বাংলা নিউজ > ময়দান > ভারতে দল যাবে কিনা,সরকার সিদ্ধান্ত নেবে- ভারতের পথেই জবাব PCB-র নয়া চেয়ারম্যানের

ভারতে দল যাবে কিনা,সরকার সিদ্ধান্ত নেবে- ভারতের পথেই জবাব PCB-র নয়া চেয়ারম্যানের

পাকিস্তান দলকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত সরকারি ভাবে নেওয়া হবে।

নাজাম শেঠি যোগ করেছেন যে, এশিয়া কাপ আযোজনের বিষয়ে, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রাখবেন, যা পাকিস্তান আগামী বছর আয়োজন করতে চলেছে। তিনি বলেছেন, ‘আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করব, এবং সেই বুঝে এগোব। আমরা যাই সিদ্ধান্ত নিই না কেন, আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন বিচ্ছিন্ন না হই।’

আগামী বছর ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত সরকারি পর্যায়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজাম শেঠি।

তাঁর পূর্বসূরি রামিজ রাজার দেওয়া হুমকির প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাজাম শেঠি সোমবার বলেছেন যে, ‘যদি সরকার বলে ভারতে যাবে না দল, তা হলে যাওয়া হবে না।’ প্রসঙ্গত রামিজ রাজা হুমকি দিয়ে বলেছিলেন, টিম ইন্ডিয়া এশিয়া কাপের জন্য যদি পাকিস্তানে না আসে, তবে তারা ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

করাচিতে এক সংবাদ সম্মেলনে নাজাম শেঠি বলেছেন, ‘যেখানে পাকিস্তান এবং ভারতের ক্রিকেট সম্পর্কিত বিষয়, উদ্বিগ্ন, পরিষ্কার করে দেওয়া ভালো, খেলা হবে বা না হবে, বা সফরে যাওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত সরকারি ভাবে নেওয়া হবে। পিসিবি শুধু জানতে চাইতে পারে।’

আরও পড়ুন: রামিজকে সরিয়ে ফের PCB-র মসনদে নাজাম শেঠি, বড় বদলের ইঙ্গিত ১৪ সদস্যের কমিটি নিয়ে

নাজাম শেঠি যোগ করেছেন যে, এশিয়া কাপ আযোজনের বিষয়ে, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রাখবেন, যা পাকিস্তান আগামী বছর আয়োজন করতে চলেছে। তিনি বলেছেন, ‘আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করব, এবং সেই বুঝে এগোব। আমরা যাই সিদ্ধান্ত নিই না কেন, আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যেন বিচ্ছিন্ন না হই।’

নাজাম শেঠি আরও বলেছেন যে, রামিজ রাজা ধারাভাষ্য বক্সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে পিসিবির কোনও আপত্তি নেই। তিনি বলেছেন, ‘রামিজের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং আমরা কখনও-ই তাঁর ধারাভাষ্য বক্সে ফিরে আসার বিরোধিতা করব না।’

নাজাম শেঠি তাঁর ওয়েবসাইটে পূর্ববর্তী পিসিবি ম্যানেজমেন্টের দ্বারা ব্যয়ের হিসেবগুলিও বাতিল করে দিয়েছেন। তাঁর দাবি, সেগুলি ভুল ছিল। তিনি বলেছেন, ‘খরচ সম্পর্কিত আমাকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা মোটেও ঠিক নয়।’

আরও পড়ুন: রামিজের বিদায় ও আফ্রিদির আগমন PCB তে, কী বললেন বাবর?

রামিজ রাজাকে পিসিবি চেয়ারম্যান পদ থেকে অপসারণের পর বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নাজাম শেঠির হাতে দায়িত্ব তুলে দেন। পাকিস্তানের নতুন চেয়ারম্যান বলেছেন, ‘আমি ২০১৮ সালে চেয়ারম্যান ছিলাম। যখন ইমরান খানের সরকার গঠিত হয়েছিল, তখন আমি পদত্যাগ করেছিলাম। যদিও ক্ষমতাশালী কিছু লোক বলেছিলেন যে, কেউ আমাকে অপসারণ করবে না। আমি সব সময় বিশ্বাস করি যে, প্রধানমন্ত্রীর নির্বাচন করার অধিকার রয়েছে। ক্রিকেট বিষয়ক পরিচালনার প্রার্থী, তাই পদত্যাগ করেছি।’

শেঠি আরও বলেছিলেন যে, তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে যোগাযোগ করছিলেনষ কারণ তিনি তাকে ফিরিয়ে আনতে চান। নাজাম শেঠির দাবি, ‘মিকি বর্তমানে ডার্বিশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ এবং আমি ওর সঙ্গে কথা বলেছি। আগামী ৮-১০ দিনের মধ্যে পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে এবং আমরা দলের জন্য নতুন কোচিং সেটআপের বিষয়ে ওর পরামর্শ চেয়েছি।’

এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘যখন ও (আর্থার) দলের সঙ্গে ছিল, অনেক ভালো কাজ করেছে এবং বাবর আজমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওর দায়িত্ব ছিল। ও দলে অনেক শৃঙ্খলা এবং ফিটনেস বজায় রেখেছিল। আমি বিশ্বাস করি, ও দলের জন্য ভালো হবে, আবার যদি ওকে পাওয়া যায়।’

বন্ধ করুন