বাংলা নিউজ > ময়দান > হাসপাতালে ভর্তির পর দিনই অ্যাঞ্জিওপ্লাস্টি হল পাক ক্রিকেটার আবিদ আলির

হাসপাতালে ভর্তির পর দিনই অ্যাঞ্জিওপ্লাস্টি হল পাক ক্রিকেটার আবিদ আলির

আবিদ আলি।

আবিদের ব্লক হয়ে যাওয়া করোনারি আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে। আপাতত তাঁকে করাচির হাসাপাতালে ইন্টেন্সিভ কেয়ারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কার্ডিওলজিস্টের তরফে আবিদ আলির প্রতি মুহূূর্তের শারীরিক অবস্থার আপডেট দেওয়া হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।

শুভব্রত মুখার্জি: খেলা চলাকালীন হঠাৎ করেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রতিভাবান ব্যাটার আবিদ আলি। সেখানে পরীক্ষা নিরীক্ষার পরে দেখা যায় তার অ্যাকিউট করোনারি সিনড্রোম রয়েছে। তার পরেই ডাক্তারদের পরামর্শ মত একদিন পরেই করা হল তার অ্যাঞ্জিওপ্লাস্টি। আপাতত সুস্থ রয়েছেন আবিদ আলি।

আবিদের ব্লক হয়ে যাওয়া করোনারি আর্টারিতে স্টেন্ট বসানো হয়েছে। আপাতত তাঁকে করাচির হাসাপাতালে ইন্টেন্সিভ কেয়ারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কার্ডিওলজিস্টের তরফে আবিদ আলির প্রতি মুহূূর্তের শারীরিক অবস্থার আপডেট দেওয়া হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। উল্লেখ্য সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন এই ডানহাতি ব্যাটার।

প্রসঙ্গত মঙ্গলবার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কায়েদ-ই-আজম ট্রফিতে খেলছিলেন আবিদ আলি। সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলছিলেন তিনি। খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে ব্যাটিং করার সময় দু'বার বুকে ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। করাচির ইউবিএল গ্রাউন্ডে শেষ দিনে ৬১ রানের সময় বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আবিদ। হাসপাতালে তাঁকে পরীক্ষা করা হলে জানা যায়, তার অ্যাকিউট করোনারি সিনড্রোম রয়েছে।

বন্ধ করুন