বাংলা নিউজ > ময়দান > The Hundred: ছক্কার রেকর্ড ডটিনের, ব্যাট হাতে জবাবি হামলা লরার, রান তাড়া করে রেকর্ড জয় সুপারচার্জার্সের, ভিডিয়ো

The Hundred: ছক্কার রেকর্ড ডটিনের, ব্যাট হাতে জবাবি হামলা লরার, রান তাড়া করে রেকর্ড জয় সুপারচার্জার্সের, ভিডিয়ো

দুর্দান্ত ইনিংসে ম্যাচ জেতালেন লরা। ছবি- দ্য হান্ড্রেড।

প্রথম ইনিংসে পরপর তিন বলে ৩টি ছক্কা হাঁকান দিয়েন্দ্রা ডটিন। দ্বিতীয় ইনিংসে পরপর ৫ বলে যথাক্রমে ৪, ৪, ৬, ৪ ও ৪ রান সংগ্রহ করেন লরা উলভার্ট।

দিয়েন্দ্রা ডটিনের আগ্রাসী ইনিংসে এমন পালটা জবাব দেবেন লরা উলভার্ট, আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না। মেয়েদের দ্য হান্ড্রেডের ১৩তম ম্যাচে পয়সা উসুল ব্যাটিং পারফর্ম্যান্সের সাক্ষী থাকেন ক্রিকেটপ্রেমীরা।

ম্যাচে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের হয়ে মাত্র ২৫ বলে হাফ-সেঞ্চুরি করেন ডটিন। শেষমেশ ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট থাকেন তিনি। প্রথম ইনিংসের ৮৭, ৮৮ ও ৮৯তম বলে লিনসে স্মিথকে পরপর তিনটি ছক্কা মারেন দিয়েন্দ্রা। তিনি ইনিংসের শেষ চারটি বলে ২টি ছক্কা ও ২টি চার মারেন। উল্লেখযোগ্য বিষয় হল, মেয়েদের দ্য হান্ড্রেডে এর আগে ব্যক্তিগত ইনিংসে কোনও ব্যাটার ৬টি ছক্কা মারতে পারেননি। সেদিক থেকে টুর্নামেন্টে সর্বকালীন রেকর্ড গড়েন ডটিন।

ম্যাঞ্চেস্টার প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০০ বলে ৩ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করে। ডটিনের হাফ-সেঞ্চুরি ছাড়া লিজেল লি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪০ রান করে আউট হন।

আরও পড়ুন:- CSK-র ভাই JSK, দক্ষিণ আফ্রিকার নতুন T20 লিগে নিজেদের দলের নাম ও খেলোয়াড়দের তালিকা প্রকাশ করল চেন্নাই

পালটা ব্যাট করতে নেমে নর্দার্ন সুপারচার্জার্স ৯৯ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬১ রান তুলে নেয়। লরা উলভার্ট ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৯০ রান করে নট-আউট থাকেন। তিনি ইনিংসের ৮৫, ৮৬, ৮৭, ৮৮ ও ৮৯তম বলে যথাক্রমে ৪, ৪, ৬, ৪ ও ৪ রান সংগ্রহ করেন।

আরও পড়ুন:- NED vs PAK: তীরে এসে তরী ডুবল ডাচদের, পাকিস্তানকে হারা ম্যাচে জয় এনে দিলেন নাসিম

১ বল বাকি থাকতে ৭ উইকেটের উত্তেজক জয় ছিনিয়ে নেয় সুপারচার্জার্স। মেয়েদের দ্য হান্ড্রেডে এটিই সব থেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। উলভার্টের দুর্দান্ত ইনিংস ছাড়া ২৫ রান করেন অ্যালিসা হিলি। ২৪ রান করেন হলি আর্মিটেজ। ম্যাচের সেরা হয়েছেন উলভার্ট।

বন্ধ করুন