বিরাট কোহলি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন, এরপর নির্বাচকরা তাকে ওডিআইয়ের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর টেস্ট অধিনায়কত্ব থেকেও ইস্তফা দেন বিরাট। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা চলছেই। এখন পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়ে জল্পনা চলছে। এমন সময়ে প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার হরভজন সিং বলেন সবাই টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার সুযোগ পায় না। তিনি অধিনায়কত্ব করতেও সক্ষম ছিলেন কিন্তু তাকে নিয়ে কখনওই কথা হয়নি।
ভাজ্জি বললেন, ‘এটাও একটা কৃতিত্ব যে আমার অধিনায়কত্ব নিয়ে কেউ কথা বলে না। আমি জানি না বিসিসিআই-এর কেউ আমার জন্য এটা নিয়ে কথা বলেছে কিনা। কারণ এটা দরকার ছিল না। আপনি যাদের পছন্দের তালিকায় নেই, যারা ক্ষমতা আছে, তাহলে আপনি এই সম্মান পেতে পারেন না। কিন্তু এই প্রসঙ্গ ছেড়ে দিন। আমি ভালো করেই জানি যে আমি অধিনায়কত্বের জন্য কতটা সক্ষম ছিলাম। কারণ আমি প্রতিনিয়ত দলের অধিনায়কদের নির্দেশ দিতাম। তাদেরকে পরামর্শও দিতাম।’
হরভজন জোর দিয়েছিলেন যে তার অধিনায়কত্ব করার ক্ষমতা ছিল। অধিনায়ক হিসেবে তিনি টিম ইন্ডিয়াতে অবদান রাখতে পারতেন কিন্তু সুযোগ দেওয়া হয়নি। এক সাক্ষাৎকার দিতে গিয়ে হরভজন সিং বলেন, ‘আমি ভারতীয় দলের অধিনায়ক হলাম কি না সেটা বড় বিষয় নয়। এটা নিয়ে আমার কোনও অনুশোচনা নেই, আমাকে আমার দেশের দলের অধিনায়ক হওয়ার সুযোগ দেওয়া হয়েছে কি না। একজন ক্রীড়াবিদ হিসেবে শুধু খেলে এবং দেশের জন্য অবদান রেখেই আমি খুব খুশি।’