Daily Sports News Highlights: হাতে মাত্র কয়েকটা দিন পড়ে আছে। তারপরই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেদিকে নজর আছে ক্রিকেট মহলের। তারইমধ্যে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলছে। বুধবার আবার ইস্টবেঙ্গলের খেলা ছিল। ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হেরে গিয়েছে লাল-হলুদ শিবির। বুধবার ক্রিকেট, ফুটবল-সহ খেলার যাবতীয় হাইলাইটসের জন্য নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জয় স্পেন, জাপানের
মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: গ্রুপ সি'র ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারাল স্পেন। গ্রুপ ডি'র ম্যাচে তানজানিয়াকে ৪-০ গোলে হারাল জাপান।
মিশন T20 বিশ্বকাপ! অস্ট্রেলিয়ায় রওনা দিলেন শামি, বুমরাহের পরিবর্তে খেলবেন?
মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ! অস্ট্রেলিয়ায় রওনা দিলেন মহম্মদ শামি। তবে জসপ্রীত বুমরাহের পরিবর্তে তিনিই ভারতের মূল দলে ঢুকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। নাম গোপন রাখার শর্তে এক বিসিসিআই কর্তা পিটিআইকে জানিয়েছেন, মহম্মদ সিরাজ, শামি এবং শার্দুল ঠাকুরের মধ্যে যে কোনও বুমরাহের পরিবর্তে মূল দলে ঢুকবেন।
হেরে গেল ইস্টবেঙ্গল
যুবভারতীতে হৃদয়ভঙ্গ ইস্টবেঙ্গলের। প্রথমার্ধের ‘ফ্লপ শো’-র পরে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেও খেলা শেষ হওয়ার ১০ সেকেন্ড আগের গোলে হেরে গেল লাল-হলুদ শিবির। অথচ বুধবার দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স অনেকটাই ভালো ছিল – বিস্তারিত আপডেট পড়ুন এখানে
মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জয় চিনের, ড্র ফ্রান্সের
মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: গ্রুপ 'সি'-র ম্যাচে নবি মুম্বইয়ে জিতেছে চিন। ২-১ গোলে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়েছেন চিনারা। গ্রুপ 'ডি'-র ম্যাচে ১-১ গোলে ড্র ফ্রান্স এবং কানাডার।
মারকুটে ব্যাটিং KKR খেলোয়াড়ের, বিধ্বংসী যশস্বী- বেঙ্কিদের ওড়ালেন রাহানেরা
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশকে উড়িয়ে দিল মুম্বই। ৪৪ বলে ৬৬ রানে অপরাজিত থেকে মুম্বইকে জেতালে যশস্বী জয়সওয়াল। কলকাতা নাইট রাইডার্সের আমন খান ১১ বলে ২১ রানে অপরাজিত থাকবেন। ১৭ বলে ৩০ রান করে রিটায়ার্ড হার্ট হন অজিঙ্কা রাহানে। ১২ বলে ২৯ রান করেন পৃথ্বী শ। ১৮ বলে ৩০ রান করেন সরফরাজ খান। আট উইকেটে জিতল মুম্বই।
৮ মিনিটের হানিমুন পিরিয়ড বাদে ফ্লপ ইস্টবেঙ্গল, গোল রক্ষণের ভুলে
প্রথমার্ধের শেষে ১-০ গোলে পিছিয়ে আছে ইস্টবেঙ্গল। ডিফেন্সের ভুল গোল করে গিয়েছে এফসি গোয়া। — সেই ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে
দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত ফর্ম অব্যাহত বেঙ্কটেশের, দুরন্ত পতিদারও
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে দারুণ খেললেন রজত পতিদার এবং বেঙ্কটেশ আইয়ার। ৩৫ বলে ৬৭ রান করেছেন পতিদার। ৩৫ বলে ৫৭ রান করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বেঙ্কটেশ আইয়ার। দুই তারকার সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮১ রান তুলেছে মধ্যপ্রদেশ। আপাতত ব্যাট করছে মুম্বই।
