ফের একবার কোনওক্রমে জয় পেলেন জ্যানিক সিনার। গতবারের চ্যাম্পিয়নের এবারের প্রতিযোগিতায় শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম রাউন্ড থেকেই লড়াই করে জয় পেতে হয়েছে তাঁকে। সোমবার চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিলেন এই ইতালিয়ান টেনিস তারকা। প্রথম সেটে সহজ জয় পেলেও দ্বিতীয় সেটে পরাজিত হতে হয়েছিল তাঁকে। আজ প্রতিযোগিতার শীর্ষ বাছাই সিনার মুখোমুখি হয়েছিলেন ডেনমার্কের টেনিস খেলোয়াড় হোলগার রুনের। খেলার ফলাফল ছিল ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-২। এদিনের জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিনার। এখনও পর্যন্ত প্রতিযোগিতায় সেই ভাবে নজর কাড়া পারফরম্যান্স দেখতে পাওয়া যায়নি তাঁর থেকে।
বারবার খেলা বন্ধ অস্ট্রেলিয়ান ওপেনে:
টুর্নামেন্ট শুরুর আগে এই বিষয় নিয়ে তাঁকে কথাও বলতে দেখা গিয়েছিল। সোমবারের ম্যাচে শুরুটা বেশ ভালো করেছিলেন জ্যানিক সিনার। এর আগে তৃতীয় ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছিলেন তিনি। শুরুতে সেই ফর্মই বজায় রাখতে দেখা যায় তাঁকে। যদিও আজকের ম্যাচে গরমের জন্য সমস্যায় পড়েছিলেন সিনার। তৃতীয় সেট চলাকালীন মেডিকেল ব্রেক নিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর হার্ট বিট চেক করা হয় এবং লক্ষ্য করা যায় যে সিনারের হাত কাঁপছে। ওই একই সেটে চোট পেয়েছিলেন হোলগার রুনে। ডান হাঁটুতে চোট লাগে তাঁর। এরপর চতুর্থ সেটের শুরুতে আরও একবার খেলায় বিঘ্ন ঘটে। সিনারের শটে ভেঙে যায় নেট লাগানোর লোহার স্ট্যান্ডটি। যার জেরে ২০ মিনিট বন্ধ ছিল খেলা। তবে শেষ পর্যন্ত সব বাধা বিপত্তি কাটিয়ে ম্যাচে জয় পান শীর্ষ বাছাই সিনার। বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলতে নামবেন তিনি।
শারীরিক সমস্যা হচ্ছিল সিনারের:
গেম শেষে সিনার জানান যে আজকে তাঁর শরীর সঙ্গ দিচ্ছিল না। জিততে পেরেছেন এটাই তাঁর ভাগ্য ভালো। তিনি বলেন, ‘আমার আজকে ভালো লাগছিল না, দেখতেই পাচ্ছিলেন। শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমায়। আমি ঠিক বলতে পারব না কী হয়েছিল। তবে খেলার চাপ ইত্যাদির জন্য এটা হয়েছিল বলে মনে হচ্ছে। আমি ভাগ্যবান যে ২০ মিনিট মতো খেলা বন্ধ ছিল। সেই সময় আমি শরীরকে চাঙ্গা করার চেষ্টা করি। মাথায় ঠান্ডা জল দিই, এটা খুব কাজে এসেছিল। আজকে আমার ভাগ্য খুবই সহায় ছিল।’ এদিন জয়ের জন্য দর্শকদের সমর্থনকে ৯০ শতাংশ কৃতিত্ব দিয়েছেন এই তারকা প্লেয়ার। তবে শেষ পর্যন্ত গতবারের মত এবার জিততে পারেন কিনা, সেটা সময়ই বলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।