২০২৫-এর শুরুটা ভালো হয়নি ডি গুকেশের। শুক্রবার আলিরেজা ফিরোজ্জার কাছে পরাজিত হয়ে ফ্রি স্টাইল দাবা খেলায় নিজের পরাজয়ের ধারা অব্যাহত রাখলেন তিনি। এর ফলে ওয়াঙ্গেলসে ওয়েইসেনহাউস ফ্রিস্টাইল দাবা গ্র্যান্ড স্লামে অষ্টম স্থানে শেষ করেন গুকেশ। বৃহস্পতিবার প্রথম খেলায়, গুকেশ ফিরোজ্জার বিরুদ্ধে একটি উত্তেজনাপূর্ণ লড়াই দেওয়ার পর ড্র করেছিলেন, কিন্তু দ্বিতীয় খেলায় বাজিমাত করেন আইরিশ-ফরাসি দাবাড়ু। ৩০ চালে কিস্তিমাত করেন তিনি। এরপরেই গুকেশকে নিয়ে সমালোচনা শুরু হয়। তবে তাঁর কোচ জ্রাজেজর্জ গাইউস্কি গুকেশের পাশেই দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন গুকেশের মেইন ফোকাস রয়েছে ক্লাসিকাল চেসের উপর।
টুর্নামেন্টে এমন একটি পয়েন্টও ছিল যখন হিকারু নাকামুরা, যিনি গুকেশকেও পরাজিত করেছিলেন, Chess.com-এর কাছে দাবি করেছিলেন যে গুকেশের প্রধান দুর্বলতা তাঁর অন্তর্দৃষ্টি। তবে এই বিষয়ে গাইউস্কি বলেছিলেন এটি উদ্বেগের বিষয় নয়, বিষয়টা অন্য কিছু। তিনি বলেন, ‘আমি মনে করি এটি অন্তর্দৃষ্টি বিকাশের বিষয় নয়, বরং গণনার অভ্যাসের সঙ্গে লড়াই করা। আপনি যখন এত ভালোভাবে হিসাব করেন, তখন এটি একটি অভ্যাস হয়ে যায়। আপনি বলতে পারেন না যে আমি চাল দেব, আর শুধু ডিফেন্ড করব। কারণ পরের মুহূর্তে আপনার প্রতিপক্ষের কথা মাথায় আসবে এবং হিসাব করতে বসবেন। এটা ওর আপনে আপ হয়। তাই এটা কাটিয়ে উঠতে হবে। তবে বিষয়টা এতো সহজ নয়।’
তিনি আরও বলেন, ‘তাই, হ্যাঁ, ওকে নিজের অন্তর্দৃষ্টি উন্নত করতে হবে। কিন্তু অন্তর্দৃষ্টি বলতে আমি চেস ৯৬০ অন্তর্দৃষ্টি বলতে চাই।’ উল্লেখ্য, কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে চমক দেন ডি গুকেশ। গুকেশ যেদিন বিশ্ব চ্যাম্পিয়ন হন, সেদিন তাঁর বয়স ছিল ১৮ বছর ৮ মাস ১৪ দিন। সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু কাসপারভ যখন প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন তখন তাঁর বয়স ছিল ২২ বছর। গুকেশের প্রতিপক্ষ ছিলেন চিনের ডিং লিরেন। মোট ১৪ গেম শেষে ৭.৫-৬.৫ ব্যবধানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিরেনকে পরাজিত করেন ভারতীয় দাবাড়ু। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করেন গুকেশ। তবে এই বছর ভালো যাচ্ছে না তাঁর। ফিরোজ্জার কাছে হারের আগে ম্যাগনাস কার্লসেন, তার আগে রমেশবাবু প্রজ্ঞানন্দের কাছেও পরাজিত হয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।