ইস্টবেঙ্গল ম্যাচের লাইভ আপডেট দেখুন এখানে
East Bengal vs FC Goa Live Score: আজ আইএসএলের দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্স ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে কি ঘুরে দাঁড়াতে পারবে লাল-হলুদ শিবির? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। — লাইভ আপডেট দেখুন এখানে
বিশ্বকাপের আগে পরপর ২ ম্যাচে হার অস্ট্রেলিয়ার, রেগে লাল ফিঞ্চ
আট রানে জিতে গেল ইংল্যান্ড। প্রথম ম্যাচেও আট রানে জিতেছিলেন ইংরেজরা। বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৭৮ রান তুলেছিল অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমে নির্ধারিত ছয় উইকেটে ১৭০ রানের বেশি তুলতে পারেননি অজিরা। ২৯ বলে ৪৫ রান করেন মিচেল মার্শ। ২৩ বলে ৪০ রান করেন টিম ডেভিড। সেই হার নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
T20 বিশ্বকাপের আগে বিধ্বংসী মালান, ইংল্যান্ডের বিরুদ্ধে ধুঁকছে অজিরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিধ্বংসী ইনিংস ডেভিড মালানের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৯ বলে ৮২ রান করেন ইংল্যান্ডের বাঁ-হাতি ব্যাটার। ২৭ বলে ৪৪ রান করেন মইন আলি। তাঁদের দু'জনের সুবাদে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৮ রান তুলেছে ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। আউট হয়ে গিয়েছেন ডেভিড ওয়ার্নার (১১ বলে চার রান) এবং অ্যারন ফিঞ্চ (১৩ বলে ১৩ রান)। ছ'ওভারে অস্ট্রেলিয়ার স্কোর দুই উইকেটে ৪১ রান। মিচেল মার্শ ছয় বলে ১৪ রানে অপরাজিত। ছয় বলে পাঁচ রানে খেলছেন গ্লেন ম্যাক্সওয়েল।
IPL তারকাদের দুর্দান্ত বোলিং, বিদর্ভকে উড়িয়ে দিল রাজস্থান
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভকে উড়িয়ে দিল রাজস্থান। বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৩৬ রান তুলেছিল বিদর্ভ। সর্বোচ্চ ২৪ বলে ৪৩ রান করেন অথর্ব তাইডে। আইপিএল তারকা রাহুল চাহার চার ওভারে ৩৬ রান দিয়ে তিন উইকেট পান। চার ওভারে ১৮ রান দিয়ে দুটি উইকেট নেন কমলেশ নাগরকোটি। চার ওভারে ৩৭ রান দিয়ে চার উইকেট পান অনিকেত চৌধুরী। জবাবে এক উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। ৪৯ বলে ৭৭ রান করেন অশোক মেনারিয়া। ৪২ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন কোঠারি।
ভারতীয় দল থেকে ফিরেই উইকেট সুন্দরের, ব্যর্থ শাহরুখ
ওড়িশাকে সাত উইকেটে হারিয়ে দিল তামিলনাড়ু। আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ১৪১ রান তোলে ওড়িশা। ৪০ বলে ৫১ রান অংশুমান রথ। ৫৩ বলে ৬৫ রান করেন শুভ্রাংশু সেনাপতি। ১৮.৫ ওভারে সেই রান তুলে নেয় তামিলনাড়ু। চার ওভারে ৩২ রান দিয়ে দুই উইকেট নেন টি নটরাজন। ভারতীয় দল থেকে ফিরেই উইকেট পান ওয়াশিংটন সুন্দর। চার ওভারে ২৮ রানে একটি উইকেট পান। সেই রান তাড়া করতে নেমে সহজেই জিতে যায় তামিলনাড়ু। ২৯ বলে ৩৫ রান করেন এন জগদীশন। ৪২ বলে অপরাজিত ৬৩ রান করেন সাই সুদর্শন। নয় বলে সাত রান করেন ওয়াশিংটন। ব্যর্থ হন শাহরুখ খান। ১৮ বলে ১৯ রান করেন।
রুতুরাজের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও হার মহারাষ্ট্রের
