বাংলা নিউজ > ময়দান > Dasun Shanaka Viral Video: বিধ্বস্ত শ্রীলঙ্কার মুখে হাসি আনল দুর্ধর্ষ ইনিংস, শানাকা ঝড়ে ভুলল কষ্ট: ভিডিয়ো

Dasun Shanaka Viral Video: বিধ্বস্ত শ্রীলঙ্কার মুখে হাসি আনল দুর্ধর্ষ ইনিংস, শানাকা ঝড়ে ভুলল কষ্ট: ভিডিয়ো

দাসুন শানাকার উচ্ছ্বাস। গ্যালারিতে উচ্ছ্বাস শ্রীলঙ্কার সমর্থকদের। (ছবি সৌজন্যে এএফপি এবং টুইটার)

Dasun Shanaka Viral Video: রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা। গত কয়েক মাসে দেশের মানুষের মুখে হাসি উধাও হয়ে গিয়েছে। সেই বিধ্বস্ত দেশের মুখে হাসি নিয়ে আনলেন দাসুন শানাকা। তাঁর সৌজন্যেই রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা।

আর্থিক দিক থেকে ধুঁকছে একটা দেশ। জীবনযাপন অসহনীয় হয়ে উঠেছে। ক্ষণিকের জন্য সেই দেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে দিল একটি দুর্ধর্ষ ইনিংস। ২৫ বলে অপরাজিত ৫৪ রানের সেই ইনিংসের সুবাদে রাতারাতি শ্রীলঙ্কার মানুষের কাছে নায়ক হয়ে উঠেছেন দাসুন শানাকা।

শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরে নেন অজিরা। সেই নিয়মরক্ষার ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে কার্যত একা হাতে ম্যাচ জিতিয়ে দেন শানাকা। জয়সূচক রানের পরেই গ্যালারিতে উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। বিশেষত শ্রীলঙ্কার জার্সি পরা এক কিশোরের উচ্ছ্বাসের ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বক্তব্য, ক্রিকেট সত্যিই আপনাকে চাঙ্গা করে দিতে পারে।

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ

সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুটা তেমন ভালো না হলেও নির্ধারিত পাঁচ উইকেটে ১৭৬ রান তোলেন অজিরা। ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। ২৩ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মার্কাস স্টইনিস। শ্রীলঙ্কার হয়ে চার ওভারে ২৫ রান নেন দু'উইকেট নেন মাহিশ থিকসানা।

আরও পড়ুন: SL vs AUS: ডেথ ওভারে সর্বোচ্চ রান করে জয় শ্রীলঙ্কার! বিশ্বরেকর্ড IPL-এ না থাকা খেলোয়াড়ের

রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি শ্রীলঙ্কা। তবে পরপর উইকেট হারিয়ে একটা সময় প্রবল চাপে পড়ে যায়। শেষ চার ওভারে ৬৫ রান বাকি ছিল। ১৭ তম ওভারে ছয় রান ওঠে। তারপরই বিধ্বংসী ইনিংস শুরু করেন শানাকা। ১৮ তম ওভারে ওঠে ২২ রান। ১৯ তম ওভারে ওঠে ১৮ রান। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল। একটা সময় সেই অঙ্কটা দাঁড়ায় - চার বলে ১৯ রান। সেখান থেকে দুটি চার এবং একটি ছক্কা মারেন শানাকা। শেষ বলে এক রান বাকি ছিল। সেটা ওয়াইড হয়ে যায়। তার ফলে এক বল বাকি থাকতেই চার উইকেটে নিয়মরক্ষার ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। ২৫ বলে অপরাজিত ৫৪ রানের সুবাদে স্বভাবতই ম্যাচের সেরা নির্বাচিত হন শানাকা। শুধু তাই নয়, শেষ তিন ওভারে একটিও ডট বল হয়নি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.