শুরু হয়ে গিয়েছে ২০২৩ পাকিস্তান সুপার লিগ। এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুলতান সুলতান ও লাহোর কালান্দার্স। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়ে ছিল মুলতানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলের মধ্যে এই ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে একটি দুর্ঘটনা ঘটেছিল। আসলে এই ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে লাগানো ফ্লাডলাইটে আগুন লেগে গিয়েছিল। তবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মাঠের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর পেরে আবারও ম্যাচ শুরু হয়ে যায়।
আরও পড়ুন… PSL 2023: রুদ্ধশ্বাস ম্যাচে রিজওয়ানদের মুলতানের বিরুদ্ধে মাত্র ১ রানে জিতল আফ্রিদি-রউফদের লাহোর
মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিজ্যুয়াল অনুসারে, ২০২৩ পিএসএল মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজির কারণে এই আগুন লেগেছিল। ফায়ার ব্রিগেড তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে পৌঁছেছিল, যা টসের আগে উদ্বেগজনক মুহূর্তের সৃষ্টি করেছিল। এ ঘটনায় কারোর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় আগুনের এই ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে। একই সঙ্গে ক্রিকেট ভক্তরা সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা নিয়ে নিজেদের মতামত দিয়েছেন।
আরও পড়ুন… দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত শ্রেয়স, সূর্যের সামনে লাইফলাইন
ম্যাচের কথা বললে এই মরশুমের প্রথম ম্যাচটিই রুদ্ধশ্বাস জায়গায় পৌঁছে ছিল। মুলতান সুলতানের বিরুদ্ধে মাত্র ১ রানে জিতল লাহোর কালান্দার্স। এই ম্যাচে নিজেদের ঘরের মাঠে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুলতান সুলতান। প্রথমে ব্যাট করতে নামে লাহোর কালান্দার্স। ফাখার ৪২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। এদিনের ইনিংসে তিনি মেরেছিলেন তিনটি চার ও পাঁচটি ছক্কা। লাহোর নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান করে। জবাবে মুলতানেরও শুরুটা দারুণ হয়েছিল। শান মাসুদ ও রিজওয়ান দলের শুরুটা দারুণ করেছিলেন তবে তাদের ইনিংসটি ছিল একটু স্লো। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মুলতান তোলে ১৭৪ রান। ফলে টানটান উত্তেজনার ম্যাচে মাত্র এক রানে জেতে লাহোর কালান্দার্স।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।