ওয়ার্নকে বলতে শোনা যায় 'প্রথম ম্যাচে আমরা দিল্লির কাছে খুব বাজেভাবে হারি। বীরেন্দ্র সেহওয়াগ সেই ম্যাচে আমাদেরকে খুব মেরেছিল। আমরা হেরে গিয়েছিলাম। আমি যখন সাজঘরে প্রবেশ করি তখন দেখি আমাদের ছেলেরা সবাই কাঁদছে।'
এদিন ম্যাচ শুরুর আগে রয়্যালস পরিবারের তরফে একটি ৭ মিনিটের ভিডিয়ো প্রস্তুত করা হয়। তাদের প্রথম শিরোপা জয় উদযাপন, ওয়ার্নের অধিনায়কত্বের বিভিন্ন দিক তুলে ধরতেই তৈরি করা হয় এই ভিডিয়োটি। সেই দলের সদস্য মহম্মদ কাইফ, গ্রেম স্মিথ, শেন ওয়াটসনরা তাদের শ্রদ্ধা নিবেদন করেন। ২০০৮ মরশুমের অভিযান নিয়ে ওয়ার্নের মুখে বিভিন্ন ছোট ছোট গল্পের স্নিপেটস তুলে ধরা হয়। সেই মরশুমে প্রথম ম্যাচে দিল্লির কাছে ৯ উইকেটে হারতে হয়েছিল রাজস্থানকে। সেই ম্যাচেরও এক অজানা কাহিনি তুলে ধরেন স্বয়ং ওয়ার্ন। ওয়ার্নকে বলতে শোনা যায় 'প্রথম ম্যাচে আমরা দিল্লির কাছে খুব বাজেভাবে হারি। বীরেন্দ্র সেহওয়াগ সেই ম্যাচে আমাদেরকে খুব মেরেছিল। আমরা হেরে গিয়েছিলাম। আমি যখন সাজঘরে প্রবেশ করি তখন দেখি আমাদের ছেলেরা সবাই কাঁদছে।'
ওয়ার্নকে আরও বলতে শোনা যায় 'আমি সেখানে দাঁড়িয়ে পরি, ওদেরকে বলি আমি কি কিছু ভুলে যাচ্ছি! প্রত্যেকে এদিক ওদিক দেখতে শুরু করে। আমি বলি 'কেউ কি মারা গিয়েছে?' আমরা একটা ক্রিকেট ম্যাচ হেরেছি। আমাদের কাছে আরও ১৩ টি ম্যাচ আছে। আমাদের সবার ঠিক থাকা উচিত।' পরবর্তী ম্যাচেই পঞ্জাবকে ৬ উইকেটে হারানোর পরেই বদলে গিয়েছিল রাজস্থান ড্রেসিংরুমের মুড।
সেই ম্যাচ নিয়ে ওয়ার্নকে বলতে শোনা যায় 'পরের ম্যাচটা আমাদের ঘরে খেলা ছিল। আমি ৪/১৫ (৩/১৯) বা ওইরকম একটি কিছু করেছিলাম (বল হাতে)। আমরা ম্যাচটা জিতি। আমি ড্রেসিংরুমে ঢুকে দেখি সবাই চেঁচামেচি করছে, আনন্দ করছে, গান গাইছে।'