বাংলা নিউজ > ময়দান > IPL 2021: ৬ উইকেটের দাপুটে জয়ে অবশেষে মুম্বইয়ের হার্ডল টপকাল দিল্লি
শিখর ধাওয়ান। ছবি- আইপিএল।

IPL 2021: ৬ উইকেটের দাপুটে জয়ে অবশেষে মুম্বইয়ের হার্ডল টপকাল দিল্লি

ক্যাপিটালসের হয়ে একাই ৪ উইকেট নেন অমিক মিশ্র। ব্যাট হাতে অল্পের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেন ধাওয়ান।

দিল্লি ক্যাপিটালস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স, উভয় দলই আইপিএল ২০২১-এ নিজেদের প্রথম ৩টি ম্যাচের ২টি'তে জয় পেয়েছে। হেরেছে ১টি করে ম্যাচে। এই অবস্থায় টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় দিল্লি ও মুম্বই। শেষমেশ মুম্বইয়ের বিরুদ্ধে অনায়াসে জয় তুলে নেয় ক্যাপিটালস। ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।

20 Apr 2021, 11:45:12 PM IST

ম্যাচের সেরা অমিত মিশ্র

কার্যত একার হাতে মুম্বইয়ের ব্যাটিং লাইনআপকে ভাঙার জন্য ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অমিত মিশ্র।

20 Apr 2021, 11:44:17 PM IST

মুম্বইয়ের বোলিং পারফর্ম্যান্স

জয়ন্ত ২৫ রানে ১টি, বুমরাহ ৩২ রানে ১টি, চাহার ২৯ রানে ১টি ও পোলার্ড ৯ রানে ১টি উইকেট নেন।

20 Apr 2021, 11:43:12 PM IST

দিল্লির ব্যাটিং পারফর্ম্যান্স

পৃথ্বী ৭, ধাওয়ান ৪৫, স্মিথ ৩৩, ললিত অপরাজিত ২২, পন্ত ৭ ও হেতমায়ের অপরাজিত ১৪ রান করেন। 

20 Apr 2021, 11:41:50 PM IST

দিল্লির বোলিং পারফর্ম্যান্স

অমিত মিশ্র ২৪ রানে ৪টি উইকেট নেন। ১৫ রানে ২টি উইকেট নেন আবেশ খান। স্টইনিস ২০ রানে ১টি, রাবাদা ২৫ রানে ১টি ও ললিত ১৭ রানে ১টি উইকেট দখল করেন।

20 Apr 2021, 11:40:29 PM IST

মুম্বইয়ের ব্যাটিং পারফর্ম্যান্স

রোহিত ৪৪, ডি'কক ২, সূর্যকুমার ২৪, ইশান ২৬, হার্দিক ০, ক্রুণাল ১, পোলার্ড ২, জয়ন্ত ২৩, চাহার ৬, বুমরাহ অপরাজিত ৩ ও বোল্ট অপরাজিত ১ রান করেন।

20 Apr 2021, 11:33:55 PM IST

অবশেষে শাপমুক্তি

গতবছর ফাইনালে উঠলেও দিল্লি ক্যাপিটালস মুম্বইয়ের কাছে ৪টি ম্যাচেই পরাজিত হয়। আইপিএলে শেষ পাঁচটি ম্যাচেই মুম্বই হারিয়ে দেয় দিল্লিকে। অবশেষে মুম্বইয়ের বিরুদ্ধে জিততে সক্ষম হয় ক্যাপিটালস। 

20 Apr 2021, 11:27:54 PM IST

দিল্লি ৬ উইকেটে জয়ী

মুম্বইয়ের ৯ উইকেটে ১৩৭ রানের জবাবে দিল্লি ১৯.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলে ম্যাচ জিতে যায়। 

20 Apr 2021, 11:26:22 PM IST

ম্যাচ জিতল দিল্লি

পোলার্ডের প্রথম বলেই বাউন্ডারি মেরে স্কোর লেভেল করেন হেতমায়ের। দ্বিতীয় বলে আম্পায়ার নো ডাকতেই ম্যাচ জিতে যায় দিল্লি। হেতমায়ের ১৪ ও ললিত ২২ রানে অপরাজিত থাকেন।

