
বিরাটদের বিরুদ্ধে টি-২০ সিরিজেই বাবর আজমকে টপকে নয়া নজির গড়তে পারেন মালান
১ মিনিটে পড়ুন . Updated: 11 Mar 2021, 09:27 PM IST- রেকর্ড ভাঙার জন্য মালানের হাতে আরও ছ’টি ইনিংস রয়েছে।
শুভব্রত মুখার্জি
সদ্য শেষ হয়েছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। ৩-১ ফলে সেই সিরিজ জিতেছে ভারত। শুক্রবার থেকে আমেদাবাদে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজ। ইংল্যান্ডের হয়ে সেই সিরিজে খেলবেন ডেভিড মালান।
ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বিধ্বংসী ফর্মে আছেন তিনি। দুরন্ত ছন্দে থাকা মালানের সামনে এবার সুযোগ থাকছে পাকিস্তানের বাবর আজমের বিশ্বরেকর্ড ভাঙার। ১৯টি টি-২০ ম্যাচে ৮৫৫ রান করে ফেলেছেন মালান। ১০০০ রান করতে তাঁর আর দরকার ১৪৫ রান। ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে সেই রান করে ফেলতে পারলেই ইংরেজ ওপেনার পাকিস্তান অধিনায়ক বাবরকে টপকে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১০০০ রান করার রেকর্ড করবেন।
প্রসঙ্গত ১০০০ রান করতে বাবরের লেগেছিল ২৬ ইনিংস। যার মাধ্যমে তিনি ভেঙে দিয়েছিলেন বিরাট কোহলির রেকর্ড। বিরাট ২৭ ইনিংসে ১০০০ রান করেছিলেন। রেকর্ড ভাঙার জন্য মালানের হাতে আরও ছ’টি ইনিংস রয়েছে।