বাংলা নিউজ > ময়দান > DC vs MI WPL 2023 Final: ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা, রুদ্ধশ্বাস ফাইনালে দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স
চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ছবি- এএফপি।

DC vs MI WPL 2023 Final: ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা, রুদ্ধশ্বাস ফাইনালে দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

Delhi Capitals vs Mumbai Indians Women's Premier League Final Live Score: হেইলি ম্য়াথিউজ ও ইসি ওংয়ের দুরন্ত বোলিংয়ের সুবাদে দিল্লি ক্যাপিটালসকে নাগালের মধ্যে বেঁধে রাখেন হরমনপ্রীতরা। পরে ন্যাট সিভারের হাফ-সেঞ্চুরিতে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স।

প্রথম লেগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে কার্যত একতরফাভাবে হারতে হয় দিল্লি ক্যাপিটালসকে। তবে ফিরতি লেগে মুম্বইকে হারিয়েই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথ পরিষ্কার করে দিল্লি। লিগ টেবিলের এক নম্বরে থেকে ক্যাপিটালস সরাসরি উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে ওঠে। পরে এলিমিনেটরের বাধা টপকে হরমনপ্রীত কৌররা খেতাবি লড়াইয়ের টিকিট হাতে পেতেই ফের একবার মুম্বই বনাম দিল্লির লড়াইয়ের মঞ্চ প্রস্তুত হয়ে যায়। পারফর্ম্যান্সের নিরিখে টুর্নামেন্টের সেরা ২টি দল উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালের লড়াইয়ে একে অপরের মুখোমুখি হয়। শেষমেশ রুদ্ধশ্বাস ফাইনালে দিল্লিকে হারিয়ে  প্রথমবার ডব্লিউপিএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে মুম্বই ইন্ডিয়ান্স

26 Mar 2023, 11:50:00 PM IST

টুর্নামেন্টের সেরা হেইলি ম্যাথিউজ

১০ ম্যাচে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ ২৭১ রান সংগ্রহ করেন হেইলি ম্য়াথিউজ। সেই সঙ্গে তিনি সব থেকে বেশি ১৬টি উইকেট সংগ্রহ করেন। সঙ্গত কারণেই টুর্নামেন্টের সেরা (মোস্ট ভ্যালুয়েবল) ক্রিকেটারের পুরস্কার জেতেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান অল-রাউন্ডার।

26 Mar 2023, 11:45:27 PM IST

ম্যাচের সেরা ন্য়াট সিভার

৭টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ৬০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ন্যাট সিভার ব্রান্ট।

26 Mar 2023, 10:44:49 PM IST

চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স

শেষ ওভারে ক্যাপসির প্রথম বলে ১ রান নেন অ্যামেলিয়া। দ্বিতীয় বলে ২ রান নেন ন্যাট সিভার। তৃতীয় বলে বাউন্ডারি মেরে মুম্বইকে ম্যাচ জেতান ন্যাট সিভার ব্রান্ট। দিল্লি ক্যাপিটালসের ৯ উইকেটে ১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৯.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে মুম্বই। ন্যাট সিভার ৫৫ বলে ৬০ রান করে নট-আউট থাকেন। তিনি ৭টি চার মারেন। ৮ বলে ১৪ রান করে নট-আউট থাকেন। তিনি ২টি চার মারেন। ক্যাপসি ৩.৩ ওভারে ৩৪ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি।

26 Mar 2023, 10:38:53 PM IST

হাফ-সেঞ্চুরি ন্যাট সিভারের, জিততে দরকার ৫ রান

৬টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ন্যাট সিভার ব্রান্ট। জোনাসেনের ওভারে ১৬ রান ওঠে। ১টি চার মারেন ন্যাট সিভার। ২টি চার মারেন অ্যামেলিয়া। ১৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১২৭ রান। জয়ের জন্য শেষ ওভারে ৫ রান দরকার মুম্বইয়ের। জোনাসেন ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ন্যাট সিভার ৫৪ ও অ্যামেলিয়া কের ১৩ রানে ব্যাট করছেন।

26 Mar 2023, 10:37:07 PM IST

২ ওভারে ২১ রান দরকার মুম্বইয়ের

শিখা পান্ডের বোলিং কোটা শেষ। ৪ ওভারে ২৩ রান খরচ করেন তিনি। ১৮ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১১১ রান। জয়ের জন্য তাদের দরকার ২১ রান। ন্যাট সিভার ৪৯ রানে ব্যাট করছেন।

