বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়ন্সের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন ভারতের তারকা প্যাডলার মনিকা বাত্রা। প্রথমে মিক্সড ডাবলস ও পরে মহিলাদের ডাবলস থেকে ছিটকে যান তিনি। ফলে এই টুর্নামেন্টে পদক জয়ের আশা শেষ হল মনিকা বাত্রার। এদিন প্রথমে মিক্সড ডাবলসে জি সাথিয়ান সঙ্গে মনিকা বাত্রা জুটি বেঁধে নেমেছিলেন।
টুর্নামেন্টের শীর্ষবাছাই জাপানি জুটি ওমোকাজু হারিমোতো ও হিনা হায়াতার মুখোমুখি হয়েছিলেন তারা। তবে লড়াই করেও শেষ রক্ষা করতে পারেননি। জাপানি জুটির কাছে হেরে যান ভারতের তারকা প্যাডলার জুটি। এদিনের খেলার ফল হয় ১১-৫, ১১-২, ৭-১১, ১১-৯।
ভারতের মনিকা-সাথিয়ান জুটি এই ম্যাচের দুটি গেমে হেরে যাওয়ার পর তৃতীয় গেমে ঘুরে দাঁড়িয়েছিলেন। তবে মনিকারা চতুর্থ গেমে ফের পিছিয়ে পড়েন। শেষ মেশ ম্যাচ জেতে জাপানি প্যাডলার জুটি। মিক্সড ডাবলসে সাথিয়ানের সঙ্গে হারার পাশাপাশি এদিন টুর্নামেন্টের মেয়েদের ডাবলস বিভাগেও ব্যর্থতার সম্মুখীন হন মনিকা বাত্রা। কোয়ার্টার ফাইনালে অর্চনা কামাথকে সঙ্গে নিয়ে বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের মহিলা ডাবলসের কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিলেন তিনি।
শেষ ষোলোর লড়াইয়ে লুক্সেমবার্গের সারাহ ডি নুটে এবং জিয়া লিয়ান নি জুটির মুখোমুখি হয়েছিলেন মনিকা-অর্চনা। এদিনের খেলার ফল ছিল ১-১১, ৬-১১, ৮-১১। এই ম্যাচ হেরে বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে না পেরে টুর্নামেন্ট থেকে পদক জয় করতে ব্যর্থ হন মনিকা। ফলে ইতিহাস তৈরি করতে পারলেন না মনিকা বাত্রা, জি সাথিয়ান ও অর্চনা কামাথ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।