ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে অদ্ভূতভাবে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় শ্রীলঙ্কা ওপেনার দানুষ্কা গুণতিলকেকে। ইচ্ছাকৃতভাবে ফিল্ডিংয়ে বাধা সৃষ্টি করার দায়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। ক্রিকেটের পরিভাষায় 'অবস্ট্রক্টিং দ্য ফিল্ড' আউট হয়ে ফিরে যান সিংহলি তারকা।
ইনিংসের ২২তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ডের প্রথম বল ডিফেন্স করে ক্রিজে়র বাইরে বেরিয়ে পড়েন গুণতিলকে। নন-স্ট্রাইকার পাথুম নিসঙ্কা ততক্ষণে দৌড় শুরু করেছেন। গুণতিলকে নিসঙ্কাকে ফিরে যেতে বলেন এবং বলের দিকে না তাকিয়েই পিছন হেঁটে নিজে ক্রিজে ফিরে যাওয়ার চেষ্টা করেন। তবে তিনি ক্রিজে ফেরার সময় বল তাঁর পায়ে লেগে সরে যায়। ফলে বোলার ছাড়াও পয়েন্ট ফিল্ডার দৌড়ে বলের কাঁছে পৌঁছে গেলেও রান-আউট করার কোনও সুযোগ ছিল না তাঁদের কাছে।
পোলার্ড আউটের জন্য আবেদন জানালে ফিল্ড আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের কোর্টে বল ঠেলে দেন। সেই সঙ্গে সফট সিগন্যালে আউটের ইঙ্গিতও দিতে দেখা যায় ফিল্ড আম্পায়ারকে। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে গুণতিলকেকে আউট ঘোষণা করেন, যা নিয়ে শ্রীলঙ্কা শিবিরকে রীতিমতো ক্ষুব্ধ দেখায়। শ্রীলঙ্কা কোচ মিকি আর্থারকে অত্যন্ত রাগের সঙ্গে ম্যাচ রেফারির রুমের দিকে যেতে দেখা যায়।
স্বাভাবিকভাবেই এমন আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। যদিও এমন আউট ক্রিকেটে এই প্রথম নয়। এর আগে স্টিভ ওয়ার মতো ব্যাটসম্যানকেও অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়েছে।
ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৪৯ ওভারে ২৩২ রানে অল-আউট হয়ে যায়। গুণতিলকে ৫৫, করুণারত্নে ৫২ ও বান্দারা ৫০ রান করেন। হোল্ডার ও জেসন মহম্মদ ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন পোলার্ড, জোসেফ ও অ্যালেন।
পালটা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৭ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২৩৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১০ রান করে ম্যাচের সেরা হন সাই হোপ। ৬৫ রান করেন এভিন লুইস। ড্যারেন ব্র্যাভো অপরাজিত থাকেন ৩৭ রানে। ২টি উইকেট নেন চামিরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।