26 Mar 2023, 10:33:39 PM IST

১০০ টপকাল মুম্বই

১৭তম ওভারে অ্যালিস ক্যাপসির বলে ২টি চার মারেন ন্যাট সিভার। ওভারে মোট ১১ রান ওঠে। ১৭ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১০৬ রান। ৪৫ রানে ব্যাট করছেন ন্যাট সিভার ব্রান্ট। ৩ ওভারে ২৭ রান খরচ করেছেন ক্যাপসি।

26 Mar 2023, 10:28:21 PM IST

রান-আউট হরমনপ্রীত

১৬.১ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন হরমনপ্রীত কৌর।৩৯ বলে ৩৭ রান করেন তিনি। মারেন ৫টি চার। মুম্বই ইন্ডিয়ান্স ৯৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যামেলিয়া কের। উল্লেখ্য, ডব্লিউপিএল ফাইনালে দু'দলের ক্যাপ্টেনই রান-আউট হয়ে মাঠ ছাড়েন। প্রথম ইনিংসে রান-আউট হন মেগ ল্যানিং।

26 Mar 2023, 10:26:16 PM IST

৪ ওভারে মুম্বইয়ের দরকার ৩৭ রান

১৬তম ওভারে ৮ রান খরচ করেন শিখা পান্ডে। ১টি চার মারেন ন্য়াট সিভার। ১৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৯৫ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৭ রান দরকার তাদের। হরমনপ্রীত ৩৭ ও ন্যাট সিভার ৩৫ রানে ব্যাট করছেন। শিখা ৩ ওভারে ১৮ রান খরচ করেছেন।

26 Mar 2023, 10:20:40 PM IST

রাধার বোলিং কোটা শেষ 

বোলিং কোটা শেষ করলেন রাধা যাদব। তিনি ২৪ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৮৭ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৪৫ রান দরকার তাদের। হরমনপ্রীত ৩৫ ও ন্যাট সিভার ২৯ রানে ব্যাট করছেন।

26 Mar 2023, 10:17:40 PM IST

৬ ওভারে মুম্বইয়ের দরকার ৫১ রান

১৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৮১ রান। জয়ের জন্য শেষ ৬ ওভারে ৫১ রান দরকার তাদের। মারিজানের ওভারে ৫ রান ওঠে। হরমনপ্রীত ৩০ ও ন্যাট সিভার ২৮ রানে ব্যাট করছেন। মারিজান ৪ ওভারে ২২ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।

26 Mar 2023, 10:13:49 PM IST

৫০ রানের পার্টনারশিপ

৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন ন্যাট সিভার ও হরমনপ্রীত। জেস জোনাসেনের ওভারে ৮ রান ওঠে। ১টি চার মারেন হরমনপ্রীত। ১৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৭৫ রান। হরমনপ্রীত ২৯ ও ন্যাট সিভার ২৪ রানে ব্যাট করছেন। জোনাসেন ৩ ওভারে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

26 Mar 2023, 10:10:18 PM IST

গিয়ার বদলাচ্ছে মুম্বই

১২তম ওভারে অ্যালিস ক্যাপসির বলে ১টি করে চার মারেন হরমনপ্রীত ও ন্যাট সিভার। ওভারে মোট ১২ রান ওঠে। মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৬৭ রান। ন্যাট সিভার ২৩ ও হরমনপ্রীত ২২ রান করেছেন।

26 Mar 2023, 10:06:46 PM IST

রাধার ওভারে ৪ রান

১১তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন রাধা যাদব। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৫৫ রান। ন্যাট সিভার ১৮ ও হরমনপ্রীত ১৭ রানে ব্যাট করছেন। রাধা ৩ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 Mar 2023, 10:02:06 PM IST

৫০ টপকাল মুম্বই ইন্ডিয়ান্স

দশম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স। অ্যালিস ক্যাপসির ওভারে ৬ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৫১ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৮১ রান। হরমনপ্রীত ১৬ ও ন্যাট সিভার ১৬ রানে ব্যাট করছেন।

26 Mar 2023, 09:59:10 PM IST

প্রথম বাউন্ডারি হরমনপ্রীতের

নবম ওভারে শিখা পান্ডের বলে ১টি চার মারেন হরমনপ্রীত কৌর। ওভারে মোট ৯ রান ওঠে। ৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৪৫ রান। হরমনপ্রীত ১১ ও ন্য়াট সিভার ১৫ রানে ব্যাট করছেন।