20 Apr 2021, 11:22:43 PM IST

৬ বলে ৫ রান দরকার দিল্লির

১৯তম ওভারে ২টি নো বল করেন বুমরাহ। যদিও দু'টি ফ্রি-হিটের একটিকেও বাউন্ডারিকে পরিণত করতে পরেনি দিল্লি। জসপ্রীতের ওভারে মোট ১০ রান ওঠে। জয়ের জন্য শেষ ওভারে দিল্লির ৫ রান দরকার।

20 Apr 2021, 11:17:10 PM IST

২ ওভারে দিল্লির দরকার ১৫ রান

১৮ ওভার শেষে ক্যাপিটালস ৪ উইকেটে ১২৩ রান তুলেছে। জয়ের জন্য ২ ওভারে দিল্লির দরকার ১৫ রান। বোল্টের ওভারে ৭ রান ওঠে। ১টি চার মারেন হেতমায়ের।

20 Apr 2021, 11:09:01 PM IST

ঋষভ পন্ত আউট

১৭তম ওভারের পঞ্চম বলে ঋষভ পন্তকে ফেরালেন জসপ্রীত বুমরাহ। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৭ রান করে ক্রুণাল পান্ডিয়ার হাতে ধরা পড়েন পন্ত। দিল্লি ১১৫ রানে ৪ উইকেট হারায়। বুমরাহর ওভারে ৯ রান ওঠে। জয়ের জন্য শেষ ৩ ওভারে ২২ রান দরকার দিল্লির। ব্যাট করছেন ললিত ও হেতমায়ের।

20 Apr 2021, 11:01:58 PM IST

৪ ওভারে দিল্লির দরকার ৩১ রান

১৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ৩ উইকেটে ১০৭ রান তুলেছে। শেষ ৪ ওভারে জয়ের জন্য তাদের দরকার ৩১ রান। ললিত ১১ ও পন্ত ৫ রানে ব্যাট করছেন।

20 Apr 2021, 10:55:45 PM IST

ধাওয়ান আউট

নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে এলেন শিখর ধাওয়ান। চাহারকে ১টি চার ও ১টি ছক্কা মারার পর ১৫তম ওভারের পঞ্চম বলে ক্রুণাল পান্ডিয়ার হাতে ধরা পড়েন তিনি। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৪৫ রান করে ক্রিজ ছাড়েন গব্বর। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত। ১৫ ওভারে দিল্লি ১০১/৩। ৫ ওভারে দলকার ৩৭ রান।

20 Apr 2021, 10:54:24 PM IST

দিল্লি ১০০

১৫তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে দিল্লি ক্যাপিটালস।

20 Apr 2021, 10:49:47 PM IST

৬ ওভারে দিল্লির দরকার ৪৮ রান

১৪ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ২ উইকেটে ৯০ রান তুলেছে। শেষ ৬ ওভারে জয়ের জন্য ৪৮ রান দরকার তাদের। শিখর ধাওয়ান ৩৭ বলে ৩৫ রান করে অপরাজিত রয়েছেন। ১০ রানে ব্যাট করছেন ললিত যাদব।

20 Apr 2021, 10:38:10 PM IST

১২ ওভারে ক্যাপিটালস ৮৩/২

১২ ওভার শেষে ক্যাপিটালস ২ উইকেটে ৮৩ রান তুলেছে। ধাওয়ান ৩১ বলে ৩২ রান করে অপরাজিত রয়েছেন। 

20 Apr 2021, 10:25:24 PM IST

১০ ওভারে ৭০ রান দরকার দিল্লির

১০ ওভারের খেলা শেষ। দিল্লি ২ উইকেটে ৬৮ রান তুলেছে। ১০ ওভারে ৭০ রান দরকার তাদের। ধাওয়ান ২১ রানে ব্যাট করছেন।

