কয়েকদিন আগেই দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে দোম্মারাজু গুকেশ। চীনের প্রতিদ্বন্দী ডিং লিরেনকে হারিয়ে তিনি বিশ্বজয় করেছেন ৬৪ ঘরের খেলায়। মগজাস্ত্রে মাত দিয়েছেন চিনা প্রতিপক্ষকে। শেষ দিকে লিরেনের সামান্য একটা ভুলই তাঁকে খেলা থেকে বের করে দেয়, সেই সুযোগেই প্রতিপক্ষকে ধাক্কা দেন গুকেশ। এরপর নিজে সাবধানী দান দিয়ে আর চিনের প্রতিপক্ষকে ম্যাচে ফিরতে দেননি।
আরও পড়ুন-বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ ফিরলেন চেন্নাইতে-
বিশ্ব দাবার ইতিহাসে কনিষ্ঠতম চ্যাম্পিয়নের দাম চেন্নাইয়ের ১৮ বছর বয়সী ডি গুকেশ। তাও বাঘা বাঘা তারকাদের সম্প্রতি হারিয়েছেন তিনি। দাবায় মগজাস্ত্রের লড়াইয়ে বয়স যে আদৌ কোনও ফ্যাক্টর নয়, সেটা ভারতের দ্বিতীয় বিশ্বচ্যাম্পিয়নই বুঝিয়ে দিয়েছেন। এবার তিনিই বিশ্বজয়ের শিরোপা নিয়ে ফিরলেন নিজের হোমটাউন অর্থাৎ চেন্নাইতে।
রাজকীয় অভ্যর্থনায় ভাসলেন গুকেশ-
চেন্নাই বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনায় ভেসে যান এই তারকা দাবাড়ু। ১৪তম গেমে গিয়ে লিরেনকে আটকে দেওয়া গুকেশ অবশ্য নিজেই আটকা পড়লেন ভক্তদের ভালোবাসার জোয়ারে। ফুল মালায়, বোকেতে বীর বরণ করে নিল চেন্নাইবাসী। সিঙ্গাপুর থেকে এদেশে আসার ঘন্টাখানেক আগে থেকেই বিমানবন্দরে ভিড় জমায় তাঁর ভক্তরা। বিমানবন্দর থেকে নিজের শহর, যেখানেই তিনি গেলেন উপচে পড়ল ভিড়, সঙ্গে পুষ্পবৃষ্টি আর ভালোবাসা।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
দেশে শিরোপা ফিরিয়ে ভালো লাগছে-
চেন্নাইতে এসে এমন ভালোবাসা পেয়ে আপ্লুত গুকেশ নিজেও। ভিড়ে ঠাসা বিমানবন্দর ছাড়তে ছাড়তেই গুকেশ অল্প কথায় বলে গেলেন, ‘এই সমর্থন আমার কাছে অনেক বড় বিষয়। দেশে আবার শিরোপা ফিরিয়ে নিয়ে আসা অনেক বড় ব্যাপার। আমাদের এভাবে আপ্যায়ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করব আগামী কয়েকটা দিন আমরা খুব ভালোভাবে কাটাব একসঙ্গে বিশ্বজয়ের আনন্দ উপভোগ করব’।
আরও পড়ুন-নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
ভুল হতেই পারে চাপের মূহূর্তে-
যেখানে গুকেশ পড়াশোনা করেন, সেই ভেলাম্মাল গ্রুপের ছাত্ররাও তাঁকে স্বাগত জানাতে ফুল, পোস্টার নিয়ে এসেছিল। তিনি জানিয়েছেন আগামী মাসের Rapid & Blitz প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। তাঁকে ভেলাম্মা নেক্সাস স্কুলেও সংবর্ধিত করা হয় কর্তৃপক্ষের তরফ থেকে। লিরেনের যে ভুলে তিনি চ্যাম্পিয়ন হতে পেরেছেন, সেই নিয়েও প্রশ্ন করা হয় গুকেশকে। আর সেখানেই তিনি বলেন, ‘এত বড় প্রতিযোগিতা, সঙ্গে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ, তাই ওমন চাপের মূহূর্তে ভুল হয়ে যেতেই পারে ’।
দাবা অলিম্পিয়াডে সোনা ভারতের-
চলতি বছরটা ভারতীয় দাবার ক্ষেত্রে যে সোনায় মুড়িয়ে রাখার মতোই গেছে তা বলাই যায়। কারণ গুকেশ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আগেই তিনি দেশকে আরও একবার গর্বিত করেছে চলতি বছরেই সতীর্থদের তিনি। তিনি দেশকে প্রজ্ঞানন্দ, অর্জুনসহ বাকিদের সঙ্গে নিয়ে প্রথবার দাবা অলিম্পিয়াডে সোনা এনে দেন। মহিলারাও জেতে দাবা অলিম্পিয়াডে সোনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।