26 Mar 2023, 09:52:40 PM IST

রাধার ওভারে ৮ রান

অষ্টম ওভারে রাধা যাদবের বলে ৮ রান সংগ্রহ করে মুম্বই ইন্ডিয়ান্স। ১টি চার মারেন ন্যাট সিভার। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ৩৬ রান। সিভার ১৩ ও হরমনপ্রীত ৪ রানে ব্যাট করছেন।

26 Mar 2023, 09:50:08 PM IST

স্লো ব্যাটিং মুম্বইয়ের

সপ্তম ওভারে শিখা পান্ডে মাত্র ১ রান খরচ করেন। শেষ চার ওভারে ৬ রান তোলে মুম্বই। তাদের স্কোর ২ উইকেটে ২৮ রান। ন্য়াট সিভার ৭ ও হরমনপ্রীত ২ রানে ব্যাট করছেন। 

26 Mar 2023, 09:45:14 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

ষষ্ঠ ওভারে জেস জোনাসেন মাত্র ১ রান খরচ করেন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ২৭ রান। জোনাসেন ২ ওভারে ৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।

26 Mar 2023, 09:43:23 PM IST

মারিজানের ওভারে ২ রান

পঞ্চম ওভারে মাত্র ২ রান খরচ করেন মারিজান কাপ। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ২৬ রান। ন্যাট সিভার ৫ ও হরমনপ্রীত ২ রান করেছেন। মারিজান ৩ ওভারে ১৮ রান খরচ করেছেন।

26 Mar 2023, 09:38:40 PM IST

হেইলি ম্যাথিউজ আউট

৩.৪ ওভারে জেস জোনাসেনের বলে অরুন্ধতী রেড্ডির হাতে ধরা পড়েন হেইলি ম্যাথিউজ। ১২ বলে ১৩ রান করেন তিনি। মারেন ৩টি চার। মুম্বই ইন্ডিয়ান্স ২৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হরমনপ্রীত কৌর। ৪ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ২৪ রান।

26 Mar 2023, 09:35:17 PM IST

মারিজানের ওভারে ৭ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন মারিজান কাপ। ১টি চার মারেন হেইলি ম্য়াথিউজ। ওভারে ৭ রান ওঠে। ৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ২২ রান। ম্যাথিউজ ১৩ রানে ব্যাট করছেন।

26 Mar 2023, 09:28:37 PM IST

যস্তিকা ভাটিয়া আউট

১.৩ ওভারে রাধা যাদবের ফুলটস বলে অ্যালিস ক্যাপসির হাতে ধরা পড়েন যস্তিকা ভাটিয়া। ৩ বলে ৪ রান করেন তিনি। মারেন ১টি চার। মুম্বই ইন্ডিয়ান্স ১৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাট সিভার ব্রান্ট। ২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ১৫ রান। ৮ রান করেছেন ম্য়াথিউজ।

26 Mar 2023, 09:25:48 PM IST

মুম্বইয়ের রান তাড়া শুরু

যস্তিকা ভাটিয়াকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন হেইলি ম্য়াথিউজ। বোলিং শুরু করেন মারিজান কাপ। ২টি চার মারেন ম্য়াথিউজ। প্রথম ওভারে ৯ রান সংগ্রহ করে মুম্বই ইন্ডিয়ান্স।

26 Mar 2023, 09:07:36 PM IST

লড়াইয়ের রসদ দিল্লি ক্যাপিটালসের

শেষ ওভারে ন্যাট সিভার ব্রান্টের শেষ ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন রাধা যাদব। ওভারে ১৬ রান ওঠে। দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। রাধা যাদব ১২ বলে ২৭ রান করেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। শিখা পান্ডে ১৭ বলে ২৭ রান করেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। শেষ উইকেটের জুটিতে ২৪ বলে ৫২ রান যোগ করেন শিখা-রাধা। সুতরাং, চ্যাম্পিয়ন হতে মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ১৩২ রান। ন্য়াট সিভার ৪ ওভারে ৩৭ রান খরচ করেন।