20 Apr 2021, 10:23:30 PM IST

স্মিথ আউট

দশম ওভারের দ্বিতীয় বলে স্টিভ স্মিথকে এলবিডব্লির ফাঁদে জড়ালেন কায়রন পোলার্ড। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৩৩ রান করে করে সাজঘরে ফেরেন স্মিথ। ক্রিজে নতুন ব্যাটসম্যান ললিত যাদব। দিল্লি ৬৪ রানে ২ উইকেট হা

20 Apr 2021, 10:19:06 PM IST

৯ ওভারে দিল্লি ৬৪/১

ক্রুণাল পান্ডিয়ার ওভারে জোড়া বাউন্ডারি মারেন স্টিভ স্মিথ। ৯ ওভার শেষে দিল্লি ১ উইকেটে ৬৪ রান তুলেছে। স্মিথ ৩৩ ও ধাওয়ান ২০ রান তুলেছে।

20 Apr 2021, 10:10:45 PM IST

দিল্লি ৫০

ইনিংসের অষ্টম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে দিল্লি ক্যাপিটালস। ৮ ওভারে ক্যাপিটালস ৫২/১। স্মিথ ২২ ও ধাওয়ান ১৯ রানে ব্যাট করছেন।

20 Apr 2021, 10:03:43 PM IST

পাওয়ার প্লে'র খেলা শেষ

পাওয়ার প্লে'র ৬ ওভারে দিল্লি ১ উইকেটে ৩৯ রান তুলেছে। স্মিথ ১৭ ও ধাওয়ান ১২ রানে ব্যাট করছেন।

20 Apr 2021, 09:57:51 PM IST

৫ ওভারে দিল্লি ৩৪/১

৫ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ১ উইকেটে ৩৪ রান তুলেছে। স্মিথ ১৪ ও ধাওয়ান ১০ রানে ব্যাট করছেন।

20 Apr 2021, 09:52:09 PM IST

দিল্লি ৪ ওভারে ২৮/১

৪ ওভার শেষে দিল্লি ক্যাপিটালস ১ উইকেটে ২৮ রান তুলেছে। স্মিথ ১১ ও ধাওয়ান ৯ রানে ব্যাট করছেন। 

20 Apr 2021, 09:41:24 PM IST

পৃথ্বী শ আউট

ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই পৃথ্বী শ'র উইকেট তুলে নেন জয়ন্ত যাদব। ওভারের তৃতীয় বলে কট অ্যান়্ বোল্ড হয়ে সাজঘরে ফেরেন দিল্লি ওপেনার। দিল্লি ১১ রানে ১ উইকেট হারায়। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৭ রান করে ক্রিজ ছাড়েন পৃথ্বী। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্টিভ স্মিথ। দিল্লি ২ ওভারে ১৬/১।

20 Apr 2021, 09:36:15 PM IST

দিল্লির রান তাড়া করা শুরু

দিল্লির হয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। বোলিং শুরু করেন বোল্ট। প্রথম ওভারে বিনা উইকেটে ৫ রান তুলেছে দিল্লি। ১টি বাউন্ডারি মারেন ধাওয়ান।

20 Apr 2021, 09:17:21 PM IST

২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ১৩৭/৯

নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেটের বিনিময়ে ১৩৭ রান তুলেছে। বুমরাহ ৩ ও বোল্ট ১ রান অপরাজিত থাকেন। জয়ের জন্য দিল্লির প্রয়োজন ১৩৮ রান।

20 Apr 2021, 09:16:17 PM IST

চাহার আউট

শেষ ওভারের চতুর্থ বলে রাহুল চাহারকে ফিরিয়ে দিলেন আবেশ খান। মুম্বই ১৩৫ রানে ৯ উইকেট হারায়। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৬ রান করে পন্তের দস্তানায় ধরা পড়েন তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান বোল্ট।

20 Apr 2021, 09:10:04 PM IST

জয়ন্ত যাদব আউট

১৯তম ওভারের পঞ্চম বলে জয়ন্ত যাদবের উইকেট তুলে নেন রাবাদা। মুম্বই ১২৯ রানে ৮ উইকেট হারায়। জয়ন্ত ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৩ রান করে ক্রিজ ছাড়েন। ১৯ ওভার শেষে মুম্বই ১৩০/৮।

