নোভাক জকোভিচের উপস্থিতিতে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা ও সিনিসিনাটি ওপেনের সেরা বাছাই দানিল মেদভেদেভই খেতাব জয়ের জন্য ফেভারিট ছিলেন। তবে সেমিফাইনালেই ছন্দপতন। তিন সেটের লড়াইয়ে ম্যাচ তো হারলেনই। উপরন্তু কোর্টে থাকা ক্যামেরার সঙ্গে সংঘর্ষের পর মেজাজও হারালেন রাশিয়ান টেনিস তারকা।
শনিবার স্বদেশীয় আন্দ্রে রুবলভের বিরুদ্ধে সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে নেমেছিলেন মেদভেদেভ। টুর্নামেন্টের শীর্ষ বাছাইকে খেতাব জয়ের সেরা দাবিদার মানা হচ্ছিল। তবে ৬-২, ৩-৬, ৩-৬ ব্যবধানে প্রথমবার রুবলভের কাছে হেরে সেমিফাইনালেই থেমে গেল তাঁর দৌড়।
ম্যাচের মাঝেই মেজাজ হারান রাশিয়ান টেনিস তারকা। দ্বিতীয় সেটে বেসলাইনের কাছের এক বল মারতে গিয়ে কোর্টের কাছেই থাকা ক্যামেরার সঙ্গে সংঘর্ষে পড়ে যান মেদভেদভ। ক্যামেরাম্যানের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও চেয়ার আম্পায়রের ওপর নিজের ক্ষোভ উগড়ে দেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। ক্যামেরায় লাথি মেরে মেদভেদভ ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এটাকে এখনই এখান থেকে সরানো হোক। আরেকটু হলেই আমার হাত ভেঙে যেত।’
ম্যাচের পর ২০১৯ সালে সিনসিনাটি ওপেনের বিজেতা সাংবাদিক সম্মেলনে আসেননি। টুর্নামেন্টের উদ্যোক্তরাও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে রুবলভ ম্যাচের পরে ঘটনাটি নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করে সাংবাদিকদের জানান, ‘এই ঘটনাগুলি খুবই বিপদজনক। কোন অ্যাথলিট এইরকম ঘটনায় গুরুতর আহত হয়ে যেতে পারে। আশা করছি ওর (মেদভেদেভ) কিছু হয়নি। অন্তত ও যেমনভাবে খেলছিল, তাতে বিশেষ কিছু হয়েছে বলে মনে হয়নি।’
রুবলভ নিজের প্রথম মাস্টার্স ১০০ খেতাব জয়ের জন্য সদ্য় অলিম্পিক্স গোল্ড মেডেল জয়ী আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে কোর্টে নামবেন। জেরেভ আরেক তরুণ টেনিস তারকা স্টেফানোস সিসিপাসকে ৬-৪, ৩-৬, ৭-৬ (৪) ব্যবধানে হারান। প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটে একটি ব্রেক পয়েন্টে এগিয়ে ছিলেন জার্মান। তবে সিসিপাস কামব্যাক করে সেই সেট জিতে নেন।
তৃতীয় সেটে উল্টো ছবি দেখা যায়। সিসিপাস দুই ব্রেকে এগিয়ে থাকলেও অবশেষে টাই ব্রেকারে ম্যাচ জেতেন জেরেভ। দুই ঘন্টা ৪১ মিনিটের পর জেরেভ জানান তিনি আশা করছেন ভবিষ্যতেও যেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকার বিরুদ্ধে এমন অনেক টানটান প্রতিযোগিতামূলক ম্যাচ তিনি খেলতে পারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।