26 Mar 2023, 09:00:06 PM IST

১০০ টপকাল দিল্লি

১৯তম ওভারে ইসি ওংয়ের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন শিখা পান্ডে। ১টি চার মারেন রাধা যাদব। ওভারে মোট ২০ রান ওঠে। ১৯ ওভার শেষে দিল্লির স্কোর ৯ উইকেটে ১১৫ রান। শিখা ২৬ ও রাধা ১২ রানে ব্যাট করছেন। ইসি ওং ৪ ওভারে ৪২ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন।

26 Mar 2023, 08:55:58 PM IST

ন্যাট সিভারের ওভারে ৬ রান

১৮তম ওভারে ৬ রান খরচ করেন ন্যাট সিভার। দিল্লি ক্যাপিটালসের স্কোর ৯ উইকেটে ৯৫ রান। শিখা ১১ ও রাধা ৭ রানে ব্যাট করছেন। ন্য়াট সিভার ৩ ওভারে ২১ রান খরচ করেছেন।

26 Mar 2023, 08:53:16 PM IST

সাইকার বোলিং কোটা শেষ

১৭তম ওভারে সাইকা ইশাকের বলে ১টি চার মারেন রাধা, ১টি বাউন্ডারি মারেন শিখা। ওভারে ১০ রান ওঠে। ১৭ ওভার শেষে দিল্লির স্কোর ৯ উইকেটে ৮৯ রান। সাইকা ৪ ওভারে ২৮ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।

26 Mar 2023, 08:48:40 PM IST

তানিয়া ভাটিয়া আউট

১৫.৬ ওভারে হেইলি ম্য়াথিউজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তানিয়া ভাটিয়া। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি তানিয়া। দিল্লি ৭৯ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাধা যাদব। ম্য়াথিউজ ৪ ওভারে ২টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ৩টি উইকেট সংগ্রহ করেন।

26 Mar 2023, 08:46:50 PM IST

মিন্নু মনি আউট

১৫.৪ ওভারে হেইলি ম্যাথিউজের বলে মিন্নু মনিকে স্টাম্প-আউট করেন যস্তিকা ভাটিয়া। ৯ বলে ২ রান করেন মিন্নু। দিল্লি ক্যাপিটালস ৭৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তানিয়া ভাটিয়া।

26 Mar 2023, 08:42:04 PM IST

অ্যামেলিয়ার বোলিং কোটা শেষ

৪ ওভারের বোলিং কোটা শেষ করেলন অ্যামেলিয়া কের। তিনি ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। ১৫ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৭ উইকেটে ৭৯ রান।

26 Mar 2023, 08:36:14 PM IST

জোনাসেনকে ফেরালেন ম্যাথিউজ

১৩.১ ওভারে নিজের বলেই জেস জোনাসেনের ক্যাচ মিস করেন হেইলি ম্যাথিউজ। ঠিক পরের বলেই ম্যাথিউজের হাতে ফিরতি ক্যাচ দেন জেস জোনাসেন। ১১ বলে ২ রান করেন তিনি। ৭৫ রানে ৭ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। ব্য়াট করতে নামেন মিন্নু মনি। ১৪ ওভার শেষে দিল্লির স্কোর ৭ উইকেটে ৭৭ রান। ৩ ওভারে ১টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন ম্যাথিউজ।

26 Mar 2023, 08:34:18 PM IST

অরুন্ধতী রেড্ডি আউট

১২.৬ ওভারে অ্যামেলিয়া কেরের বলে সাইকা ইশাকের হাতে ধরা পড়েন অরুন্ধতী রেড্ডি। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। দিল্লি ৭৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তানিয়া ভাটিয়া। অ্যামেলিয়া ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। ব্যাট করতে নামেন শিখা পান্ডে।

26 Mar 2023, 08:26:24 PM IST

রান-আউট ল্যানিং

১১.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন মেগ ল্যানিং। ২৯ বলে ৩৫ রান করেন তিনি। মারেন ৫টি চার। দিল্লি ৭৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অরুন্ধতী রেড্ডি। ম্য়াথিউজের ওভারে কোনও রান ওঠেনি। ১২ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৫ উইকেটে ৭৪ রান।

26 Mar 2023, 08:20:51 PM IST

মারিজান কাপ আউট

১০.৩ ওভারে অ্যামেলিয়া কেরের বলে যস্তিকা ভাটিয়ার দস্তানায় ধরা পড়েন মারিজান কাপ। ২১ বলে ১৮ রান করেন তিনি। মারেন ২টি চার। দিল্লি ক্যাপিটালস ৭৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেস জোনাসেন। ১১ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৭৪ রান। ৩৫ রানে ব্যাট করছেন ল্যানিং।

