শক্তি বাড়ল ভারতীয়-এ দলের। হনুমা বিহারীর পর টিম ইন্ডিয়ার আরও দুই তারকাকে জুড়ে দেওয়া হল দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয়-এ দলের সঙ্গে। এই মুহূর্তে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার টি-২০ স্কোয়াডের সঙ্গে কলকাতায় থাকা ইশান কিষাণ ও দীপক চাহার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ শেষেই উড়ে যাবেন দক্ষিণ আফ্রিকায়। এমনটাই খবর ক্রিকবাজের।
উল্লেখ্য, প্রাথমিকভাবে ঘোষিত ভারতীয়-এ দলের স্কোয়াডে ক'দিন আগেই ঢুকিয়ে দেওয়া হয়েছে টেস্ট দল থেকে বাদ পড়া হনুমা বিহারীকে। এবার ইশান ও দীপকও ঢুকে পড়লেন এ-দলের আঙিনায়।
প্রিয়ঙ্ক পাঞ্চালের নেতৃত্বাধীন ভারতীয়-এ দল ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছে। আগামী ২৪ নভেম্বর চাহার ও ইশান মুম্বইয়ে একত্রিত হবেন। সেখান থেকেই ব্লুমফেন্টনের উদ্দেশ্য রওনা দেবেন তাঁরা। শোনা যাচ্ছে পরবর্তী সময়ে শার্দুল ঠাকুরও যোগ গিতে পারেন ভারতীয়-এ দলে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে ৩টি চার দিনের ম্যাচে মাঠে নামবে ভারতীয়-এ দল। তিনটি ম্যাচ শুরু হবে যথাক্রমে ২৩ নভেম্বর, ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ব্লুমফেন্টনে।
ভারতীর-এ দল: প্রিয়ঙ্ক পাঞ্চাল (ক্যাপ্টেন), পৃথ্বী শ, অভিমন্যু ঈশ্বরন, দেবদূত পাডিক্কাল, সরফরাজ খান, বাবা অপরাজিত, উপেন্দ্র যাদব (উইকেটকিপার), কৃষ্ণাপ্পা গৌতম, রাহুল চাহার, সৌরভ কুমার, নভদীপ সাইনি, উমরান মালিক, ইশান পোড়েল, আর্জান নাগওয়াসওয়ালা, হনুমা বিহারী, ইশান কিষাণ ও দীপক চাহার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।