20 Apr 2021, 09:07:29 PM IST

 মিশ্র ৪ ওভারে ২৪/৪

অমিত মিশ্র ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২৪ রানে ৪ উইকেট নিয়ে। ১৮ ওভার শেষে মুম্বই ১২৫/৭।

20 Apr 2021, 09:05:26 PM IST

ইশান কিষাণকে ফেরালেন অমিত মিশ্র

রোহিত, হার্দিকের ও পোলার্ডের পর ইশানকেও ফিরিয়ে দিলেন অমিত মিশ্র। ১৮তম ওভারের তৃতীয় বলে ইশানকে বোল্ড করেন তিনি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বেল ২৬ রান করে সাজঘরে ফেরেন ইশান। মুম্বই ১২৩ রানে ৭ উইকেট হারায়। 

20 Apr 2021, 09:03:00 PM IST

১৭ ওভারে মুম্বই ১২০/৬

১৭ ওভারে মুম্বই ১২০/৬। রাবাদার ওভারে ৬ রান ওঠে। ১টি চার মারেন ইশান। তিনি ২৬ রানে ব্যাট করছেন। জয়ন্ত ব্যাট করছেন ১৬ রানে।

20 Apr 2021, 08:57:25 PM IST

১৬ ওভারে মুম্বই ১১৪/৬

১৬ ওভারে মুম্বই ১১৪/৬। অশ্বিনের ওভারে ১৩ রান ওঠে। ১টি ছক্কা মারেন ইশান।

20 Apr 2021, 08:48:48 PM IST

মুম্বই ১০০

১৫তম ওভারে মুম্বই ইন্ডিয়ান্স দলগত ১০০ রান পূর্ণ করে। ১৫ ওভার শেষে মুম্বই ১০১/৬।

20 Apr 2021, 08:46:50 PM IST

১৪ ওভারে মুম্বই ৯৬/৬

১৪ ওভারে মুম্বই ৯৬/৬। ইশান ১৭ বলে ১১ ও জয়ন্ত ৭ বলে ৭ রান করেছেন।

20 Apr 2021, 08:36:04 PM IST

অমিত মিশ্রর তৃতীয় শিকার পোলার্ড

রোহিত ও হার্দিকের পর পোলার্ডের উইকেট তুলে নিলেন অমিত মিশ্র। ১২তম ওভারের চতুর্থ বলে পোলার্ডকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান মিশ্র। ৫ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন কায়রন। মুম্বই ৮৪ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জয়ন্ত যাদব।

20 Apr 2021, 08:27:45 PM IST

ক্রুণাল পান্ডিয়া আউট

১১তম ওভারের চতুর্থ বলে ক্রুণাল পান্ডিয়ার উইকেট তুলে নেন ললিত যাদব। ৫ বলে ১ রান করে বোল্ড হন তিনি। মুম্বই ৮১ রানে৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কায়রন পোলার্ড।

20 Apr 2021, 08:25:23 PM IST

১০ ওভারে মুম্বই ৭৮/৪

অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে মুম্বই ৭৮/৪। অশ্বিনের ওভারে মাত্র ১ রান ওঠে।

20 Apr 2021, 08:21:36 PM IST

হার্দিক পান্ডিয়াকেও সাজঘরে ফেরালেন মিশ্র

রোহিতকে ফেরানোর পর একই ওভারের শেষ বলে হার্দিক পান্ডিয়ার উইকেটও তুলে নেন মিশ্র। মুম্বই ৭৭ রানে ৪ উইকেট হারায়। খাতা খোলার আগেই স্মিথের হাতে ধরা পড়েন হার্দিক। ব্যাট করতে নামলেন ক্রুণাল।

20 Apr 2021, 08:18:43 PM IST

রোহিতকে ফেরালেন অমিত মিশ্র

নবম ওভারের চতুর্থ বলে রোহিত শর্মার উইকেট তুলে নেন অমিত মিশ্র। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৪৪ রান করে স্মিথের হাতে ধরা পড়েন মুম্বই দলনায়ক। মুম্বই ৭৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে ইশানের সঙ্গে হার্দিক।