26 Mar 2023, 08:18:58 PM IST

অর্ধেক ইনিংস শেষ

দশম ওভারে সাইকা ইশাকের বলে ১টি চার মারেন মারিজান কাপ। ১টি চার মারেন মেগ ল্যানিং। ওভারে মোট ১২ রান ওঠে। ১০ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ৬৮ রান। ২৭ বলে ৩৪ রান করেছেন ল্যানিং। ১৯ বলে ১৪ রান করেছেন মারিজান। সাইকা ৩ ওভারে ১৮ রান খরচ করেছেন।

26 Mar 2023, 08:15:46 PM IST

ম্য়াথিউজের ওভারে ৩ রান

নবম ওভারে প্রথমবার বল করতে আসেন হেইলি ম্যাথিউজ। তিনি নিজের প্রথম ওভারে ৩ রান খরচ করেন। ৯ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ৫৬ রান।

26 Mar 2023, 08:08:51 PM IST

৫০ টপকাল দিল্লি ক্যাপিটালস

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় দিল্লি ক্যাপিটালস। ৮ ওভার শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৫৩ রান। ২১ বেল ২৭ রান করেছেন ল্যানিং। ১৩ বলে ৬ রান করেছেন মারিজান। ইসি ওং ৩ ওভারে ২২ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।

26 Mar 2023, 08:04:33 PM IST

অ্যামেলিয়ার ওভারে ওটে ১০ রান

সপ্তম ওভারে অ্যামেলিয়া কেরের বলে ২টি চার মারেন মেগ ল্যানিং। ওভারে মোট ১০ রান ওঠে। ৭ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ৪৮ রান। ২০ বলে ২৬ রান করেছেন ল্যানিং।

26 Mar 2023, 08:00:45 PM IST

পাওয়ার প্লের খেলা শেষ

ষষ্ঠ ওভারে সাইকা ইশার মাত্র ১ রান খরচ করেন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩ উইকেটে ৩৮ রান। ১৫ বলে ১৭ রান করেছেন ল্যানিং। মেরেছেন ২টি চার। ৭ বলে ১ রান করেছেন মারিজান।

26 Mar 2023, 07:57:11 PM IST

এবার ফুলটস বলে জেমিকে ফেরালেন ইসি

পাওয়ার প্লে-তে ৩টি ফুলটস বলে উইকেট তুললেন ইসি ওং। ৪.২ ওভারে হেইলি ম্যাথিউজের হাতে ধরা পড়েন জেমিমা রডরিগেজ। ৮ বলে ৯ রান করেন তিনি। মারেন ২টি চার। ৩৫ রানে ৩ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। ব্যাট করতে নামেন মারিজান কাপ। ৫ ওভার শেষে দিল্লির স্কোর ৩ উইকেটে ৩৭ রান। ১৬ রানে ব্যাট করছেন ল্যানিং।

26 Mar 2023, 07:53:51 PM IST

সাইকার ওভারে ৫ রান

চতুর্থ ওভারে বল করতে আসেন সাইকা ইশাক। তিনি নিজের প্রথম ওভারে ৫ রান খরচ করেন। ৪ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান।

26 Mar 2023, 07:51:36 PM IST

সিভারের ওভারে ওঠে ১৩ রান

তৃতীয় ওভারে ন্যাট সিভার ব্রান্টের বলে ২টি চার মারেন ল্যানিং। ১টি চার মারেন জেমিমা। ওভারে মোট ১৩ রান ওঠে। ৩ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২ উইকেটে ২৯ রান। ৮ বলে ১০ রান করেছেন ল্যানিং। ৪ বলে ৮ রান করেছেন জেমিমা।

26 Mar 2023, 07:44:34 PM IST

অ্যালিস ক্যাপসি আউট

ইসি ওংয়ের একই ওভারে ২টি ফুলটস বলে আউট হলেন শেফালি ও অ্যালিস ক্যাপসি। ১.৫ ওভারে ওংয়ের বলে আমনজ্যোৎ কৌরের হাতে ধরা পড়েন ক্যাপসি। ২ বলে শূন্য রান করে মাঠ ছাড়েন ক্যাপসি। দিল্লি ১২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমিমা রডরিগেজ। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ২ ওভার শেষে দিল্লির স্কোর ২ উইকেটে ১৬ রান।

