মার্চের প্রথম সপ্তাহেই (৪ ও ৫ মার্চ) দিল্লির জিমখানা ক্লাবে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ ১ ডেনমার্কের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা সেই ম্যাচের আগে ভারতীয়দের জন্য সুখবর। দুইদিনব্যাপী এই টাইয়ে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন হোলগার রুনে।
বিশ্বের ৯০ নম্বর সিঙ্গেলস তারকা রুনে, ডেনমার্কের সর্বোচ্চ র্যাঙ্কড টেনিস তারকা। রুনে ছাড়া ডেনমার্কের অন্য় কোনো তারকা এটিপি র্যাঙ্কিংয়ে প্রথম ২০০-র মধ্যেও নেই। ২০১৯ সালে ফরাসি ওপেন বয়েজ টাইটেল বিজেতা রুনের ওপর ভর করেই তাই দিল্লির জিমখানার ঘাসের কোর্টে ভারতকে চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা তৈরি করছিল ডেনমার্ক। তবে ডেনমার্ক দলের সেরা সিঙ্গেলস তারকা না খেলায় একটু হলেও ভারতীয়দের দিকে ম্যাচটা ঝুঁকে গেল।
অবশ্য রুনের অনুপস্থিতিতে যে ভারতীয় দল যে বাড়তি সুবিধা পাবে, এমনটা মানতে নারাজ দলের নন-প্লেয়িং অধিনায়ক রোহিত রাজপাল। তাঁর সাফ কথা, ‘ডেনমার্ক দল নিজেদের সেরা খেলোয়াড়কে না পেলেও, এখনও ওরা যথেষ্ট ভাল পারফর্ম করতে পারে। আমাদের নিজেদের শক্তিশালী দিকগুলির ওপর ফোকাস করতে হবে এবং সেই বুঝেই পরিকল্পনা তৈরি করা হবে।’ রুনের অনুপস্থিতিতে ডেনমার্কের তরফে ডবলস তারকা ফেড্রিক নিয়েলসনই ভারতীয়দের সবচেয়ে কড়া চ্যালেঞ্জ জানাবেন। তিনি সদ্যই নিজের কেরিয়ার সেরা ১৭ নম্বর র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।