটের গোল্ড মেডেল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরে যায় ভারত। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬১ রান তোলে। বেথ মুনি ৬১, মেগ ল্যানিং ৩৬, অ্যাশলেই গার্ডনার ২৫ ও রাচেল হেইন্স ১৮ রান করেন। ২টি করে উইকেট নেন রেনুকা সিং ও স্নেহ রানা। ১টি করে উইকেট দখল করেন দীপ্তি শর্মা ও রাধা যাদব। অস্ট্রেলিয়ার রান তাড়া করতে নেমে ভারত ১৯.৩ ওভারে ১৫২ রানে অল-আউট হয়ে যায়। হরমনপ্রীত কউর ৬৫, জেমিমা রডরিগেজ ৩৩, দীপ্তি শর্মা ১৩ ও শেফালি বর্মা ১১ রান করেন। ৩টি উইকেট নেন অ্যাশলেই গার্ডনার। ২টি উইকেট নিয়েছেন মেগান শুট।

বন্ধ করুন