26 Mar 2023, 07:42:31 PM IST

সাজঘরে ফিরলেন শেফালি, তৈরি হল বিতর্ক

দ্বিতীয় ওভারে ইসি ওংয়ের প্রথম বলে ছক্কা মারেন শেফালি বর্মা। দ্বিতীয় বলে চার মারেন তিনি। ১.৩ ওভারে ইসি ওংয়ের হাই ফুলটস বলে অ্যামেলিয়া কেরের হাতে ধরা পড়েন শেফালি। বল কোমরের উপরে ছিল দাবি করে মেগ ল্যানিং আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। তৃতীয় আম্পায়ার টেলিভিশন রিপ্লে দেখার পরেও শেফালিকে আউট দেন। তবে বল এতটাই উচ্চতায় ছিল যে, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেনি দিল্লি শিবির। ল্যানিংকে মাথা নেড়ে অখুশি প্রকাশ করতে দেখা যায়। দিল্লি ১২ রানে ১ উইকেট হারায়। শেফালি ৪ বলে ১১ রান করেন। ব্যাট করতে নামেন অ্যালিস ক্যাপসি।

26 Mar 2023, 07:34:17 PM IST

ফাইনালের লড়াই শুরু

শেফালি বর্মাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ক্যাপ্টেন মেগ ল্যানিং। বোলিং শুরু করেন ন্যাট সিভার ব্রান্ট। পঞ্চম বলে ১ রান নিয়ে খাতা খোলেন ল্যানিং। শেষ বলে ১ রান নেন শেফালি। প্রথম ওভারে ২ রান ওঠে।

26 Mar 2023, 07:15:03 PM IST

দিল্লির প্রথম একাদশ

মেগ ল্যানিং (ক্যাপ্টেন), শেফালি বর্মা, অ্যালিস ক্যাপসি, জেমিমা রডরিগেজ, মারিজান কাপ, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), মিন্নু মনি, জেস জোনাসেন, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি ও শিখা পান্ডে।

26 Mar 2023, 07:13:05 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), হেইলি ম্য়াথিউজ, ন্যাট সিভার ব্রান্ট, হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইসি ওং, আমনজ্যোৎ কৌর, হুমাইরা কাজী, জিন্তিমনি কলিতা ও সাইকা ইশাক।

26 Mar 2023, 07:02:27 PM IST

টস জিতল দিল্লি

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে টস জিতল দিল্লি ক্যাপিটালস। টস জিতে মেগ ল্যানিং শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ফাইনালে রান তাড়া করবে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালস তাদের প্রথম একাদশে ১টি রদবদল করে। তারা পুনম যাদবকে বসিয়ে মিন্নু মনিকে মাঠে নামায়। মুম্বই ইন্ডিয়ান্স অপরিবর্তিত একাদশে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।

26 Mar 2023, 06:39:55 PM IST

ব্র্যাবোর্নে সর্বোচ্চ ইনিংস গড়েছে দিল্লি

ব্র্যাবোর্ন স্টেডিয়ামেই উইমেন্স প্রিমিয়র লিগের সর্বোচ্চ দলগত ইনিংস গড়ে দিল্লি ক্যাপিটালস। আরসিবির বিরুদ্ধে তারা ২ উইকেটের বিনিময়ে ২২৩ রান সংগ্রহ করে। ব্র্যাবোর্নে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ দলগত ইনিংস ২ উইকেটে ১৬৪ রানের।

26 Mar 2023, 06:06:35 PM IST

স্লো হয়েছে পিচ

ব্র্যাবোর্ন স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়র লিগের ১০টি ম্যাচ খেলা হয়েছে। প্রথম ৫টি ম্যাচ তুলনায় হাই-স্কোরিং ছিল। পরের ৫টি ম্যাচে বোলারদের ইকনমি রেট ভালো হয়েছে অনেক। প্রথম ৫ ম্যাচে বোলাররা ওভার প্রতি ৯.০৯ রান খরচ করেছেন এই মাঠে। শেষ ৫ ম্যাচে তা কমে দাঁড়িয়েছে ৮.০৭ রানে। যদিও প্রথম ৫টি ম্যাচে ছক্কা দেখা গিয়েছে ৩৪টি। শেষ ৫টি ম্যাচে এই মাঠে ব্যাটাররা ছক্কা মেরেছেন ৪২টি।

