বাংলা নিউজ > ময়দান > Dasun Shanaka Viral Video: বিধ্বস্ত শ্রীলঙ্কার মুখে হাসি আনল দুর্ধর্ষ ইনিংস, শানাকা ঝড়ে ভুলল কষ্ট: ভিডিয়ো

Dasun Shanaka Viral Video: বিধ্বস্ত শ্রীলঙ্কার মুখে হাসি আনল দুর্ধর্ষ ইনিংস, শানাকা ঝড়ে ভুলল কষ্ট: ভিডিয়ো

দাসুন শানাকার উচ্ছ্বাস। গ্যালারিতে উচ্ছ্বাস শ্রীলঙ্কার সমর্থকদের। (ছবি সৌজন্যে এএফপি এবং টুইটার)

Dasun Shanaka Viral Video: রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা। গত কয়েক মাসে দেশের মানুষের মুখে হাসি উধাও হয়ে গিয়েছে। সেই বিধ্বস্ত দেশের মুখে হাসি নিয়ে আনলেন দাসুন শানাকা। তাঁর সৌজন্যেই রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা।

আর্থিক দিক থেকে ধুঁকছে একটা দেশ। জীবনযাপন অসহনীয় হয়ে উঠেছে। ক্ষণিকের জন্য সেই দেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে দিল একটি দুর্ধর্ষ ইনিংস। ২৫ বলে অপরাজিত ৫৪ রানের সেই ইনিংসের সুবাদে রাতারাতি শ্রীলঙ্কার মানুষের কাছে নায়ক হয়ে উঠেছেন দাসুন শানাকা।

শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরে নেন অজিরা। সেই নিয়মরক্ষার ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে কার্যত একা হাতে ম্যাচ জিতিয়ে দেন শানাকা। জয়সূচক রানের পরেই গ্যালারিতে উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। বিশেষত শ্রীলঙ্কার জার্সি পরা এক কিশোরের উচ্ছ্বাসের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বক্তব্য, ক্রিকেট সত্যিই আপনাকে চাঙ্গা করে দিতে পারে।

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ

সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুটা তেমন ভালো না হলেও নির্ধারিত পাঁচ উইকেটে ১৭৬ রান তোলেন অজিরা। ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। ২৩ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মার্কাস স্টইনিস। শ্রীলঙ্কার হয়ে চার ওভারে ২৫ রান নেন দু'উইকেট নেন মাহিশ থিকসানা।

আরও পড়ুন: SL vs AUS: ডেথ ওভারে সর্বোচ্চ রান করে জয় শ্রীলঙ্কার! বিশ্বরেকর্ড IPL-এ না থাকা খেলোয়াড়ের

রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি শ্রীলঙ্কা। তবে পরপর উইকেট হারিয়ে একটা সময় প্রবল চাপে পড়ে যায়। শেষ চার ওভারে ৬৫ রান বাকি ছিল। ১৭ তম ওভারে ছয় রান ওঠে। তারপরই বিধ্বংসী ইনিংস শুরু করেন শানাকা। ১৮ তম ওভারে ওঠে ২২ রান। ১৯ তম ওভারে ওঠে ১৮ রান। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল। একটা সময় সেই অঙ্কটা দাঁড়ায় - চার বলে ১৯ রান। সেখান থেকে দুটি চার এবং একটি ছক্কা মারেন শানাকা। শেষ বলে এক রান বাকি ছিল। সেটা ওয়াইড হয়ে যায়। তার ফলে এক বল বাকি থাকতেই চার উইকেটে নিয়মরক্ষার ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। ২৫ বলে অপরাজিত ৫৪ রানের সুবাদে স্বভাবতই ম্যাচের সেরা নির্বাচিত হন শানাকা। শুধু তাই নয়, শেষ তিন ওভারে একটিও ডট বল হয়নি।

বন্ধ করুন