বাংলা নিউজ > ময়দান > Women's T20 Championship-এ বাহারিনের দীপিকা একাই করলেন রেকর্ড ১৬১, দল জিতল ২৬৯ রানে

Women's T20 Championship-এ বাহারিনের দীপিকা একাই করলেন রেকর্ড ১৬১, দল জিতল ২৬৯ রানে

বাহারিন মহিলা ক্রিকেট দল। ছবি- ফেসবুক।

বল হাতেও তিন উইকেট নিয়ে সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সর্বকালীন রেকর্ড গড়েন দীপিকা।

টি-টোয়েন্টিতে ক্রিকেটে একই ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়ল একের পর এক রেকর্ড। রেকর্ড গড়লেন সচরাচর নামীদামি ক্রিকেট খেলিয় কোনও দেশ নয়, বরং বাহারিনের মহিলা ক্রিকেট দল।

মঙ্গলবার (২২ মার্চ) আল আমিরতে গল্ফ কাপ মহিলা টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমেছিল বাহারিন। টসে জিতে বাহারিনকে প্রথমে ব্যাট করে আসার আমন্ত্রণ জানান সৌদি অধিনায়িকা চেরেল সিউসাঙ্কার। ব্য়াট নেমেই পঞ্চম ওভারেই ওপেনার রশিকা রড্রিগোকে হারায় বাহারিন। এরপরেই তান্ডব। ওপেনার তথা অধিনায়িকা থরঙ্গা গজনায়কে ৫৬ বলে অপরাজিত ৯৪ রানের একটি ইনিংস খেলেন। অপরদিকে, তিনে ব্যাটে নামা দীপিকা রাসাংগিকা ৬৬ বলে করে ফেলেন অপরাজিত ১৬১ রান। 

এই দুর্ধর্ষ শতরানের জেরে একাধিক রেকর্ড ভাঙেন দীপিকা। অ্যালিসা হিলির অপরাজিত ১৪৮ রানের রেকর্ড ভেঙে, তিনিই এখন মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সর্বোচ্চ স্কোরার। ৩৮ বছরের দীপিকার থেকে বেশি বয়সে অন্য কোনও মহিলা টি-টোয়েন্টিতে শতরানও করেননি। এই দুই দুর্ধর্ষ ইনিংসের সুবাদে বাহারিন নির্ধারিত ২০ ওভারে এক উইকেটের বিনিময়ে মোট ৩১৮ রান তোলে, যা সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্কোর। 

স্কোরকার্ড দেখে মনে হবে হয়তো ম্যাচে ছক্কার বন্যা বয়েছে। তবে মজার বিষয় হল, বাহারিনের তারকারা এই ইনিংসে একটাও ছয় মারেননি। মেরেছেন মোট ৫০টি চার (আগে ছিল ৩৪), যা এক ম্যাচে সর্বাধিক চার মারার রেকর্ড। দীপিকা একাই ৩১টি চার (ব্যক্তিগতভাবে এক ইনিংসে আগে সর্বোচ্চ ছিল ২০) মারেন এবং সেটাও সর্বকালীন রেকর্ড। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৫০ রানের গণ্ডিও টপকাতে পারেননি সৌদি ক্রিকেটাররা। আট উইকেটের বিনিময়ে ৪৯ রান তোলেন তারা। বাহারিন ২৬৯ রানে ম্যাচ জিতে যায়। 

ব্যাট করেই কিন্তু খান্ত হননি দীপিকা, ম্যাচে বল হাতে নয় রানের বিনিময়ে তিনটিও উইকেটও নেন তিনি। পুরুষ-মহিলা, সব ধরনের সব টি-টোয়েন্টি মিলিয়ে ১৫০ রানের অধিক করার পর তিন উইকেট নেওয়ার নজির আর কারুর নেই। সেই দিক থেকেও দীপিকা প্রথম। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.