20 Apr 2021, 08:10:49 PM IST

সূর্যকুমার আউট

সপ্তম ওভারের শেষ বলে সূর্যকুমার যাদবের উইকেট তুলে নিলেন আবেশ খান। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২৪ রান করে পন্তের দস্তানায় ধরা পড়েন সূর্য। মুম্বই ৬৭ রানে ২ উইকেট হারায়।

20 Apr 2021, 08:00:43 PM IST

মুম্বই ৫০

৬ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে মুম্বই ইন্ডিয়ান্স। অমিত মিশ্রর ওভারে ১০ রান ওঠে। ২টি চার মারেন সূর্যকুমার। রোহিত ২৯ ও সূর্যকুমার ২৩ রানে ব্যাট করছেন।

20 Apr 2021, 07:59:21 PM IST

৫ ওভারে মুম্বই ৪৫/১

৫ ওভারে মুম্বই ৪৫/১। রাবাদার ওভারে ১৪ রান ওঠে। রোহিত ১টি ছয় মারেন। সূর্যকুমার ১টি চার মারেন।

20 Apr 2021, 07:55:09 PM IST

অশ্বিনের ওভারে ১৫ রান

চার ওভারে দিল্লি ৩১/১। অশ্বিনের ওভারে রোহিত ১টি চার ও ১টি ছক্কা মারেন। ১টি চার মারেন সূর্যকুমার। ওভারে মোট ১৫ রান ওঠে। রোহিত ২১ রানে ব্যাট করছেন।

20 Apr 2021, 07:45:06 PM IST

ডি'কক আউট

তৃতীয় ওভারের প্রথম বলেই স্টইনিস ফেরত পাঠালেন কুইন্টন ডি'কককে। ৪ বলে ১ রান করে পন্তের দস্তানায় ধরা দেন কুইন্টন। মুম্বই ৯ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার। ৩ ওভারে মুম্বই ১৬/১। স্টইনিসের ওভারে ৭ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন রোহিত।

20 Apr 2021, 07:41:56 PM IST

২ ওভারে মুম্বই ৯/০

২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স বিনা উইকেটে ৯ রান তুলেছে। অশ্বিনের ওভারে ৩ রান ওঠে। 

20 Apr 2021, 07:34:09 PM IST

স্টইনিসকে দিয়ে বোলিং শুরু করাল দিল্লি

ম্যাচ শুরু। মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত ও ডি'কক। বোলিং শুরু করেন মার্কাস স্টইনিস। প্রথম ওভারে ৬ রান ওঠে। রোহিত ৫ রান করেছেন।

20 Apr 2021, 07:22:02 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, জয়ন্ত যাদব, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

20 Apr 2021, 07:16:17 PM IST

দিল্লির প্রথম একাদশ

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শিমরন হেতমায়ের, মার্কাস স্টইনিস, ললিত যাদব, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, আবেশ খান ও অমিত মিশ্র।

20 Apr 2021, 07:10:59 PM IST

জোড়া পরিবর্তন দিল্লির

দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম একাদশে দু'টি পরিবর্তন করে। ক্রিস ওকসের পরিবর্তে শিমরন হেতমায়েরকে জায়গা করে দেন ঋষভ পন্তরা। মেরিওয়ালার জায়গায় মাঠে নামছেন অমিত মিশ্র।

20 Apr 2021, 07:09:24 PM IST

মুম্বই দলে তিনজন বিদেশি

মুম্বই ইন্ডিয়ান্স চেন্নাইয়ের পিচ ও পরিবেশের কথা মাথায় রেখে বাড়তি স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয়। অ্যাডাম মিলিনের পরিবর্তে জয়ন্ত যাদবকে খেলানোর সিদ্ধান্ত নেন রোহিতরা। সুতরাং তিনজন বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামছে মুম্বই।

20 Apr 2021, 07:06:17 PM IST

টস জিতল মুম্বই

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.