26 Mar 2023, 05:27:40 PM IST

এই নিয়ে তিনবার ফাইনালে মুখোমুখি ল্যানিং-হরমনপ্রীত

২০২০ উইমেন্স টি-২০ বিশ্বকাপের ফাইনালে ক্যাপ্টেন হিসেবে মুখোমুখি হন মেগ ল্যানিং ও হরমনপ্রীত কৌর। হরমনপ্রীতের ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। পরে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ফাইনালে ফের হরমনপ্রীতের ভারতকে টেক্কা দেয় ল্যানিংয়ের অস্ট্রেলিয়া। এবংর উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনালে ফের ক্যাপ্টেন হিসেবে মুখোমুখি ল্যানিং ও হরমনপ্রীত। এবার কি ল্যানিংয়ের দিল্লিকে হারিয়ে ব্যক্তিগত ডুয়েলে ঘুরে দাঁড়াতে পারবেন কৌর?

26 Mar 2023, 05:27:40 PM IST

কোন পথে ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স

১. প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ১৪৩ রানে হারিয়ে দেয়।
২. দ্বিতীয় ম্যাচে আরসিবিকে ৯ উইকেটে পরাজিত করে।
৩. তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে দেয়।
৪. চতুর্থ ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে ৮ উইকেটে পরাজিত করে।
৫. পঞ্চম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ৫৫ রানে হারায়।
৬. ষষ্ঠ ম্য়াচে ইউপি ওয়ারিয়র্জের কাছে ৫ উইকেটে হেরে যায়।
৭. সপ্তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৯ উইকেটে হার মানে।
৮. অষ্টম ম্যাচে আরসিবিকে ৪ উইকেটে পরাজিত করে।
৯. এলিমিনেটরে ইউপি ওয়ারিয়র্জকে ৭২ রানে হারিয়ে দেয়।

26 Mar 2023, 05:27:41 PM IST

কোন পথে ফাইনালে দিল্লি ক্যাপিটালস

১. প্রথম ম্যাচে আরসিবিকে ৬০ রানে হারিয়ে দেয়।
২. দ্বিতীয় ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে ৪২ রানে পরাজিত করে।
৩. তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরে যায়।
৪. চতুর্থ ম্যাচে গুজরাট জায়ান্টসকে ১০ উইকেটে পরাজিত করে।
৫. পঞ্চম ম্যাচে আরসিবিকে ৬ উইকেটে হারায়।
৬. ষষ্ঠ ম্য়াচে গুজরাট জায়ান্টসের কাছে ১১ রানে হেরে যায়।
৭. সপ্তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটে হারিয়ে দেয়।
৮. অষ্টম ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে ৫ উইকেটে পরাজিত করে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মুখ্যমন্ত্রীর ঘোষণাতেও বাড়বে না ডিএ? গুরুতর অভিযোগ শিক্ষা দফতরের বিরুদ্ধে ইউরোপা লিগে বিদায় লিভারপুলের,সেমিতে রোমা-লেভারকুসেন,মার্সেইলি-অ্যাটালান্টা লড়াই ৪৫-এর মহিলা ‘দিদি’ বলে ডাকছে! ইমন লিখলেন, ‘ভিতরে রাগ হত… আর পাপ বাড়াবেন না’ প্রচণ্ড গরমে মাথায় উঠল সাহেবি প্রথা, আইনজীবীদের পোশাকবিধিতে ছাড় দিল হাইকোর্ট ‘‌মিঠুন চক্রবর্তী সুবিধাবাদী পাল্টিবাজ দলবদলু’‌, প্রথম দফাতেই কড়া আক্রমণ কুণালের লোকসভা ভোটের দিনও অশান্ত মণিপুর, বুথে চলল গুলি, বন্দুকবাজদের খোঁজে শুরু তল্লাশি ইস্টবেঙ্গলের জার্সিকে অপমানের অভিযোগ, রেডিয়ো জকির ওপর খচল নেটপাড়া ভোটের দিনে দ্বিতীয় মৃত্যু, বুথের কাজ করতে করতেই প্রাণ হারালেন CPIM কর্মী ২০২৪ হনুমান জয়ন্তী ২৩ এপ্রিল পড়ছে শুভ যোগ! অর্থ, প্রেমের ভাগ্যে লাভ ৫ রাশির GTA শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মুখ পুড়ল রাজ্যের! ডিভিশন বেঞ্চেও মালুম হল ‘গরম’

Latest IPL News

লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.