টেনিস বিশ্বে এই মূহূর্তের সব থেকে মজাদার মানুষগুলোর মধ্যে অন্যতম ডানিল মেদভেদেভ। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে তিনি মুখোমুখি হয়েছিলেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি পাওয়া প্রতিপক্ষ কাসিদিত সামরেজের। একটু হলেই বড় অঘটন ঘটিয়ে দিচ্ছিলেন বিশ্বের ৪১৮ নম্বর সামরেজ। যদিও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ বের করে নেন রুশ মেদভেদেভ।
অস্ট্রেলিয়ান ওপেনে কঠিন ম্যাচ জিতলেন মেদভেদেভ-
অস্ট্রেলিয়ান ওপেনের প্রাক্তন ফাইনালিস্ট মেদভেদেভ এই প্রতিযোগিতায় খেলতে নেমেছিলেন পঞ্চম বাছাই হিসেবে। এটাই মরসুমের প্রথম গ্র্যান্ডস্লাম। একটা সময় তিনিই পিছিয়ে পড়েছিলেন ১-২ সেটে। সেখান থেকেই তিনি দুর্দান্ত কামব্যাক করেন। মজা করে তিনি ম্যাচ শেষে বললেন বটে, যখন তিনি বেশি টেনিস খেলেন তখন তাঁর খেলার উন্নতি হয়। ম্যাচ দেড় ঘন্টায় শেষ হওয়া নিয়েও তিনি বলেন, তিন ঘন্টা খেলা উচিত ছিল।
BGTতে শতরান! IPLএ ৬ কোটি! ধন্যবাদ জানাতে হাঁটু ভেঙে তিরুপতি মন্দিরে উঠলেন নীতীশ রেড্ডি
দ্বিতীয় রাউন্ডে মেদভেদেভের সামনে টিয়েন-
পরের রাউন্ডের ম্যাচে মেদভেদেভ মুখোমুখি হবেন আরেক তরুণ তুর্কি আমেরিকার লার্নার টিয়েনের। এই ম্যাচে প্রথম তিন সেটের পর স্পষ্টতই বিরক্ত দেখাচ্ছিল রুশ তারকা মেদভেদেভকে। রড লেভার এরিনায় দর্শকরাও আন্ডারডগ প্রতিপক্ষকেই সমর্থন করছিল। একটা সময় নিজের খেলায় অসন্তুষ্ট হয়ে কোর্টে নিজের Racket ছোঁড়েন মেদভেদেভ, তাতে নেটের একটি ক্যামেরাও নষ্ট হয়ে যায়।
চতুর্থ পঞ্চম সেটে ফিরে আসেন মেদভেদেভ-
অবশ্য প্রথম সেটে জিতে শুরুটা ভালোই করেছিলেন রাশিয়ান টেনিস তারকা। তবে দ্বিতীয় আর তৃতীয় সেটেই পরপর ধাক্কা খান তিনি। কিন্তু পরের দুই সেটে থাইল্যান্ডের প্রতিপক্ষের বিরুদ্ধে অভিজ্ঞতার জোরেই ম্যাচ বের করে নেন মেদভেদেভ। ম্যাচের ফল ২-৬, ৬-৪, ৬-৩, ১-৬, ২-৬। গ্র্যান্ডস্লামের মূল রাউন্ডে অভিষেক ম্যাচে থাইল্যান্ডের তরুণ টেনিস খেলোয়াড়ের লড়াই দেখে দর্শক থেকে শুরু করে মেদভেদেভ সকলেই প্রশংসা করেন।
আরও পড়ুন-'ওরা যখন বুঝবে, নিজেরাই সরে দাঁড়াবে! কোহলি-রোহিতের অবসর জল্পনায় বার্তা কপিল দেবের
মেদভেদেভের অদ্ভূত প্রশংসা-
ম্যাচ শেষে মেদভেদেব ভূয়সি প্রশংসা করেন প্রতিপক্ষের। মজা করে তিনি বলেন, ‘আমি আগে ওর খেলা দেখেছি, কিন্তু এই লেভেলে খেলবে ভাবতে পারিনি। যদি সব ম্যাচে ও এভাবে খেলে, তাহলে ওর জীবন ভালো হবে। মহিলা, অর্থ, ক্যাসিনো সবই পাবে। আশা করব ও এরকমই খেলবে আগামী ম্যাচগুলোয় তবে আমি ওর মুখোমুখি হব না। টেনিসে ওকে ধারাবাহিক হতে হবে, ওর প্রতি শুভেচ্ছা থাকল ’।
আরও পড়ুন-VHTর ফাইনালের পরই বৈঠক আগরকরদের! ১৯ তারিখই দল ঘোষণা! ২ পজিশন নিয়ে বিস্তর আলোচনা- রিপোর্ট
সাক্ষাৎকারে মেদভেদেভ বলছিলেন, যদি এত ভালো টেনিস থাইল্যান্ডের সামরেজ আগামী দিনে খেলতে না পারে, তাহলে আর ওর অর্থ, বা মহিলাদের সংস্পর্শ পাবে না। অবশ্য অন্যভাবে পেতেই পারেন সামরেজ। মেদভেদেভের গলা থেকে এমন অদ্ভূত ধরণের প্রশংসা শুনে অবাক হয়ে গেছেন অনেকেই। মানে কেউই ভাবতে পারছেন না, কাউকে এভাবেও প্রশংসা করা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।