বাংলা নিউজ > ময়দান > ওয়ার্নারকে অধিনায়কের ভূমিকায় পাওয়া যাবে? উঠে যেতে পারে তাঁর নেতৃত্বের নিষেধাজ্ঞা

ওয়ার্নারকে অধিনায়কের ভূমিকায় পাওয়া যাবে? উঠে যেতে পারে তাঁর নেতৃত্বের নিষেধাজ্ঞা

ডেভিড ওয়ার্নার।

২০১৮ সালে বল বিকৃতি বিতর্কের সঙ্গে সরাসরি যোগ থাকার কারণেই বড় শাস্তির মুখে পড়তে হয়েছিল ওয়ার্নারকে। সেই সময়ে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ছিলেন ওয়ার্নার। বল বিকৃতি কাণ্ডে ওয়ার্নারের প্রত্যক্ষ যোগ থাকার কারণে তাঁকে এক বছর নির্বাসিত করা হয়েছিল এবং আজীবন নেতৃত্ব দেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

ডেভিড ওয়ার্নারকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁর উপর থেকে তুলে নেওয়া হতে পারে নেতৃত্বের নিষেধাজ্ঞা। সম্ভবত ওয়ার্নারকে ফের নেতৃত্বে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সূত্রের খবর থেকে জানা গিয়েছে, ওয়ার্নারকে নেতৃত্বে ফিরিয়ে আনতে বোর্ডের শৃঙ্খলাবিধিই বদলে ফেলতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুক্রবার হোবার্টে বোর্ডের বৈঠক রয়েছে। সেখানেই সম্ভবত ওয়ার্নারকে নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

২০১৮ সালে বল বিকৃতি বিতর্কের সঙ্গে সরাসরি যোগ থাকার কারণেই বড় শাস্তির মুখে পড়তে হয়েছিল ওয়ার্নারকে। সেই সময়ে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ছিলেন ওয়ার্নার। বল বিকৃতি কাণ্ডের সঙ্গে ওয়ার্নারের প্রত্যক্ষ যোগ থাকার কারণে তাঁকে এক বছর নির্বাসিত করা হয়েছিল এবং আজীবন নেতৃত্ব দেওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এ বার সেই নির্বাসনই উঠে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ও গতিতে মার খাবে- ভারতের তারকা পেসারকে নিয়ে বড় সতর্কবার্তা আক্রমের

অ্যারন ফিঞ্চ একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, তাঁর পরিবর্তে ক্রিকেট অস্ট্রেলিয়া অধিনায়কের খোঁজ চালাচ্ছে। বয়সের কথা চিন্তা করে স্টিভ স্মিথ রাজি নন। টেস্ট অধিনায়কত্বের সঙ্গে বাড়তি দায়িত্ব নিতে চান না প্যাট কামিন্সও। আর মিচেল মার্শ তো সরাসরিই ‘না’ বলে দিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তা হলে কাকে ওয়ানডে অধিনায়ক বানাবে?

সেরা বিকল্প নিঃসন্দেহে ডেভিড ওয়ার্নার। ৩৫ বছরের তারকা বাঁ-হাতি ব্যাটসম্যান অধিনায়কত্ব করতে আগ্রহও দেখিয়েছেন। আর তাই ওয়ার্নারকে অধিনায়কের দায়িত্ব দিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার তাদের নিয়মে পরিবর্তন আনতে চলেছে বলে খবর। মনে করা হচ্ছে, নাটকীয় কিছু না ঘটলে ওয়ার্নারই হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পরবর্তী ওয়ানডে অধিনায়ক।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া উড়ে গেলেন শামি, বুমরাহের বদলে T20 WC-এ নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন?

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার শৃঙ্খলাবিধি খতিয়ে দেখে তাতে বদল আনা হতে পারে। শুক্রবার বোর্ডের বৈঠকে সেই নিয়ে আলোচনা হবে। বোর্ডের চেয়ারম্যান লাচলান হেন্ডারসন ইঙ্গিত দিয়েছেন, দরকার হলে শৃঙ্খলাবিধি নতুন করে লেখা হতে পারে। তাঁর দাবি, ‘ডেভিড মাঠে নেমে ভালোই খেলছে এবং দলের জয়ে অবদান রাখছে। ওর নির্বাসন তুলতে গেলে আগে শৃঙ্খলাবিধি খতিয়ে দেখতে হবে এবং ঠিক করতে হবে আদৌ সেগুলো সংশোধন করা যায় কিনা। তবে দরকার পড়লে সেটা করা হতেই পারে।’

তিনি আরও বলেছেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এই কাজ করতে চাই। ভবিষ্যতে নেতৃত্বদানের কোনও ক্ষমতা ডেভিডের থাকবে কিনা, সেটা ঠিক করার জন্য এখনই সঠিক সময়।’

তবে বোর্ডের এথিক্স কমিশনার সাইমন লংস্টাফ বাধা দিতে পারেন। বোর্ডের একাংশের মতে, পরে ওয়ার্নারের ঘটনার পুনরাবৃত্তি হলে তখন তার দায় কে নেবেন? সিইও নিক হকলি বলেছেন, ‘দীর্ঘ দিন ধরে কেউ ভালো আচরণ করলে বা উন্নতি করলে সে ক্ষেত্রে নিয়মের বদল হতেই পারে।’

অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নেওয়ার বিষয়ে গত মাসেই আগ্রহ দেখিয়েছিলেন ওয়ার্নার। ফিঞ্চের জায়গায় নেতৃত্ব নেবেন কি না, জিজ্ঞেস করা হলে তিনি সরাসরিই বলেছিলেন, ‘আমার ফোন আছে। বোর্ড চাইলে কথা বলতে পারে। আমিও খুশি মনে কথা বলতে বসতে রাজি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেয়ের ছবিতে এসকর্ট গার্ল লিখে পোস্টারিং, আন্তর্জাতিক টেনিস তারকার বিরুদ্ধে FIR বাবা - মা থাকেন না বাড়িতে, তাপপ্রবাহের মধ্যে রিলস বানাতে গিয়ে মৃত্যু কিশোরীর চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য, SC-তে মামলা চলাকালীনও মিলবে মাইনে চিতার মুখ থেকে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটারকে বাঁচিয়ে আনলেন পোষ্য কুকুর ‘খুব কাছাকাছি চলে এসেছে’, মাধ্যমিকের ফল কবে বেরোবে? মুখ খুললেন পর্ষদের কর্তা! ‘‌দুর্নীতিতে যুক্ত পিনারাই বিজয়ন, পদক্ষেপ করে না কেন্দ্র’‌, তোপ প্রিয়াঙ্কার দুর্নীতি ঢাকতে ২০১৬তেই OMR শিট সংরক্ষণের বিধি বদল? বিস্ফোরক অভিযোগ SSCর বিরুদ্ধে Video: পাটনায় রেলস্টেশনের কাছের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬, আহত ৩০ কাঞ্চনকে গাড়ি থেকে নামালেন কল্যাণ, হাসপাতালে ভর্তি ‘কচি বউ’ শ্রীময়ী, হলটা কী? চপার থেকে নামতেই পা জড়িয়ে ধরেন মহিলা, রাস্তায় চুমুও ছুড়লেন তরুণী, কী করলেন দেব

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.