বাংলা নিউজ > ময়দান > লকডাউনে বাজারে যাওয়া আটকাতে বাংলার মানুষকে ‘ডাল ভাত চোখা’ দিলেন মন্ত্রী

লকডাউনে বাজারে যাওয়া আটকাতে বাংলার মানুষকে ‘ডাল ভাত চোখা’ দিলেন মন্ত্রী

ডাল ভাত চোখার পোস্টার।

অযথা বাইরে বেরিয়ে সমাজের জন্য বিপদ ডেকে আনবেন না, অনুরোধ প্রাক্তন বাংলা অধিনায়কের। 

ডাল ভাত চোখা। নামেই স্পষ্ট ইঙ্গিত রয়েছে করোনা ভাইরাস ঘিরে উদ্ভূত বর্তমান পরিস্থিতির। লকডাউনে সাধারণ মানুষের পাতে এটাই এখন প্রধান সম্বল। দু'বেলা দু'মুঠো অন্ন জোটানো এই মুহূর্তে যাঁদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে তাঁদের কাছে তো এটা অমৃততুল্য। তবে বাজারু মধ্যবিত্ত বাঙালিরও বৃহত্তর স্বার্থে এতেই সন্তুষ্ট থাকা উচিত। লকডাউন সফল করতে এটাই বার্তা শর্ট ফিল্ম 'ডাল ভাত চোখা'র।

বাংলার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারের। লক্ষ্মী এই মুহূর্তে রাজ্যের শাসক দলের বিধায়ক তথা মন্ত্রীও। সমাজসেবার ভাবনা এমনিতেই তার সঙ্গী। তবে লকডাউনের দিনগুলিতে ক্রিকেট আইকনদের সঙ্গে নিয়ে তিনি তৎপর নিষেধাজ্ঞা অমান্য করে যাঁরা বাজারে ভিড় জমাচ্ছেন, তাঁদের সচেতন করতে।

চিত্রনাট্য লিখেছেন লক্ষ্মীরতন নিজে। ছবিতে কলাকুশলী হিসেবে দেখা যাচ্ছে মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, সৌরাশিস লাহিড়ী, সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের। অভিনেতার ভূমিকায় দেখা যাচ্ছে বাংলা ব্যান্ড ভূমির গায়ক সুরজিৎকেও।

বাজারের নাম করে যেসব মানুষ বাইরে বেরোচ্ছেন, তাঁরা সচেতনে আবার নিজেদের অজান্তেই কীভাবে নিজের জন্য, পরিবারের জন্য এবং সমাজের জন্য বিপদ ডেকে আনছেন, তাই দেখানো হয়েছে এই স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে। 

লকডাউন ঘোষণার পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী বারবার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন অযথা বাইরে না বেরিয়ে অন্তত ডাল-ভাত খেয়ে কোনও রকমে দিন গুজরানের। তিনি নিজেও দিনের বেশিরভাগ সময় মুড়ি খেয়ে কাটিয়ে দেন বলে জানিয়েছিলেন। লক্ষীর এই শর্ট ফিল্মটিতেও কার্যত সেই বার্তাই তুলে ধরা হয়েছে।

এলআরের মতে, অযথা বাজারে গিয়ে জীবনের ঝুঁকি নেওয়ার থেকে বাড়িতে ডাল, ভাত, আলু সিদ্ধ খেয়ে সুস্থ থাকা উচিত। লক্ষ্মী বলেন, ‘আমরা সবাই লড়াই চালাচ্ছি করোনার বিরুদ্ধে। তাই এই শর্ট ফিল্ম তৈরীর পরিকল্পনা মাথায় আসে। দীর্ঘদিন আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি। তাই মনোজদের জানাতে ওরা রাজি হয়ে যায়। সবাই বাড়িতে থেকেই শুটিং করেছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.