রুতুরাজ গায়কোয়াড়ের দুর্দান্ত শতরান সত্ত্বেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হেরে গেল মহারাষ্ট্র। ছয় উইকেটে জিতল সার্ভিসেস। প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৮৫ রান তোলে মহারাষ্ট্র। ৬৫ বলে ১১২ রান করেন রুতুরাজ। ১২ টি চার এবং পাঁচটি ছক্কা মারেন। রুতুরাজের পর মহারাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ছিল ২৪। সেই রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় সার্ভিসেস। ৩১ বলে অপরাজিত ৫০ রান করেন অজিত পাঁছারা। ৩৮ বলে ৫৯ রান করেন রাহুল সিং।
ঋদ্ধি ব্যর্থ, ঢিমেগতিতে ৪৯ রান সুদীপের - উত্তরপ্রদেশকে হারিয়ে চমক ত্রিপুরার
বুধবার নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৩ রান তোলে উত্তরপ্রদেশ। আকাশদীপ নাথ ২৪ বলে ৩৭ রান করেন। প্রিয়ম গর্গ ২৯ বলে ৩১ রান করেন। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তারকা রিঙ্কু সিং ব্যর্থ হয়েছেন। ১২ বলে ১৪ রান করেন। ১৯.৩ ওভারে সেই রান তুলে ফেলে ত্রিপুরা। ঋদ্ধিমান সাহা অবশ্য ব্যর্থ হন। ১২ বলে সাত রান করেন। ৪৪ বলে অপরাজিত ৪৯ রান করেন। ২১ বলে অপরাজিত ৪৩ রান করেন রজত দে।
ঘরোয়া ক্রিকেটে ফিরেই দুর্দান্ত শতরান রুতুরাজের
আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য না পেলেও ঘরোয়া ক্রিকেটে ফিরেই ছন্দে রুতুরাজ গায়কোয়াড়। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৫৯ বলে শতরান করলেন চেন্নাই সুপার কিংসের তারকা। ১১ টি বাউন্ডারি এবং চারটি ছক্কা হাঁকিয়েছেন।
মাভি, যশদের সামনেও দমল না ত্রিপুরা, হারিয়ে দিল শক্তিশালী উত্তরপ্রদেশকে
শক্তিশালী উত্তরপ্রদেশকে হারিয়ে দিল ত্রিপুরা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ১৬৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতল। জয় এসেছে ছয় উইকেটে। যে উত্তরপ্রদেশের দলে ছিলেন শিবম মাভি, যশ দয়াল এবং কার্তিক ত্যাগী।
প্রথম বলেই আউট রায়াডু, সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৭৫ রান তুলল বরোদা
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৫ রান তুলল বরোদা। ৩৩ বলে ৫১ রান করেছেন বিষ্ণু সোলাঙ্কি। ৩৫ বলে ৬০ রান করেছেন মিতেশ প্যাটেল। তবে ফ্লপ হয়েছেন আম্বাতি রায়াডু। প্রথম বলেই আউট হয়ে যান তিনি।
বিধ্বংসী ইনিংস IPL তারকার! দুর্দান্ত ৭০ করে বাংলাদেশকে বাঁচাতে পারলেন না শাকিব
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে ৪৮ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। বুধবার ক্রাইস্টচার্চে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৮ রান তোলেন কিউয়িরা। ২৪ বলে ৬০ রান করেন গ্লেন ফিলিপস। ৪০ বলে ৬৪ রান করেন ডেভন কনওয়ে। ১৯ বলে ৩২ রান ফিন অ্যালেন। জবাবে ব্যাট করতে নেমে শাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের কেউ দাঁড়াতে পারেননি। ৪৪ বলে ৭০ রান করেন বাংলাদেশের অধিনায়ক। ফলে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬০ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।
আজ কী কী খেলা আছে?
Daily Sports News Live Updates: হাতে মাত্র কয়েকটা দিন পড়ে আছে। তারপরই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেদিকে নজর আছে ক্রিকেট মহলের। তারইমধ্যে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলছে। আজ আবার ইস্টবেঙ্গলের খেলা আছে। ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে নামতে চলেছে লাল-হলুদ শিবির।