বাংলা নিউজ > ময়দান > খুনের অভিযুক্ত সুশীল কুমারের খবর দিলেই ১লক্ষ টাকার পুরস্কার দেবে দিল্লি পুলিশ

খুনের অভিযুক্ত সুশীল কুমারের খবর দিলেই ১লক্ষ টাকার পুরস্কার দেবে দিল্লি পুলিশ

সুশীল কুমার ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (ছবি: গুগল)

কুস্তিগীর সুশীল কুমারের খবর দিলেই দেওয়া হবে ১ লক্ষ টাকা পুরস্কার। এমন পুরস্কারের ঘোষণা করল দিল্লি পুলিশ। দীর্ঘ দিন ধরে সুশীল কুমারকে পুলিশ নিজেদের জালে ধরেত পারছেনা। বহু চেষ্টা করেও সুশীল দিল্লি পুলিশের চোখে ধুলো দিয়েছেন। এমন অবস্থায় আর কোনও উপায় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত পুরস্কার ঘোষণার কথা জানাল দিল্লি পুলিশ।

কুস্তিগীর সুশীল কুমারের খবর দিলেই দেওয়া হবে ১ লক্ষ টাকা পুরস্কার। এমন পুরস্কারের ঘোষণা করল দিল্লি পুলিশ। দীর্ঘ দিন ধরে সুশীল কুমারকে পুলিশ নিজেদের জালে ধরেত পারছেনা। বহু চেষ্টা করেও সুশীল দিল্লি পুলিশের চোখে ধুলো দিয়েছেন। এমন অবস্থায় আর কোনও উপায় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত পুরস্কার ঘোষণার কথা জানাল দিল্লি পুলিশ। এএনআই-এর খবর অনুযায়ী, ছাত্রাসাল স্টেডিয়ামে সাগরের খুনের অভিযুক্ত সুশীল কুমারের খবর যে দিতে পারবেন তাকে দিল্লি পুলিশ ১ লক্ষ টাকা পুরস্কার দেবে, আর যে অন্য অভিযুক্ত অজয়ের খবর দেবেন তাঁকে দিল্লি পুলিশ ৫০ হাজার টাকা পুরস্কার দেবে।

আগেই ছত্রসাল স্টেডিয়াম হত্যাকাণ্ডে দু'বারের অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল দিল্লির এক আদালত। সঙ্গে সন্দেহভাজন আরও ন'জনের বিরুদ্ধেও জারি হয়েছিল পরোয়ানা।

২৩ বছর বয়সী প্রাক্তন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন সাগর কুমারের হত্যা মামলায় সুশীল কুমারকে খুঁজছে দিল্লি পুলিশ। ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না সুশীলের। পরে তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিশও জারি করা হয়। শনিবার দিল্লির এক আদালত জোড়া অলিম্পিক পদকজয়ীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। এও শোনা যাচ্ছে যে, সুশীল কুমারের খোঁজ দেওয়ার জন্য দিল্লি পুলিশ পুরস্কারও ঘোষণা করতে চলেছে।

অবশেষে সেই কথাই ঠিক প্রমাণ হল শেষ পর্যন্ত পুরস্কার করল দিল্লি পুলিশ। মৃত সাগর দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবলের ছেলে। প্রাথমিকভাবে পার্কিং নিয়ে বচসা থেকেই ঝামেলার সূত্রপাত বলে শোনা গিয়েছিল। তবে তদন্তে উঠে আসে অন্য তথ্য। সম্পত্তি সংক্রান্ত বিষয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি শুধু হাতাহাতিই নয়, বরং গুলিও চালানো হয়েছিল বলে দাবি করা হয়।

সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, সুশীল প্রাথমিকভাবে নিহত সাগর ও আহতদের তাঁদের আখড়ার কেউ নন বলে দবি করেছিলেন। তাঁদের বহিরাগত বলে উল্লেখ করেছিলেন। তবে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছেন যে, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সুশীল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.