২০০৭ সালের ২৩ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক করেছিলেন রোহিত শর্মা। সেই সময় দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। আজ আবার রাহুল দ্রাবিড়ের কোচিং-এ টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের নেতৃত্বে দেখা যাচ্ছে রোহিত শর্মাকে। ২০২১ সালে দাঁড়িয়েও ২০০৭ সালের সেই দিনের কথা ভোলেননি রোহিত ও রাহুল দ্রাবিড়। ২০০৭ সালের সেই দিন এখনও মনে করেন দুজনেই। সেই ঘটনার প্রসঙ্গে বলতে গিয়ে রোহিত শর্মা জানিয়েছেন, ‘এটি ২০০৭ সালের ঘটনা। যখন আমি নির্বাচিত হয়েছিলাম, তখন ব্যাঙ্গালোরে একটি ক্যাম্পে আমি তার সঙ্গে যোগাযোগ করার জন্য প্রথমবার সুযোগ পেয়েছিলাম। এটি একটি খুব সংক্ষিপ্ত চ্যাট ছিল এবং আমি আসলে খুব নার্ভাস ছিলাম এবং আমি আমার বয়সী লোকদের সঙ্গে এত কথা বলতাম না, তাই এই সময়ে এই ছেলেদের একা ছেড়ে দিন।’
তিনি আরও বলেন, ‘তাই, আমি চুপচাপ নিজের কাজ করছিলাম এবং আমার খেলা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। তবে হ্যাঁ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার যখন তিনি এসে আমাকে বলেছিল যে তুমি এই গেমটি খেলবে। আমি চাঁদের উপরে ছিলাম যে, স্পষ্টতই ড্রেসিংরুমের অংশ হওয়ার স্বপ্নের মতো মনে হয়েছিল। তারপর থেকে অনেক পথ চলে গেছে। আমি ভারতের হয়ে এবং আমার ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সব মুহূর্তগুলোকে উপভোগ করেছি। আমি আরও অনেক কিছুর জন্য মুখিয়ে রয়েছি।’
সম্প্রতি সাংবাদিক বৈঠকে দ্রাবিড় সেই ঘটনা নিয়ে বলতে গিয়ে বলেন, ‘আমরা টিম বাসে এই বিষয়ে কথা বলেছি। সময় কিভাবে ডানা মেলে উড়ে যায়। আমি রোহিতকে তার আগেও চিনতাম, যখন আমরা চেন্নাইয়ে চ্যালেঞ্জার খেলছিলাম। রোহিত যে স্পেশাল তা সবাই জানত, এত বছর পর তার সঙ্গে কাজ করার সুযোগ পাব তা কখনও ভাবিনি। এত বছরে তিনি ভারতীয় দল এবং মুম্বই ইন্ডিয়ান্সের সাথে যা অর্জন করেছেন তা প্রশংসনীয়।’ সেই সময়কার অধিনায়ক এখন কোচ। আর সেই সময়ের তরুণ প্লেয়ার আজ দলের অধিনায়ক। ভাগ্যের এই মিলিয়ে দেওয়াটাকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রথম ম্যাচ থেকেই ভালো খেলতে চায় রোহিত ব্রিগেড।